QUOTES ON #বিজয়া_দশমী

#বিজয়া_দশমী quotes

Trending | Latest

আজ বিদায় বেলায়,
মা গো তোমার চোখের জলেও
চেয়ে দেখি হাসি
আলতা সিঁদুর মেখে আরেকবার চলো
আনন্দের জোয়ারে ভাসি ।।

আজ বিদায় বেলায়,
তুমি চলে গেলে শূন্য এথায়
একাকী বসে হায়
আবার ফিরে আসবে কবে
থাকবো প্রতিক্ষায় ।।

-


8 OCT 2019 AT 9:40

চারিদিকে এত কোলাহল ঢাকের শব্দ তবুও মুখ ঢাকছে বিষণ্ণতায় ,
তুমি এসেছিলে খুশির ডালি নিয়ে, একটু একটু বিষণ্ণতা আর হারানো কিছু প্রাপ্তি নিয়ে, পা দিয়েছিলে মর্ত্য লোকে, সময় পঞ্জিকার হাতে ধরে, এসেছে খবর ফিরতে হবে , তবু যেতে হয় এমনই চলছে সুদূর অনাদি কাল থেকে।
ভারাক্রান্ত মন বার বারই বলে আসছে বছর আবার হবে।
🙏 শুভ বিজয়া 🙏

-


8 OCT 2019 AT 12:10

নানা রঙের অপেক্ষা পথে পথে বিছিয়ে আছে
নানা রঙের চাওয়া
কত না আকুতি
তোমার যাওয়ার পথে নিজেদের যা কিছু কামনা বাসনা
সব খই-এর মতো ছড়িয়ে দিয়েছি আমরা
বিদায়ের উপহারে দিয়েছি অগুন্তি অপ্রাপ্তির তালিকা, চোখের জল
ফিরে গিয়ে সময় করে দেখো সে সব
কাকে কতটুকু ফিরিয়ে দেবে হিসেব করে মেপে
আমরা আরো একটা বছর ধরে তালিকা বানাব, লিখে রাখবো
আসছে বছর আবার এলে কি কি চাইবো তোমার কাছে
মনে করিয়ে দেবো, কোন চাওয়াটা পূরণ করতে ভুলে গিয়েছিলে ...

শুধু, জানতে ভুলে যাবো
বিগত একটি বছর তুমি কেমন ছিলে !

-


8 OCT 2019 AT 14:39

বিষাদের সুরে আজ উমা পাড়ি দেবে কৈলাশে,
বাঙালির কাটবে বচ্ছর অপেক্ষার বারো মাসে।
🙏🙏🙏

-



বিষাদের ছায়া আকাশে বাতাসে, বিষাদের ছায়া মানব মনে,
কেন মা তুমি এমন করে বিষাদ ছড়িয়ে রাখলে ত্রিভুবনে।
অনেক আশায় বুক বেঁধেছিলাম, বিষণ্ণতা কাটবে এবার,
তুমি মা গেলে চলে, কিন্তু রয়ে গেল বুকের মাঝে বিষাদের পাহাড়।

ভারাক্রান্ত মনে জানাই শুভ বিজয়া সকলকে....

-


29 OCT 2020 AT 18:11

মাগো- তুমি আছো জানি বিশ্বজগৎ জুড়ে, 🌏
তবুও তোমার ফাঁকা মন্ডপ বাজে বেদনার সুরে।🎻
তোমায় কি যেতেই হত - শিবঠাকুরের বাড়ি ?🌈
এখনো তো এ সমাজে কত অসুর নিধন বাকি !🐍

-


25 OCT 2020 AT 18:05

বিজয়া দশমী মানে বাঙালিদের কাছে
একটা আবেগ ভরা দিন...
আবারো এক বছরের দীর্ঘ
অপেক্ষার প্রহর গুনার পালা,
পুজোর চারটা দিনের কথা
ভেবে মন খারাপ করা।
আর মায়ের কথা খুব মনে করা
সব শেষে মায়ের বিদায়বেলা....
লাল সিঁদুরের রঙে রঙিন হয়ে
আবার কৈলাসের পথে ফিরে যাওয়া।
মিষ্টি মুখে প্রনাম জানিয় মাকে জানাই সবাই,
"আসছে বছর আবার হবে"
তবে এবছর মা একটা অনুরোধ রইল পৃথিবীকে আবারো ও সুস্থ করে দাও জগত জননী মা।।

-


8 OCT 2019 AT 15:27

বিজয়া তে নিজের বিসর্জন হওয়ার উচিত ছিল। ভালো হত ঘুম টা যদি চিরকালের হত। আজ বিজয়া দশমী দুর্গা কাছে প্রার্থনা করি সেই দিন টা যেন খুব তাড়াতাড়ি গ্রহন করতে পা্রি।

-


8 OCT 2019 AT 12:51


আজ সবাই রাম হবে ..
আবার কাল থেকে রাবণ !
কিন্তু এই রাবণই একবারও
সীতাদেবীর অনুমতি ছাড়া তাকে স্পর্শ অবধি করেননি
তাই বাইরের রাবণকে না জ্বালিয়ে ,
নিজের ভেতরকার রাবণকে আগে শেষ করো ....

-


8 OCT 2019 AT 12:16

ঢাকের কাঠি থামলো আজ
খোলা হল মা দুর্গার সাজ
মায়ের চোখে অশ্রু জল
এখন শুধু বিদায় এর কোলাহল
পুজো শেষে বিদায় বেলা
পুজোর আমেজ যে যায়না ভোলা
দুঃখ ভুলে বলো সবে
আসছে বছর আবার হবে!!
সবাইকে বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা😄।

-