একটি মেয়ের কাছে তার বাবাই রিয়েল হিরো
তার জীবনে তার বাবাই প্রথম হিরো
সে বাবার মধ্যে খুঁজে পায় খুব ভালো একটা বন্ধু
যে বন্ধু নিঃস্বার্থভাবে নিজের সব সুখ দুঃখ
বিসর্জন দিয়ে মেয়েটির সব ইচ্ছে পূরণ করে
মেয়েটি তার জীবনসঙ্গীর মধ্যে বাবার প্রতিচ্ছবি দেখতে চায়
সে চায় বিয়ের পরে জীবনসঙ্গীতে নিজের বাবাকে খুঁজে পায়
কিন্তু কিছু মেয়ের ভাগ্য হয়তো ততটা ভালো হয় না
তার বাবা তার বন্ধু হতে পারেনা
সে শত চেষ্টা করেও নিজের বাবাকে বন্ধু বানাতে পারেনা-
ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম একজনের মুখে হাসি দেখতে পাই
কিন্তু "বাবা" শব্দের সঠিক মানে টা আমার ঠিক জানা নেই!
আমার কাছে বাবা মানে ,
সন্তানের জীবনে প্রথম প্রিয় বন্ধু।
আমার কাছে বাবা মানে,
হাজারো হতাশার মাঝে একটুখানি আশা।
এক আকাশ সমান নিঃস্বার্থ ভালোবাসা!
Dad, papa , bapi যতই এসব নামে ডাকা হোক না কেন ,
"বাবা" ডাক তা আলাদা এক স্নেহময় ও অনুভূতিপূর্ণ যেন!
হাজারো দুঃখ কষ্ট বুকে চেপে , আমার মুখে হাসি ফুটিয়ে কিনে দিয়েছো খেলনা।
সত্যি বাবা এই পৃথিবীতে তোমার নেই কোনো তুলনা!
তোমার কপালে দেখেছি চিন্তার ভাঁজ যত।
তবুও আমায় বুকে আগলে রেখেছো ছায়াপ্রদানকারী বৃক্ষের মতো!!
বাবা তুমি আমার জীবনে শ্রেষ্ঠ নায়ক, আমার জন্মদাতা!
তুমিই আমার প্রিয় মানুষ, আমার প্রাণের পিতা!!
ভালোবাসি, ভালোবাসবো, হতে দেব না তোমার কোনো অসম্মান,
তুমি আমার প্রাণের বাবা, মানুষরূপী ভগবান !!👨👩👧-
বাবারা কোনোদিনও কিছুর খামতি বুঝতে দেয় না ....
বাবারা কোনোদিনও ময়দান ছেড়ে পালাতে কিংবা অসৎ পথ অবলম্বন করতে শেখায় না...। বাবাদের আলাদা করে কোনো দিন হয়না রোজই ওনাদের শাসনে পরাধীনতার মধ্যেও অদৃশ্য স্বাধীনতা লুকিয়ে থাকে যেটা ছাড়া জীবন বড় শূন্য....
যান্ত্রিকতার যুগে লোক দেখানো 'ফাদার্স ডে' না পালন করলেও বাবাদের ভালোবাসা কিংবা সাপোর্টের কোনো অভাব হয় বলে মনে হয়না....
বাবা-মাদের মতন আর একই ছাঁচের
নিঃস্বার্থ কোনো কেউ হয় না !-
বাবা মানে, অফুরন্ত আবদারের এক খোলা আকাশ
বাবা মানে, শান্তির নীড়ে, ভালোবাসার এক মসৃণ বাতাস।
বাবা মানে, বকাবকি আর কড়া শাসনের বাড়াবাড়ি!
বাবা মানে, শত কষ্টের মাঝেও, এগিয়ে নিয়ে চলা সংসারের জীবনতরী।
বাবা মানে, সংসারকে সুখী করা, যার একমাত্র অঙ্গিকার,
বাবা মানে, আমার সাহস, আমার অহংকার।
বাবা মানে, কঠোর পরিশ্রমের শেষেও,
মুখের একগাল হাসি...
