Debankur Das   (দেবাঙ্কুর)
637 Followers · 325 Following

read more
Joined 1 December 2017


read more
Joined 1 December 2017
19 SEP 2023 AT 17:20

সবাই তাদের নিজেদের মত করে হতাশ।
আমাদের সবার কাছেই সফলতার মানে হয়তো মনের গভীরে একটু আলাদা। কিন্তু আমরা সবাই জানি সবার ওপরে টাকা 💰। টাকা হয়তো সব না কিন্তু টাকা ছাড়া জীবনটাও কিছুই না। আমাদের মধ্যে যারা এই "Rat - Race" টা একদম মন থেকে মেনে নিয়ে এগোতে পারবে, যারা ওই অল্প পাওয়া সময়টা নিয়েই খুশি থাকতে পারবে তারাই বেশ খুশি থাকবে।
হাঁ, সব কিছুই মানসিক। কথায় আছে কিছু মানুষ অল্পতেই খুশি আবার কিছু মানুষ অনেক পেয়েও অসুখী। আসলে সব কিছুই আমাদের ভাবনার ওপর। বেশিরভাগ মানুষ তখনই হতাশ অথবা বিষণ্ণ হয়ে পড়ে যখন তাদের চাওয়াটা বেড়ে যায়, কিন্তু নিজে তখনো সেই জায়গাই পৌঁছোতে না পারে।
নিজের স্বপ্নের জন্য যদি একটু পরেও শুরু করতে হয় তাতে ভেঙ্গে পরো না। এটাই তো জীবন, কেউ আগে শুরু করবে কেউ পরে। কারোর উপলব্ধি আগে হয় কারোর পরে।
সবটাই জানি আমরা তাও সব সময় আমরা ঠিক থাকতে পারি না। সবসময় মনে রাখতে হবে যে যুদ্ধটা আমাদের কিন্তু নিজের সাথেই। নিজেকে হারাতে হবে। আর কাওকে না!!!!

-


5 SEP 2023 AT 19:05

জীবন বড়ই বিচিত্রময়,
কখনো মনে হবে তুমি ঠিক,কখনো মনে হবে তুমি ভুল।
জীবনের বেড়াজালে তুমি হয়তো বিভ্রান্ত হয়ে থাকবে।
দায়িত্ব আর স্বপ্নের মাঝে হয়তো তোমায় যেকোনো একটা পছন্দ করতে হতে পারে।
জীবনে শত চেষ্টা করেও হয়তো স্বপ্নটা অধরা হয়ে থেকে যেতে পারে।
কখনো মনে হতে পারে যে তুমি সত্যিই কি পারবে।
হয়তো অনেক কিছু বিসর্জন দিতে হতে পারে।
হয়তো নিজেকে জিজ্ঞাসা করলে উত্তরটা পাবে যে সব দিকে সমানভাবে সময় দাওনি তুমি।
হয়তো তোমারও গাফিলতি ছিল কোথাও।
তুমিও জানো কি হবে এসব ভেবে?
তুমিও জানো যে অতীতকে ভুলে সামনের দিকে তাকিয়ে এগোতে হবে।
শেষ পর্যন্ত তুমিই তোমার শেষ অবলম্বন।
জীবনটা তোমার, জীবনের উত্থান-পতনও তোমার।
হয়তো একটু দেরিতে হবে, ভরসা রাখো তোমারও হবে।
হয়তো একটু অন্যরকম হবে তোমার জীবনটা,
তাতে কি বা যায় আসে?
আক্ষেপটা তো থাকবে না ? তাই না?
.........

-


21 JUN 2023 AT 21:07

আজ আমার বয়স চার,
তাই তো আমি ঘুরতে যাই ইয়ার।
আজ আমার বয়স বারো,
তাই তো বিকেলবেলা সঙ্গী আমারও।
আজ আমার বয়স কুড়ি,
তাই তো চাকরির চিন্তা ভূরি ভূরি।
আজ আমার বয়স তিরিশ,
তাই তো মুক্তির চেষ্টায় করছি নিশপিশ।
আজ আমার বয়স ষাট,
বাকিটা জানে ভবিষ্যৎ।😊

