Saptarshi Roy   (স্বপ্নের ফেরিওয়ালা(সপ্তর্ষি))
27 Followers · 19 Following

Joined 4 February 2019


Joined 4 February 2019
13 JUN 2020 AT 13:37

Some dipped in books
Some busy with Netflix
Both score good, I dont
Who I am?

Some do memorize
some good at clinics
Both have knowledge, I have not
Who I am?

Some good at studies
Some not that much
Both sure to crack pg, I'm not
Who I am?

Some are introvert
Some extrovert
Both enjoy life, I dont
Who I am?

-


13 JUN 2020 AT 13:30

হ্যাঁ আমি পরাজিত, যুদ্ধ করে যেতে অপারগ। রোজ নিকোটিনের ধোঁয়ায় দেখি নিজের মৃত্যকে। এখন রাত্রে দেখা দুঃস্বপ্নতেও হইনা ভীত। দূর দিগন্তের অস্ত যাওয়া সূর্য্য ইঙ্গিত দেয় পতনের। ডারউইন বলেছিল না "Survival of the fittest", কিন্তু বলতে ভুলে গিয়েছিল হয়তো বাকিদের কথা। সবার স্থান কি যমরাজের মৃত্যুপুরী?
পারছিনা আর ছুটতে জীবনের ইঁদুর দৌড় এ। বালির উপর দাঁড়িয়ে দেখি রোজ কত স্রোত আসে আর চলে যায় সেই স্রোতে ভেসে যায় বিজয় নৌকো। ঘুরতে থাকে সময়ের কালো চাকা, সব কিছু পাল্টায় কিন্তু ভাগ্য? ভাগ্য তো জন্মের লেখনী থাকে অবিকৃত। পুজোর হোমকুণ্ডের অগ্নিদগ্ধ ছাই মনে করিয়ে দেয় সেই পরাজয়। সস্তা বিক্ষনতার আঘাতে পদপৃষ্ঠ উদীয়মান চিত্ত। বাঁচতে চাই, ঘুরে দাঁড়াতে চাই , উড়ে যেতে চাই মুক্ত পক্ষীসম।

-


13 JUN 2020 AT 12:56

এতই বা কিসের তাড়া
এসেছিলে মম জীবনে
মরুভূমিতে সমুদ্রের ঢেউ সম
ধুয়ে মুছে সাফ জীবনের ক্লেশ
মনের জানলায় আসা কোকিলের মত
পেয়েছিলাম মুক্ত বিহঙ্গে দানা মেলার ডাক
কেন যাচ্ছ চলে দূর কোন দেশে?
আরো কিছু সময় থাকবে না সাথে?
প্রস্তুত হয়েছে কবরের মাটি
তৈরি আমি মৃত্যু পথযাত্রী
আলোয় ভরুক চোখের অন্ধদ্বার
থেকে যাও প্লীজ, এখনো যে পথ চলা বাকি

-


13 JUN 2020 AT 3:34

আর উঁচু পর্বতে চড়াই
সবই সম্ভব যথাযথ সময়ে
তাই কুঁকড়ে যাইনি কোনোদিন ভয়ে
গেয়েছি ঐকতান "আমরা করবো জয়"
কিন্তু শুধু কি বাত মেরে কাজ হয়?
বুকের মধ্যে জমে অদম্য মনোবল
যুদ্ধে আমরা থাকবো অটল
ব্যর্থ হয়েও মানব না হার
যেকোনো লক্ষ করবো ছারখার

-


13 JUN 2020 AT 3:05

ওই দেখো মাঠে খেলছে শিশুদের দল
হাতে আম ডাল আর কাগজের বল
অলীক সুখ মিশে থাকে তাতে
দেখছি আমি মস্ত কোদাল হাতে
চোখের তলায় কালো দাগ, হাতে পড়েছে কড়া
জানিনা কাল খাবো কি, তাই ছাড়ছি পড়া
বিদ্যালয়ে যাবার জন্য রাস্তায় ভিড়
কাজে দেরি হলে যে কাটা যাবে শির
বয়স তো সবে হল আট
একটু দানা পানির জন্য খেটে মরি সারারাত
কাজে যদি হয় বিন্দুমাত্র ভ্রান্তি
চাবুকের মার ই হয় একমাত্র প্রাপ্তি
বয়স মাত্র আট, বুকটা করে হাহাকার
শিশুশ্রম তো সমাজেরই বিকার ।