বাবা তোমায় বলছি আজ,
তোমাকে যে বড্ড ভালোবাসি।
- সুপ্রমা🌼-
কখনো খুব বকাবকি করতে থাকো।
কখনো আদরে বুকে জড়িয়ে রাখো।।
নিজের দুঃখটা বুকে লুকিয়ে রাখো।
কিন্তু আমার দুঃখে কাঁদতে থাকো।।
"দিবানিশি" আমার জন্য পরিশ্রম করো।
আমাকে সুখে রাখার সব রকম প্রয়াস করো।।
আমায় কতটা ভালোবাসো, তা মুখে কখনো করো না প্রকাশ।
বাবা তুমি আমার জীবনে সূর্যের ওই প্রথম প্রকাশ।।
I Love You so much Baba ❤️💖-
ফিরে এসো বাবা
তুমি বুঝে নিতে যতো না বলা কথা
আমার হৃদয়ের অব্যক্ত যন্ত্রণা ,
ক্ষোভ,অভিমান ও ভালবাসার গাথা।
এভাবে তো কখনও কেউ বোঝেনি
শোনায়নি নিঃশব্দে আশার বাণী।
বহু কাল হলো মনে জমাট অভিমান
একাকী বয়ে চলেছি নীরব ক্রন্দন ।
এতো কিসের তাড়া ছিল তোমার
দূরের ওই তারাদের কাছে যাবার ?
কোথায় পাবো আমি তোমার আদর ?
ইচ্ছে করে তোমার আদরে ঘুমোই আরেকবার
একটা বিকেলে হেঁটে আসি আঙুল ধরে তোমার !
আর একবার কাঁদতে চাই কঠিন শাসনে তোমার ।
বাবা, ভোরবেলা হঠাৎ করে ফিরে এসো একটি বার
দুজনে মিলে সমাধান করি জটিল অঙ্ক গুলোর।
- Anonymous_scribble
-
বাবা মানে মোদের পথ প্রদর্শক
বাবাই হলেন পরম গুরু ,
বাবা মানে যাঁর হাত ধরেই
করি প্রথম হাঁটা শুরু ।
বাবা মানে শাসন ভয় ভীতি আর
ভীষণ রকম ভালবাসা ,
বাবাই মেটান যতো শক আহ্লাদ
মনের সবটুকু আশা ।
পঁচিশ বছর আগে আমাকে ছেড়ে
চলে গেছেন বাবা দূরে ,
আজও মনে হয় সকল সময়
তিনি আছেন হৃদয় জুড়ে ।
বাবা মানে ঠিক কতোটাই সেকথা
বোঝানো ভারি কষ্ট ,
শুধু ছবিতেই নয় সারাজীবন তিনি
আছেন মনের মধ্যে স্পষ্ট ।-
বাবা মানে সেই কবিতা যার কাছে হার মানে ছন্দ
বাবা মানে সেই খুনসুটি যার সাথে কথায় কথায় দ্বন্দ্ব।
বাবা মানে একটা হৃদয়,জায়গা শুধুই আমার
বাবা মানে শীতের সকাল,ঠান্ডা হাওয়ায় যাওয়া কাজে
বাবা মানে গ্রীষ্মের ছুটিতে গল্প শোনা দুপুর সাজে।
বাবা মানে বর্ষায় ভিজে আসা একটা শরীর,ঠান্ডা লাগা বারণ
বাবা মানে মন খারাপের বিকেলে ঘুরতে যাওয়াই কারণ।
আমার অপেক্ষাগুলো ভবিষ্যত হলেও,বাবাই তার কেন্দ্রবিন্দু
বাবা মানেই আমার কাছে স্বপ্নরাশির সিন্ধু।
আমার বাবার চোখেই আমার কবিতারা স্বপ্ন বোনে
বাবা মানেই আমার কবিতা পড়ে একলা থাকার ঘরের কোণে।
-
বাবা হল ঝিনুকের মতো
বাইরে থেকে একে রুক্ষ মনে হলেও ভিতরটা মুক্তার মতোই দামী ও উজ্জ্বল-