দেখেছো? আজ ধড়ার মাঝে,
প্রকৃতি আজ নতুন সাজে।
ঘাসের ডগায় শিশির জমায়,
শিউলি যে আজ গন্ধে ছড়ায়।
আগমনীর সুর শোনা যায়,
মেঘেরা সব দুর দেশে যায়।
সাজবো মোরা নতুন সাজে ,
ঢাকেতে ওই পড়ল কাঠি
নিত্য নতুন বাদ্য বাজে।-
Shimul Sen
(Roky)
5 Followers · 16 Following
Joined 29 September 2021
1 OCT 2021 AT 19:58
30 SEP 2021 AT 13:29
কল্পনায় হারিয়ে যাই অকূল পাথারে,
বিবেক হারিয়ে যায় তাই বাস্তবতার ভিড়ে।
-