-


15 MAY 2020 AT 4:16

পরিযায়ী ছুটছে রাস্তায়
দিকে দিকে মৃত্যুপুরী
খাদ্যের জন্য হাহাকার
চোখে তাদের নেই ক্লান্তি
ভাসছে মনে বাড়ি ফেরার গ্লানি
দেহশ্রমের বদলে জুটছে আজ শুধু মার
কি ছিল তাদের অন্যায়?
বিমান চড়ে বড়লোকেরা আনল মারণ ভাইরাস
কিন্তু ট্রেনের ভাড়া দিল শ্রমিকগণ
ভোট যে এখনো দেরি আছে
নির্বিকার তাই ভোটের সরকার
হবে কি শান্ত তাদের পেটের খিদে?
দেখা কি মিলবে তাদের নিজ স্বদেশ?

-


10 MAY 2020 AT 4:20

ভালোবেসেছি, তাই বুকে বেঁধে রাখবো তোকে
ভুলে যাবো, হয়তো ভুলে যাবো
ভুলে যাস আমার বেরঙে ছায়াছবি
ভেসে যাক স্মৃতি বিজড়িত নৌকা
হোক তবে শেষ দেখা দিগন্তের চারিপাশে
ভাবিনি হারিয়ে হবো আজ দিশাহারা
এখনো যে কানে বাজে তোর ইশারা
দেখা হবে কোনোদিন বেঁচে আছি এই আস্থায়
চিনতে কি পারবি সেদিন ভিড় রাস্তায়?

-


8 MAY 2020 AT 14:42

বেজে উঠেছে যে সুর
কারো কলমের ছোঁয়ায়
কারো কোয়েল কন্ঠে
হয়তো বা কারো তুলির স্পর্শে
বৈশাখ আজ পা রেখেছে পঁচিশে
কিন্তু কই আনন্দানুষ্ঠান?
আমাদের প্রাণের ঠাকুর রবির জন্মজয়ন্তী?
বন্ধ সবই অভিশপ্ত বর্ষের করাল গ্রাসে
তাবলে কী চাপা থাকবে বঙ্গসন্তানের ছাই চাপা আগুন?
বঙ্গসত্তার প্রতিভা পরিস্ফূটনের দিন ২৫ শে বৈশাখ
রবি সৃষ্টির অপরিমেয়তা উপলব্ধির দিন
জেগে উঠুক উদ্ভাবনী শক্তির বহ্নিশিখা
কাব্যিক সৃষ্টিতেই প্রাণ পাক পঁচিশে বৈশাখ

-


8 MAY 2020 AT 2:28

কিন্তু মিশে আছে আমার রক্তস্নাত কলম
জীবনের মন্থর গতিতে লেখা কবিতার ছন্দ
টিমটিম করে জ্বলতে থাকা প্রাণপ্রদীপ
কাগজের উপর লেখা মলিন হস্তাক্ষর
হয়তো কবিতায় আমি নেই
আছে আমার নির্বাক প্রতিবাদ
অন্যায়ের বিভীষিকা সইতে না পারি আর
সূর্যোদয় হোক সেই নিপীড়িত চিত্তগুলোয়
বিজয় মিছিলে হয়তো থাকবো না জীবিত
কিন্তু বেঁচে থাকবে আমার রক্তকলমের লেখনীগুলো

-


8 MAY 2020 AT 2:10

everything is frail
light of hope can kill shadow of obstructions
shadow is the mirror image of failure
shadow is the black hole own darkness
shadow shows illusions of fear
shadow is the inseparable part of life
shadow shows the value of light
shadow has the power to interrupt
Shadow is an infinite container of depression

-


Fetching Saptarshi Roy Quotes