হে, বন্ধু বাহক
তুমি আনিলে সভামাঝে উড়ায়ে যান;
আনিলে মোদের প্রিয় গুণীজন।
তোমারই তো সৌজন্যে শুরু হলো গুণীজনদের কার্যক্রম।
তুমি বিনে হইত কী মোদের সভাপূরণ?
ধন্য তুমি! ধন্য তোমার শ্রম।
তোমারে করি মোরা আজ সভামাঝে বরণ।
বিনীত
স্নেহের কচিকাঁচাবৃন্দ।
পোষ্টগ্রাম অঃ প্রাঃ বিদ্যালয়।
কাটোয়া পূর্ব চক্র, পূর্ব বর্ধমান।
তারিখ:২৯/১২/২০২২
-
এখন মাঝে মাঝে মনে হয় আবারো যদি জীবনের কিছুটা নতুন করে পেতাম;তাহলে স্বপ্নগুলো গুলো আবারো হয়তো মনের রেলিং বেয়ে ঠিক উঠত।এখন রৌদ্রের মতো কথা আসে আর যায়;তাঁকে ধরে রাখতে আর পারি না। আগে রৌদ্রের সময়ে ছায়া যতক্ষন থাকত তখন মনে হত ছোট একটি গাছ একদিন অনেক ছায়া দেবে।এখন সূর্যি ডোবার পর মনে হয় যদি সে আগের ছায়াটিই ধরে রাখতে পারতাম! তাহার যে একটি মাধুরী ছিল,ভালোবাসা ছিল, ছিল নিজেকে সাজিয়ে রাখার অদম্য এক প্রয়াস।এখন যে ভালোবাসার জন্য ময়দানে ভীষণ লড়াই,মানুষ চেনার পর বিস্মৃত ও শিহরণে আবেগের অপমৃত্যু, আলো- অন্ধকারের প্রতিদিন অসম দ্বন্দ্ব।
-
সৌন্দর্যের ছাপ তো আমাদের প্রত্যেকেরই থাকে।ইহা কেউ কেউ খুঁজতে সমর্থ হয়;কেউ কেউ দেখতে ভালো না বলে এড়িয়ে যায়।কোন মানুষ অসুন্দর হয় কেমনে!
-
নিজের মতো করে তৈরি হওয়া,ভাবার মানে হিংসা বিদ্বেষ বা অনৈতিকতার অন্ধকারে ডুব দেওয়া নয়!বরং নিজের মতো হয়ে ভালো কিছুর মধ্যে দিয়ে আপনার অনন্যতার বহিঃপ্রকাশ।
-
পূর্ণতার জন্য চিরকাল মানুষের এত শূন্যতা;
আভিজাত্যের উগ্রতা আমায় বারে বারে বিদ্ধ করে।-
"নিস্তব্ধতায় যার একান্ত অনুভব, তাকে শহুরে কোলাহল ও ভীড়ের মধ্যে খোঁজাটাই বৃথা! সময়ের বিভিন্ন প্রেক্ষিতে মুহূর্তের অগণিত সমারোহ বুঝিয়ে দেয় সম্পর্কের দূরত্ব আর বাস্তবতার সীমারেখা।"
-
একদিন নিভৃতে তোমায় ঘিরে আমার যে জমানো কথা সেগুলো সব বলবো।হয়তো সেদিনও বলার বিশেষ একটা সাহস আমার হবে না, তবুও এই প্রকৃতির বুকে মাথা রেখে তোমায় অনুভব করবো আর বলবো। সেদিন তোমায় ঘিরে আমার প্রতিটা ভাবনাই আমার জন্য অগণিত সুখ রচনা করবে। সমস্ত বেড়াজাল অতিক্রম করে দুজন দুজনকে একদম কাছে থেকে দেখার সুযোগ হবে। এতদিন যেটুকু তোমায় চাইতে পারিনি সেদিন হয়তো সেটুকুও তোমায় চেয়ে বসবো।বাঁধন শক্ত করে আগলে রাখার স্বপ্ন-সুখ রচনা করে তোমায় শোনাবো আর তুমি আমার প্রতি চেয়ে থেকে আমায় অনুভব করবে। সময়ের ঘসা লেগে আমাদের ফিকে হয়ে যাওয়া স্বপ্নগুলোও সেদিন রঙিন হয়ে উঠে দুজনের প্রেম বিনিময় কে আরো দীর্ঘায়িত করবে। সেদিন তুমি প্রকৃতির প্রতিটা সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকবে আর আমি তোমার অগোচরেই তোমার লুকানো সৌন্দর্য কে আপণ করে নেবো। বাগানের ফুলের ন্যায় তুমিও সেদিন সৌরভ ছড়াবে,সুখ রচনা করে বিনিময় করবে। সেদিন আর হয়তো চিরাচরিত প্রথা মেনে বলতে হবে না যে,তোমায় আমি ভীষণ ভালোবাসি!তোমায় ঘিরে আমার যেসব ভাবনা, সৌন্দর্যবোধ,আবেগ সেগুলিই বুঝিয়ে দেবে সম্পর্কের গভীরতা কতটা।
-
"উপন্যাসের শেষ পাতার পরেও তোমার কল্পনার নায়িকা অল্প অল্প করে জীবন্ত হোক।
প্রেমের প্রতিটি রঙিন ছোঁয়ায় উদ্ভাসিত হোক প্রেম-প্রীতি-কর্তব্য।
কল্পনার আঙ্গিকে রচনা হোক আগামীর শুভক্ষণ।"
-
মুক্ত হাতে ভালো সবকিছুর ঐশ্বর্য ছড়ানোর সরলতা হয়তো সবার থাকে না। এর জন্য হয়তোবা,ক্ষীণ অর্থে বৃহত্তর সমাজ আপনাকে কার্পণ্যের চোখে দেখবে ঠিকই, কিন্তু এমন ও কিছু মানুষজন আছেন যারা আপনার ব্যক্তিত্ব কে ঐশ্বর্য দান করবে,আরো আপনাকে সৃষ্টিশীল করবে, আপনাকে তাঁরা মনের উচ্চ আসনে বসাবে। হয়তো তাদের জন্যই আপনার নতুন নতুন স্বপ্ন রচনা করে বাস্তবায়ন,বইয়ে চোখ রেখে নিজেকে নতুন করে চেনা ও জানার অফুরন্ত প্রয়াস,এ পৃথিবীর অনন্ত সম্পদের মধ্যে থেকে তুচ্ছ সম্পদ টুকু তুলে নিয়েও তাকে পরিপূর্ণ ও সার্থক রুপদান।
-
কথা কও অভিমানী! স্বপ্নের দুয়ার দিও না গো খিল দিয়ে।
চাইতে তো পায়নি অনেক কিছুই,দিও না আমায় একা করে।
-