Maheshwar Goswami   (মহেশ্বর)
26 Followers · 15 Following

পাগল মন, অলস শরীর আর অদম্য জেদ
গান গাই, পদ্য লিখি পাঠ করি বেদ
Joined 18 September 2019


পাগল মন, অলস শরীর আর অদম্য জেদ
গান গাই, পদ্য লিখি পাঠ করি বেদ
Joined 18 September 2019
9 JUL 2021 AT 14:35

तहज़ीब खिलेगी जुबां पर, बक्त होने पर तर्क दिखेगा;
तुममें ओर मुझमें एक मुस्कुराहट का फर्क दिखेगा।

-


21 JUN 2021 AT 16:33

বাইরে থেকে দেখতে যেমন, আসলে তা না-
হাসির আড়ালে, আঘাতের ছক; কষা হয় একটানা।

-


17 JUN 2021 AT 10:54

রূপকথারা গান ধরেছে তোমার-আমার কল্পনায়

-


8 JUN 2021 AT 18:53

বিলুপ্ত হয়েছে কুমিরডাঙা। হারিয়ে গেছে ডাংগুলি--
হেডফোনের শব্দদূষণে ,বোবা-কালা আজ ঠাকুমার ঝুলি।

-


7 JUN 2021 AT 19:28

ভাঙবে সবাই ভীষণ ভাবে, প্রতি পদক্ষেপে--
আত্মীয়তার হাত বাড়িয়ো অনেক খানি মেপে।

-


30 MAY 2021 AT 18:52

হাসির প্রলেপ সঙ্গে নিয়ে যে দিচ্ছে তোমায় সান্ত্বনা--
বাইরেটা তার স্থির হলেও ভেতরটা একটুও শান্ত না।

-


8 JUN 2020 AT 19:48

ঝড়ের বেগে ছুটে চলো স্থির রেখে গন্তব্য,
লক্ষ্যে যেন না বাধা হয়ে দাঁড়ায় কারোর অহেতুক মন্তব্য।

-


6 JUN 2020 AT 8:30

জানি চলে গেছিস তুই, তবু রয়ে গেছে তোর প্রভাব,
জানিস..আজো আমার চরিত্রে ম্যাচিওরিটির অভাব।

-


29 MAY 2020 AT 9:14

যতই বিধ্বংসের সূচনার অশনি সংকেতের আভাস পাই,
শুধু সহানুভূতির খেলায় মেতে, আরাম কেদারায় বসে পা দোলাই।

-


26 MAY 2020 AT 17:31


চরনামৃতের আশ্বাসে ভর করে হিসেব রাখেনি পাপের,
প্রায়শ্চিত্তের উত্তরীয় গায়ে মেখে জান্নাতের খোঁজে কাফের।

-


Fetching Maheshwar Goswami Quotes