-


18 MAY 2023 AT 18:04

ওই বড়ো,
মনে কি পড়ে তোর আমার কথা?
মনে পড়ে সেই দিনের কথা যখন আমি ভিজতে যেতাম নির্দ্বিধায়।
স্কুল থেকে ফেরার পথে জিভ বার করে বৃষ্টির জল খেতাম।
মনে পড়ে, রাস্তার এক ধারে দাঁড়িয়ে বৃষ্টির সেই ভেজা মাটির এক মিঠে গন্ধের ঘ্রাণ নেওয়ার কথা।
মনে পড়ে, রাস্তায় সেই কাদা জলে ঝাঁপ দেওয়ার কথা?
মনে কি পড়ে সেই বাড়ি এসে মায়ের হাতে মার খাওয়ায় কথা?
কোথায় হারিয়ে গেল সেই দিন গুলো?
ভুলেই তো গেলি সেই সময়ের কথা।
জানি তুই বড়ো হস, তোর অভিজ্ঞতাও বেশি আমার থেকে।
তাও কোনো জানি না মনে হলো তোকে মনে করিয়ে দিয়ে যাই, তোর আমার কাছে করা ছোট্ট প্রতিশ্রুতির কথা।ভুলে যাস না যেন আমায়।
কিরে? কি ভাবছিস?
যা বড়ো যা, ওই বন্ধ দরজাটা খুলে একবার বেরিয়ে আয়।
দেখিস এসে ধন্যবাদ জানাতে ভুলে যাস না যেন 🤭।

*ধন্যবাদ ছোট 😀*

-


3 FEB 2023 AT 19:07

প্রথমত কখনো কারোর থেকে কিছু আশা করা উচিত না।
আর যদি করতেই হয় তাহলে কখনো কারোর থেকে সবটা আশা কোরো না।
মনে রেখো তোমার সব কথা সবাই বুঝবে না। যেমন সব সমস্যার একই সমাধান হয় না তেমন তোমার সবটা যে কেউ একজন ই বুঝবে এটা ভেবো না।
তোমার জীবনের নায়ক তুমি নিজেই। সবার কাছে হেরে যাও,অসুবিধা নেই। কিন্তু নিজের কাছে হেরে যেও না।

-


13 JAN 2023 AT 0:22

আমাদের সবার জীবনেই এমন কিছু সময় আসে যখন হটাৎ করেই সব কিছু ওলটপালট হয়ে যায়।বুঝতে পারি না কি করবো আমরা।
সেইসময় যদি হও ভ্যাবাচ্যাকা, চুপটি করে বোসো একা। ভেবে দেখো শুরু কেনো করেছিলে সেদিন। হয়তো সব উত্তরই পাবে তুমি । মনে রেখো যত বড় স্বপ্ন ততই বড় বাঁধা। পার যদি করতে পারো তুমিই হবে রাজা 😄।

-


9 SEP 2022 AT 16:39

লক্ষ্য

স্রোতের মাঝে চলতে গিয়ে আজ,
মনের চারিপাশে যে ক্লান্তির রাজ।
অভাব আর স্বপ্নের মাঝে আজ,
পিষছে যে এই দৈহিক বলরাজ।
অভাব বলে কর্ম করো,
আর স্বপ্ন বলে ধৈর্য্য ধরো।
ধৈর্য্য যখন ভঙ্গ হয়,
জটিলতা তখন সঙ্গী হয়।
সময় যত জটিল হয়,
মন-মাথার তত সন্ধ্যি হয়।
তবে কি,
জীবন ধারাকে চাঙ্গা করে ,
সত্যের প্রকাশ নিকট হয়?

-


11 APR 2022 AT 19:28

দেনা-পাওনা

বন্ধু!

তোর সাথে দেখা আমার বছর কুড়ি পরে,
চেহারাটা তোর বদলে গেছে একটু একটু করে।
অনেকদিন পরে আবার পুরোনো স্মৃতি জাগে,
তোর-আমার সেই দিনগুলো ফিরে ফিরে আসে।
জীবনচক্রের ভিড়ে আমরা আজ একই নদীর দুই ভিন্ন তীরে,
তাও আজও ভাবলে তোর কথা মনটা উড়ু উড়ু করে।
যতনে রাখিব তোরে মনের এই আঙিনায়,
বিপদে পড়িলে অহোরাত্র পাবি যে আমায়।

ভালো থাকিস বন্ধু!
বিদায়😀।

-


18 DEC 2021 AT 0:56


সময়ের সাথী আমরা সবাই,
সময় ফুরালে আমরাও ফুরাই।
এক চিলতে জমিতে আমরা,
আজও স্বপ্ন বুনতে চাই।
হোক না সে ভাঙ্গা বা জোড়া,
তাও আমরা সেই পথেই যাই।

-


29 AUG 2021 AT 22:14

ব্যস্ততা

কিসের এত ব্যস্ততা সখা, জীবনের এই, "RatRace" কী তোমাকেও গ্রাস করছে না?
জীবনের এই মোহ কি তোমাকেও গ্রাস করে নি।
সাবধান সখা ! সাবধান! সাবধান!
সোনার কাঠি ছেড়ে রুপোর কাঠি নেওয়ায় ভুল করো না সখা।
বুঝেও না বোঝার ভুল করো না সখা,
জীবনের যে ধাপ সবার অচেনা, সেই ধাপ চিনেও না চেনার ভুল করো না সখা।

-


Fetching Debankur Das Quotes