আজ বিশাল জোড়ে বৃষ্টি আসুক
ভিজুক তোমার মন❤️
যে ঘরের অগোচরে হারানো আজ
আমার সঙ্গপন..🙃
যদি হারিয়ে যাও!
ব্যাস্ততার ভিড়ে;
নীলচে এ শহরের কোণে;
ফিরতি পথে আসব আমি
তোমার ভাঙা এ নীরে...🙂
-
Rupam Das
(✍রূপম)
67 Followers · 26 Following
না আদি না অন্ত তবুও অনন্ত ...
Joined 20 March 2018
6 AUG 2022 AT 1:42
6 MAY 2022 AT 23:12
সম্পর্ক পুরোনো হয়..
কিন্তু ভালবাসা না !!
এই কথাটা সত্যি -"There have no expiry in love.."-
15 JAN 2019 AT 0:28
শান্ত নদীর জন্য,
একপাথালি বানই যথেষ্ট ..
বাকি রইল জোয়ার-ভাটা সেতো,
রোজের সঙ্গী।
সয়ে গেছে!
দুকুলে ভাঙচুর এর খেলা অব্যাহত ..
নরম মাটি ধুয়ে আজ,
শুধুই সে অমোঘ শক্তিশালি!
-
29 SEP 2018 AT 10:39
পরপ্রজন্মের অবৈধতার সাথেই
সমকালীন সম্পর্কের পরকীয়া এবং সমকামীতা আইনি বৈধতা পায় !!
-
6 DEC 2021 AT 3:39
আজ শহরে বৃষ্টি ভীষণ,
মেঘের কাছে প্রেমের ঋণ..
স্মৃতির ঘরে গুমোট মোচড়,
আরও একবার বুক চিনচিন !!-
26 SEP 2021 AT 0:34
কৃষ্ণের ভালোবাসা ছিল নিঃস্বার্থ♥️
তাই পাইনি কোনো দাম🙂
ভালোবাসা মনেই থাকুক😌
তাই আগে রাধা পরে কৃষ্ণ নাম ..🙃-
3 JUN 2021 AT 23:24
ভালোবাসা বালির মতো
তুমি যতো মুঠো শক্ত করবে
ততো আলগা হয়ে ঝড়ে পড়বে ..-