QUOTES ON #বিদায়

#বিদায় quotes

Trending | Latest
26 NOV 2020 AT 16:58

-


6 JUL 2020 AT 20:58

-


13 APR 2020 AT 22:10

নিশি🌃অবশান প্রায়...ঐ পুরাতন বর্ষ🗓হয় গত।
আমি আজি ধূলিতলে...জীর্ন জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও যেখানে যে রত..
ক্ষমা👏করো আজিকের মত... পুরাতন বছরের সাথে .
....পুরাতন অপরাধ যত 👏
আগামী নববর্ষের শুভেচ্ছা (♡‿♡)

-


4 JUL 2019 AT 18:43

কিছুর অস্তিত্ব নেই আজ
নেই আজ মান অভিমান
সময় হলো অনেক
এবার তাহলে বিদায় নেওয়া যাক ll

-


3 JAN 2019 AT 22:39

বিদায় ২০১৮

২০১৮,
কি দিয়েছে সে আমায়, কি চেয়েছিলাম আর কি ই বা পেলাম, তাই নিয়েই যত ভাবনা আমাদের এই শেষবেলায়।
অতীত এর এই মায়াজাল ভেদ করে যেনো বেরিয়ে আসে গ্লানি, আর্তনাদ, একরাশ খারাপলাগা আর কিছু ভালোবাসা। হয়তো টুকরো টুকরো ভালোলাগা, ভালোবাসার পরিমাণ টা কিছুটা বেশিই, কিন্তু তাও প্রতি বছরের মত এ বছরেও আমরা মেতে উঠেছি খারাপ কে আলিঙ্গন করে দুঃখকে সঙ্গী করতে।
অতীত এর সময়কে অতীত এ ফেলে আসা কি একেবারেই সম্ভব নয় ?
একটু চেষ্টা করে দেখি না যদি ভালো সময়কে সাথে আর খারাপ সময়ের শিক্ষাকে মাথায় নিয়ে শুরু করা যায় আমাদের এই ২০১৯।

-


23 AUG 2020 AT 13:10

কান্না পুড়িয়েছি আমি একাকীত্বের আগুনে,
নেভানো বড়ই দায়....
যদি ভেসে আসে ভালোবাসা হারানো সুরে,
বলে দিও তাকে, বিদায়....

-


5 FEB 2020 AT 23:46

বিদায় বেলায়..
অশ্রু ঝরে,
মুক্তি !
বিদায় বন্ধু !!

-


28 FEB 2021 AT 8:49

সুখের বাতি জ্বালায় উঠানে
ফেরার কথা ভুলে যেতে নেই ৷
চলে যাওয়ার ভাবনায় জড়ায়ে মোরে ;
আলিঙ্গনে বিদায় দিতে নেই
তোমায় আঁকড়ে বেঁচে থাকা মোর ,
সবকিছু ছাড়িয়া এইভাবে চলে যেতে নেই ৷

-


17 NOV 2021 AT 21:40

অনির্দিষ্ট কালের জন্য ছুটি নিলাম...

যেকোনো দিন ফিরতে পারি, আবার নাও পারি..

-



জীবন অবহেলিত, ভালোবাসাহীন,
সুখহীন শান্তি হীন,
যেনো মৃত্যুটা হয় শান্তিপূর্ণ।।

-