QUOTES ON #বান্ধবী

#বান্ধবী quotes

Trending | Latest
22 NOV 2019 AT 21:35

বছর দুয়েক ছন্দ পতন খুশি
শহরের বুকে আনাগোনা করছিল
যত মান অভিমান
বাসা বেঁধে ছিল অলিতে গলিতে
আজ লুপ্ত হয়ে গেল সব
ধুয়ে গেলো ধুলো পড়া আস্তরণ
ভেঙ্গে গেলো দুই মন্দিরের মাঝে
গড়ে ওঠা প্রাচীর
আর সুখ এসে বাসা বাঁধলো
এই শহরের মাঝে
হারিয়ে যাওয়ার মাঝেও ফিরে পাওয়ার সুখ
যাদের বুকে অফুরন্ত মায়ার টান
আমরা সেই দুই বান্ধবী
আত্মার সঙ্গে আত্মা র চলতো কথা বার্তা
এই বন্ধুত্বের সাক্ষী গোটা জিয়াগঞ্জ শহর।
এবার প্রশ্ন করি
হারিয়ে যাওয়া কি অতই সহজ?
শহরের স্পর্ধা আছে জড়িয়ে রাখার
সুতরাং হারিয়ে যেতে
শহরের অনুমতি পত্র লাগে
ভবিষ্যত বলে
"তোমাদের বন্ধুত্বের বন্ধন বেঁচে থাকবে এই শহরেই"
22 Nov,19

-


20 OCT 2021 AT 23:45

শৌনক

-


26 JAN 2020 AT 8:15

পুত্ৰ শোক

উদং কোলা উদং বুকু
বুকু ছাটি ফুটি যেন -এজাক ধুমুহা।
উচুপি উঠিছে মাতৃ হৃদয় কঁপি উঠিছে পিতৃ।
নিগৰি আহিছে অবিৰত অশ্ৰুৰ ধাৰা।
জ্বলিছে চিতা,জ্বলিছে বুকুৰ মাজত উমি উমি একোৰা জুই।
যিয়ে গ্ৰাস কৰিছে কলিজা।
বুজিব শুজিও বুজিব পৰা নাই এইয়া দিঠক নে সপোন।
কোনে আহি মচিব আজি আচঁলৰ আগেৰে।
কোনে আহি মচিব আজি নিমাত হৃদয়ৰ চকুলো।
পাৰিব জানো পূৰাব কোনোবাই ভগা হিয়া উদং কোলা।
শুনিব জানো কোনোবাই শত সহস্ৰ শৰে
থকা সৰকা কৰা পিতৃ হৃদয়ৰ আৰ্তনাদ।
অনুভৱ কৰিব পাৰিব জানো সেই হৃদয়ৰ চিৎকাৰ।
শূণ্য আজি বুকু শূণ্য আজি কোলা।
কোনে আহি মাতিব আজি এবাৰ "মা" বুলি।
কোনে আহি মাতিব আজি এবাৰ "দেউতা" বুলি।
উদং কোলা উদং বুকু
বুকু ছাটি ফুটি যেন-এজাক ধুমুহা।

- Mousumi Deka


-



বন্ধুর কাছ থেকে তোর
নাম্বার নিয়েছিলাম
ভেবেছিলাম করবো প্রেম ।
এখন তুই আমার খুব
ভালো বন্ধু , বলনা
খেললি এ কেমন game ?
বন্ধু তুই খুব ভালো জানিস
বলতে পারি না মুখ ফুটে ।
বলতে চেয়েছি অনেকবার
হাসি ফুটেছে ওই ঠোটে ।
বান্ধবী তুই দুরে গিয়েও
অনেক কাছের লোক ।
বন্ধুত্বটা বজায় থাকুক
ভালোবাসাটাও হোক ।

-


17 AUG 2021 AT 22:32

আবচ্ছা জ্বরের ঘরে
বান্ধবী তোকে খুব মনে পরে..🌼

-



তুই তখন ব্যস্ত ভীষণ অপরিপূর্ণ টুকরো টুকরো হাজারো স্মৃতির জঞ্জালে নিজেকে সাঁজোয়া শব্দের অন্দরমহলে, একরোখা মনকেমন স্ট্রীট লাইটের আলোতে খামোকাই ব্যাস্ততা চলার পথে ফুটপাতটতাও দিশেহারা হয়ে পড়েছিলো হঠাৎই তোর শহর ক্যানভাস। অর্ধসমাপ্ত হৃদ-কার্নিশ বেওয়ারিশ হয়ে পড়েছিলো চোরাই পথে কুচ্ছিত আধঁরের ট্রাম লাইন ছুঁয়ে থাকা ভেজা শহরের স্তব্ধ কালশিটে অসুখ তোর এক প্রান্তের গভীরতায় তোর মন তোরই অজান্তে।
আর এখনো তুই সেই ব্যাস্ত ভীষণ..

-


13 JUL 2023 AT 17:54

বেশি সঞ্চয়ী হওয়া ভালো না মোটেই !
জমানো দুঃখ গুলোকে খরচ করে ফেলে,
এক টুকরো হাসি কেনা যায় কিনা তার চেষ্টা করো ।

-



জটিল নিঃশব্দে হারিয়ে ফেলেছি
নিজের অমূল্য আবেগের
অলিখিত দলিলে স্তব্ধ কালশিটে
হয়ে থাকা- জীর্ণ পাশবালিশের
আস্তাকুঁড়ে..

ফুটপাতের কোণ ঘেঁষে বিস্তীর্ণ
হয়ে ছিলাম আজও টিঁকে আছি
হাত ঘড়ির কাঁটার বর্ম
তীক্ষ্ণ কষ্টের আঘাত পেয়েও
প্রতি নিঃশ্বাসের অন্তরালে
ভালো-মন্দ হিসাবনিকাশে
শেষ অংকের মিলে শুধুই
শূন্যতেই অবশিষ্ট

-


20 JUL 2020 AT 22:37

বন্ধু হিসেবে খুব ভালো রে তুই
তোকে বলা যায় মনের কথা সব
তুই চুপটি করে শুনিস সবকিছু
কিন্তু করিস না কোনো রব।

তোর আমার এই সম্পর্কটার নাম
বন্ধুত্বই থাক না রে,
অন্য নামে নামাঙ্কিত হলে, সম্পর্কটাই
ভেঙে যেতে পারে।

-


21 APR 2020 AT 23:29

সেই কবে এক চিলতে রোদ এসে,সকল প্রানের সঞ্চারে জীবন্ত এক আশ্চর্য পৃথিবীর সৃষ্টি হয়েছিলো, আজ কেনো সেই আলো ধূসর? প্রাণশক্তি কেনো হারতে বসেছে? আরো একবার হলেও এক চিলতে হাসি মুখে ফোঁটাও তোমার উষ্ণতার পরশে।

-