"জানি সেই মূহূর্ত ভোলার নয়,
পৃথিবীর সবসুখ যেই মুহুর্তে রয়,
তাইতো বারবার একই ভুল হয় ।"-
কে তুমি অগন্তুক দাঁড়িয়ে আছো দুয়ারে
সৃষ্টিকর্তা নই আমি জীবন দিবো তোমারে,
তোমার মতো আমিও ছিলাম
দুয়ারে দুয়ারে দাঁড়িয়ে ছিলাম_
দেয়নি কেউ দুমুঠো অন্ন,
তাদের থেকেই শিখেছি আমি
অমানবিকতার কর্ম_
তাই এখন বেঁচে আছি এই পরিশ্রমের জন্য ।
#পরিশ্রমী
-
ঘুম থেকে উঠে দেখি অবাক একি কান্ড
পহেলা বৈশাখের প্লান সবনাকি বন্ধ ,
হালখাতা উড়েযায় ডানা মেলে আকাশে
গনেশের মুখ ভার মুশিকরাজ নেই পাশে,
মিঠাই দোকানে কালোরাত্রী অঘটন
বাঙালির পান্তা-ইলিশ নেই কোনো বন্টন ।
হলোটা কি যে বাঙালি নববর্ষের আগমনে
সেঁজে এসেছে চিরকাল ,
সেটা নাকি অতীত সংস্কৃতি হয়েগেছে কাল ।
লাখো বাঙালি বটমূলে ছায়ানটে হয়েযেত জড়ো,
এসো হে বৈশাখ এসো এসো......
ঘুঁচে যাক ধরা .... সুখী মোদের করো ।
সে সব আজকে কিছুই নেই
তবুও উইস করো ।
শুভ নববর্ষ-১৪২৭
-
নিশি🌃অবশান প্রায়...ঐ পুরাতন বর্ষ🗓হয় গত।
আমি আজি ধূলিতলে...জীর্ন জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও যেখানে যে রত..
ক্ষমা👏করো আজিকের মত... পুরাতন বছরের সাথে .
....পুরাতন অপরাধ যত 👏
আগামী নববর্ষের শুভেচ্ছা (♡‿♡)
-
মৃত্যুর পথযাত্রী
রতন রায়
সময় কিভাবে কাটবে আমার ঘরে বসে বসে
চার দেয়ালের মধ্যে আছি বনবাসে
সবাই এখন বাড়িতে সময় কাটছে হেসে খেলে
পরিবার ছাড়া সেই সুখ কি আর মেলে ।
আমি এখন আছি অচেনা এক দেশে
মাতৃছায়া ছেড়েছিলেম দারীদ্রের বসে ।
....................................
........................
আমার শরীর পরে আছে মেঝের উপরে
ভাঙ্গছেনা ঘুম সকাল বিকাল
আসবে কবে সেই পরকাল !
____________(সংক্ষেপ্ত )___________
-
সময় কাটছে না....
অসীম চাওয়ার শূন্যপাওয়া রিক্ত এ ভুবন
এ জীবন নিয়ে বেঁচে থাকবো কতক্ষণ ,
রাত্রি পেরিয়ে সকাল আসে কালো পর্দা ঠেলে
তবুও আজ সূর্যমামার দেখা নাহি মেলে ।
এইতো সেদিন ছুটেছিলেম তোমার পিছুপিছু
তবে কেন পারছিনা আজ করতে কোনকিছু।
দিন-রাত এক হলো !
পৃথিবীটা কি বদলে গেলো ?
ঘড়ির কাঁটা থেমে আছে ঠিক বারোটায়
......জীবনকে আজ বেঁধে রেখেছি ডাইরির
পাতায়.......
-
স্বপ্ন দেখেছে আমায়,
আমিও দেখেছি যেনকোথায় .!
মনে পারছেনা কিছিলো...
তার কথাগুলো....
হঠাৎ একদিন চলে এলো
তার নাকি আমায়.. কি বলার ছিলো ।
কতদূর মনে রেখেছো আমায়...
আবার সে চলে গেলো
দূর আকাশে মিলিয়ে গেলো..
কথাগুলো বুঝে ওঠার আগেই
ভোরের পাখি ঘুম ভাঙ্গিয়ে দিলো...
.........(অসমাপ্ত কথা)-
বেদনার গান ___
তোরা কেউ শুনিস না
আমার কষ্টের কথা
এই জীবন কি শুধুই
বেদনা দিয়ে গাঁথা
"সবচাইতে সুখী ছিলেম রবিবার এর দিনে
যখন ছিল স্কুল টিউশন ছাত্রজীবনে ,
বন্ধুদের সঙ্গে হাঁসি-খেলে কেটে
যেত বেলা "
এই জীবন কি শুধুই
একাকী একেলা__
চলে যাচ্ছে অনেক দিন মাস বছর
এখন রবিবারে ও বসেনা আর
সেই আড্ডার আসর ।
(সংক্ষিপ্ত)-
ঐ দেখ সবাই ফিরছে ঘরে_
সূর্যি মামাও পড়ছে ঢলে
সন্ধ্যা হবে বলে।
ঘরে-ঘরে জ্বলছে প্রদীপ..
অন্ধকার তাড়াবে বলে।।
শুভ সন্ধ্যা-
Rose is beautiful But love is more than💝___
Because roses are a symbol of love____🌹-