অশনি'র শনি - ভ্রমণ বিলাস, / চঞ্চল চলা , পথের আজান ,
হাতছানি ময় অতীতের সোনা -- / সম্প্রদায়িক জীবনযাপন ...-
বৃষ্টি স্নাত আমার শহর
জমিন খোঁজা ব্যস্ত সকাল
কাক কোকিলের গুল্প জানা
প্রেম প্রেম ছ্যাঁকা শীতল ঠোঁটে
কাব্য কিম্বা সান্ত্বনা নয়
পেটের টানে নিজের কাছে
তোমার নামে স্বপ্ন কেনা
প্রবোধ বাক্য দুলছে হাওয়ায়
ফুলন্ত গাছে ঝুলন্ত প্রাণ
এখন শরীর মনের মালিক
"যদি হঠাৎ আবার দেখা হয় দুজনা'র"....-
অলীক প্রত্যাবর্তন
...........................................................
বহুদিন পর দেখা !
বহুদিন নেই যোগাযোগ ,
বহুদিন নেই হাতে হাত ।
এরই মধ্যে ফুরিয়েছে মানসিক রোগ ।
রাতের আড়ালে ভেজা ঘর ;
সৌজন্য সাক্ষাৎ বিনিময় ।
এখনই কবিতা লিখতে পারি ,
যদিও নাগাল বিহীন এখনও অভয় !
ফিরে আসা পাকাপাকি ?
ধ্রুব বলে কিছু নেই ।
সময় প্রতিহারী আগাগোড়া ,
যে তিমির আছে সেই তিমিরেই ...-
অনির্দিষ্ট কালের জন্য ছুটি নিলাম...
যেকোনো দিন ফিরতে পারি, আবার নাও পারি..-
কলম যোগাও আজও প্রিয় ,
রক্ত কালিতে ভরি এ-পাতা সে-পাতা ।
নিছক কবিতা তা নয় :
ডায়রী ভরাট ছেঁড়া গ্লানি উপহার....
দাবির স্বপ্ন দেখো তবু,
হতাশ ! সত্য হারা ক্ষতি !
কবিকে দাও মিথ্যে অপবাদ । অথচ ,
কবিতা মানেই সত্তা বেঁচা মহৎ কারিগরি...!-
বিসন্ন মন ক্লান্ত বোধ
সহজে গড়ায় রাত, ঠান্ডা অবরোধ
আদুর গায়ে আর নেই আদর...-
এইটুকু চাই
...............…................
বীভত্স চিতা জ্বালিয়ে
প্রদীপ গিলে নাও অনায়াস।
আমাদের পড়ে থাক -
আধপোড়া ঘাস,
মানুষের চাষ বিছানায়;
যাকে যা মানায় ।
প্রতিদিন যে অবহেলা
অথবা সনাতন অভাব :
তুলে দিই তোমার ভাঁড়ারে,
একদা স্বভাব সেই
কবিতার মত ,হবে একদিন...-
পুরুষ -
অর্থহীন :
বীর্যপাতে দীন ;
বেকারত্ব ভালোবাসে সুপ্রভাতে....-