QUOTES ON #বাণী

#বাণী quotes

Trending | Latest
5 OCT 2020 AT 8:05

তোমার জীবন শিক্ষা আমার
তোমার ভালোবাসা, তোমার
বাণী অমৃত হয়ে জাগায়
নতুন আশা। গরীব ঘরে
এলে এই ধরাধামে,ধনৈশ্বর্যে
কি আসে যায় খ্যাতি ও নামে।
সাধারণ জীবন যাপন করে
দেখিয়ে দিলে তুমি, ভালোবাসা
আসল কথা শিখি যেন আমি।
অসামান্য মহিমা তোমার রাখতে
আড়াল করে, মা হয়ে ধরা দিলে
থাকতে আটপৌড়ে।যখন আমার
কেউ পাশে নেই কেবল আছো তুমি,
মা মা বলে বারবার তোমার চরণ চুমি।

-


11 AUG 2020 AT 17:48

ভবিষ্যতের দ্বিতীয় নাম হল সংঘর্ষ।
জীবন না আছে ভবিষ্যতে, না আছে অতীতে,
জীবন তো এই সময় তার নাম।
জীবন এই বর্তমান সময়ের তার নাম।
কিন্তু আমরা এটা জেনেও,
এই সত্যটাকে স্বীকার করতে চাইনা।
আর পুরো জীবন শেষ হয়ে যায়।
এই সত্যটা যদি আমরা জীবনে প্রয়োগ করি,
যে, না আমরা ভবিষ্যৎ দেখতে পাই।
না আমরা ভবিষ্যতের পাল্টাতে পারবো।
আমরা তো শুধু ধৈর্য আর সাহসের সাথে
ভবিষ্যতের আগমন করতে পারব।
ভবিষ্যতে স্বাগতম করতে পারব।
তাহলে জীবনটা কি পরিপূর্ণ হয়ে যাবে না।

"শুভ জন্মদিন আমার মধু মুরারিধর"

-


13 JUN 2021 AT 12:26

তৈলঙ্গ স্বামীর কিছু উপদেশ ⬇️ ক্যপশনে দেখুন

-


14 FEB 2021 AT 12:40

জ্ঞানীৰ ভুল আঙুলিয়াই দিলে,
আপুনি হ'ব তেওঁৰ বন্ধু।
আৰু মূৰ্খৰ ভুল আঙুলিয়াই দিলে,
আপুনি হ'ব তেওঁৰ শত্ৰু।

-APJ আব্দুল কালাম

-


16 MAY 2020 AT 1:09

"শিক্ষাটা যেখানে বিকৃত,
সেখানে পরাধীনতাই উপযুক্ত"।

-


6 AUG 2021 AT 0:48

অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শুন্যতা বেশি করে কাঁদায়।

রবীন্দ্রনাথ ঠাকুর

-


8 MAY 2020 AT 7:34

বহুবার তুমি বলেছিলে শুন্যতায় প্রাণ ভরে রেখোনা, তা আসুক তার অর্থ বোঝো ,আবার তাকে তার মতো চলে যেতে দাও, নূতনের জন্ম দাও, তাকে বলিষ্ঠ করো।

-


21 NOV 2017 AT 16:29


মহাপুরুষদের বাণী (সংগৃহীত)

💥সুখি হতে চান?- ক্ষমা করতে শিখুন।
💥ধনী হতে চান? - পরিশ্রমী হোন।
💥ক্ষমা পেতে চান?- বিনয়ী হোন।
💥ব্যক্তিত্ববান হতে চান?- ঠাট্টা ছাড়ুন।
💥জ্ঞানী হতে চান ?- কম কথা বলুন।
💥প্রিয়পাত্র হতে চান?- হাসতে শিখুন।
💥সম্পদশালী হতে চান?-বেশীবেশী দানকরুন।
💥মহৎ হতে চান?-নিজের ভুল খুজুঁন।
💥সফলতা চান?- ধৈর্য্যধারন করুন।
💥হীনমন্যতা এড়াতে চান?-প্রত্যাশা বর্জন করুন।
💥পাপ থেকে বাঁচতে চান? -লোভ ত্যাগ করুন।
💥অন্তরে শান্তি চান?-আপনজনদের সাথে ভাল ব্যবহার করুন l

-


1 OCT 2021 AT 19:58

দেখেছো? আজ ধড়ার মাঝে,
প্রকৃতি আজ নতুন সাজে।
ঘাসের ডগায় শিশির জমায়,
শিউলি যে আজ গন্ধে ছড়ায়।
আগমনীর সুর শোনা যায়,
মেঘেরা সব দুর দেশে যায়।
সাজবো মোরা নতুন সাজে ,
ঢাকেতে ওই পড়ল কাঠি
নিত্য নতুন বাদ্য বাজে।

-


2 JUN 2020 AT 8:44

শব্দের অর্থ, বাণী কে অনুসন্ধান করতে, অনুগামী,শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন।

-