QUOTES ON #প্রেমের

#প্রেমের quotes

Trending | Latest
26 JUN 2019 AT 0:25

হাত বাড়িয়ে তোমায় ছোঁব
এমন কথা ভাবতে গেলে
বাধার পাহাড় সামনে আসে
হয় না ওড়া পাখনা মেলে!
ফুলের সাথে প্রেম দেব যে
এমন সুযোগ কই সে আসে?
মনের গোপন ইচ্ছেগুলো
গুমরে মরে দীর্ঘশ্বাসে।
যায় বেলা যে এমনি করেই
ঘনিয়ে আসে রাত্রি আঁধার
কলঙ্কিনী হবার ভয়ে
ডিঙ্গিয়ে যাওনি বাধার পাহাড়!
সাজবে তুমি কই সে সাহস?
ওড়না রাখ বুকের পর
কুল রেখে গো হয় না তো প্রেম-
না উঠলে প্রেমের ঝড়!

-


11 JUL 2018 AT 14:00

তোর মনে পড়ে না !!কোপাই স্মৃতির প্রতি দুর্বল হওয়া মুহুর্ত গুলো!!
অনেক চেষ্টায় শেষটা আটকাতে চেয়েছিলাম ,বাঁধতে চেয়েছিলাম নতুন করে ।
সন্ধ্যে নামার সাথে নিজের প্রেমের পতন দেখেছিলাম ।
আজ আবার ইচ্ছা করছে ,ডাক দিয়ে বোঝাই আমার অপেক্ষা ।
কি অনায়াসে উপেক্ষা করেছিলি আমার ভালোবাসা।
আমি আজ গুমরে মড়ি ,তাও মন মানতে চায়না সেই হাতছানি'র গল্প ।
নয় রাগ করে ,,খানিক দিন একলা মাদকতা উপভোগ করতিস।
তাও তো আশা পেতাম ,,,কাল তুই আবার আমার হবি।
বুঝলি না ,অভিমান .....দাম দিলি না আমার চাওয়া- পাওয়া' র।
মিথ্যায় না ভিজে আজ নতুন করে ওলটপালট হবার সম্ভাবনা দেখি।
যত তাড়াতাড়ি সম্ভব আবার ভালোবেসে ফেলিস কাউকে ,,
একা থাকার অভ্যেস আমার ছিল ,তোর জন্য সবটাই বেখেয়ালি।

-


25 JUL 2019 AT 8:59

ভেবেছিলাম বাস্তবতার চোরাস্রোতে নিজেকে ঠিক ভাসিয়ে দেবো।
অবাধ্য ভালোবাসাকে নীরবতার চাদরে মুড়ে রাখবো।
কিন্তু পারলাম কৈ?
প্রেমের জ্বর উষ্ণতা ছড়ালো মন-ক্যানভাসেও।
মুখ ফিরিয়ে নিলেই কি আর মন ফেরানো যায়!

-


24 AUG 2019 AT 21:52

বাড়ি ফেরার পথে মনে কালবৈশাখী তোলা একটা আদিম চাহনি,চোখের ভাষায় চেনা শব্দদের হাতছানি... মুখ ফিরিয়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা,আর শেষমেশ চোখে চোখ....

বাড়ি ফিরে শত ব্যস্ততার মাঝেও বুকের বাম পাশে একটা চিনচিনে ব্যাথায় মনখারাপের সাতকাহনে তবুও চেনা ছেলেটার ভালোবাসার পিছুটান,কিছুটা ভালোলাগা...

তবে কি...মনের অন্তরালে আমিও চোখে হারাই তাকে!ভবিষ্যৎ টাকে সাজিয়ে তোলার স্বপ্ন টা কেন বারবার আমায় ডাকে!সমান্তরালে চলতে চেয়েও হেরে গেলাম বৃত্তের কাছে।তার সমস্ত অগোছালো গুলোকে গুছিয়ে তোলার আশায় বাঁচি আজ প্রতিনিয়ত।
হুম........ ভালোবাসি,ভালোবাসি..তোর শেখানো ভালোবাসায় তোকে নতুন করে ভালোবেসে আজ ভালো আছি...

-



বেশ তো ছিলাম,ভালোই ছিলাম,এখন আমার গতি কি হবে?

-


4 AUG 2020 AT 19:00

স্বার্থ দিয়ে যায় না বাঁধা সম্পর্কের বাঁধন ।
ভালবাসা দিয়ে বেঁধে নিতে হয় প্রেমের বন্ধন

-


21 DEC 2019 AT 21:54

আমি তোমাকে ভীষণ ভালোবাসি ।
আমার মনে বয়ছে পবিত্র গঙ্গার ধারা ।
সত্য প্রেমকে কোনো অস্ত্র কাটতে পারেনা ।
কোনো আগুন পুড়াতে পারে না ।
কারণ আমার মনের মাঝে বসেছে ,
এক রাধা শ্যামের জন্য ।
Nihar ✍️

-


8 APR 2019 AT 20:17

তোর সাথে আমার বিস্তর ফারাক,
অভিমানী ক্যামেরার মতো,
লেন্সে বন্দী হাজারো প্রেম,
অথচ কতটা দগদগে ক্ষত।

ক্ষিপ্র গতিতে আবেগ আসে,
কিছুটা বুলেট ট্রেনের আদল,
তোর চোখ আর আমার চোখে,
কুঁড়েঘরের বৃষ্টি-বাদল।

তুই কাঁদিস আর আমি কাঁদি,
কিছুটা একইরকম,
যোগাযোগ আছে;টেলিপ্যাথি ধাচে,
কিছুটা প্রেমের মতন।

তুই বাঁচিস আর আমি বাঁচি,
ছুটে আসে স্পর্শ ধ্রুবক,
মুহূর্ত ঠেকে উল্লাস ঘেঁষে,
কিছুটা প্রেমের রূপক।

জোয়ার নামে সময় সময়,
থার্মোমিটার তপ্ত,
জ্বর যদিও জরুরী ভীষণ,
যদি ক্ষতগুলো তা জানতো।

তোর-আমার হাসির বিকেল,
বিক্রিত আজ সস্তা দরে,
প্রেম যদিও 'মূল্য' কেনে,
বোধহয়; সেদিন রাতের হিসেব করে।

-


9 MAY 2020 AT 19:10

গল্প লিখো তুমি, আমি চরিত্র হয়ে যাবো।
গল্প লিখো তুমি,আমি এনে দিবো তোমায় কাগোচ কলম!
লিখতে লিখতে ব্যাথা হলে হাত,
লাগিয়ে দেবো প্রেমের মলম।

-


8 OCT 2019 AT 9:53

পাঞ্জাবি-শাড়ির প্রেমের ছন্দহীন কাব্যেরা বিসর্জনেই টেনেছে ইতি,
বিদায়ী অশ্রুরা নতমস্তকে মায়ের থেকে নিয়েছে বছরছুটির অনুমতি।

-