तहज़ीब खिलेगी जुबां पर, बक्त होने पर तर्क दिखेगा;
तुममें ओर मुझमें एक मुस्कुराहट का फर्क दिखेगा।
-
গান গাই, পদ্য লিখি পাঠ করি বেদ
বাইরে থেকে দেখতে যেমন, আসলে তা না-
হাসির আড়ালে, আঘাতের ছক; কষা হয় একটানা।-
বিলুপ্ত হয়েছে কুমিরডাঙা। হারিয়ে গেছে ডাংগুলি--
হেডফোনের শব্দদূষণে ,বোবা-কালা আজ ঠাকুমার ঝুলি।-
ভাঙবে সবাই ভীষণ ভাবে, প্রতি পদক্ষেপে--
আত্মীয়তার হাত বাড়িয়ো অনেক খানি মেপে।-
হাসির প্রলেপ সঙ্গে নিয়ে যে দিচ্ছে তোমায় সান্ত্বনা--
বাইরেটা তার স্থির হলেও ভেতরটা একটুও শান্ত না।-
ঝড়ের বেগে ছুটে চলো স্থির রেখে গন্তব্য,
লক্ষ্যে যেন না বাধা হয়ে দাঁড়ায় কারোর অহেতুক মন্তব্য।
-
জানি চলে গেছিস তুই, তবু রয়ে গেছে তোর প্রভাব,
জানিস..আজো আমার চরিত্রে ম্যাচিওরিটির অভাব।
-
যতই বিধ্বংসের সূচনার অশনি সংকেতের আভাস পাই,
শুধু সহানুভূতির খেলায় মেতে, আরাম কেদারায় বসে পা দোলাই।
-
চরনামৃতের আশ্বাসে ভর করে হিসেব রাখেনি পাপের,
প্রায়শ্চিত্তের উত্তরীয় গায়ে মেখে জান্নাতের খোঁজে কাফের।-