কোনাই আজ ঝরছে মায়ার জল,
শুনেছি যাদের ভালো করেছো,
আজ নাকি তারাই করছে ছল।
আর কত দিন ঠকবে তুমি,
ভালবেসো আগে নিজেকে,
নিজের ভালোবাসা পেলে,
ভুলে যাবে এই জগৎ কে।-
তুমি ঘুম থেকে ওঠে শুনবে আমি আর নেই,
জানিনা তুমি সেদিন আমাকে দেখতে আসবেকিনা।
জানিনা তুমি আমার শেষ যাত্রাই একটু চোখের জল ফেলবেকিনা।
হইতবা তুমি কাদবে ঠিকি কিন্তু আমি তোমার চোখের জল আটকাতে পারবো কিনা।-
বড্ড অভিমান তার,
রাগ ভাঙ্গেনা কিছুতেই।
প্রেম শহরের সুখের মানুষ,
ভুল বুঝলো সব শুরুতেই।-
বেজেছে মাদল আজ সারাটাদিন,
পাখিরা ফেরে সব আপন বাসাই ,
সাপুড়ে ভায়া সাপ ধরতে ,
বাজাই বিষের বীণ।
তবুও আজ মনটা ফেরার ,
অপেক্ষা করে সেই মানুষটার।-
এতদিন বাড়িতে বসে খেতাম তাই কতই না কথা সোনাতো। আর আজ বাইরে যেন না বেরোয় তার জন্য নতুন ফোন , রিচার্জ পাওয়ার ব্যাংক হেডফোন কিনে দিয়ে বাড়িতে পাবজি খেলতে বলছে।😁😁
😂😂এত আদর যত্ন কার জোটে 😎-
সামলে উঠেছে বঙ্গবাসী,
আমফানের হাত থেকে,
মানছি আমফান তুমি অনেক চাষিদের ফসল নষ্ট করেছো!
মানছি তুমি অনেক গরিব মানুষের ঘর ছাড়া করেছো,
তবুও আমরা বঙ্গবাসী!
আমরা নতুন করে বাঁচতে ভালোবাসি।
চাষিরা আবার নতুন করে বোনবে বীজ,
গড়বে নতুন ঘর বাড়ী!
আমফান তুমি ভুলে যেওনা আমরা,
ভারতবাসী মৃত্যুকেও জয় করতে পারি।-
প্রকাশ্যে আসেনা!
ওরা শব্দ কিনে ভরাই ঘর,
মানুষ কে চেনেনা।
ওরা শব্দ কিনে ভরাই ঘর,
গোপন করে সব কিছু!
ওরা শব্দ কিনে ভরাই ঘর,
ছোটে অসৎ পথের পিছু।-
তোমায় ভালোবেসেছি আকাশের তারার মত।
তাই তোমাকে না পাওয়া চিন্তা গুলো, কুরেখাই আমায় তত।
সূর্য ছাড়া যেমন চাঁদ অসহায়,
তোমনি তোমাকে ছাড়া আমি, কিছু ভেবে নাহি পাই।
ভালোবেসেছি তোমায় আমি, রাধা কৃষ্ণের মতন,
মুখ ফুটে তাই বলি কিকোরে, তুমি যে আমার কতই আপন।-
মাঝ গঙ্গায় থমকে নৌকো বৃষ্টি পরে আর বাজ।
বইছে হওয়া দিচ্ছে দোল,
জেলেরা সব ফিরছে বাড়ি নিয়ে দল বল।
-
সবুজ পেরিয়ে বন্দী সবাই,
তোমাদের ঐ সোনার অট্টলিকায়!
আমাকে করেছো অবহেলা
তাই ভুগছ তোমরা করোনায়।
ব্যাবসা বাণিজ্য চাকুরী আজ
হয়েছে সবই বন্ধ!
আমাকে বুঝতে পারলে তোমরা,
হবে সবাই ঘর মুক্ত।
দেখছো সেদিন নিচ্ছ স্বাস,
বেঁচে আছো প্রাণ খুলে!
আমাকে চিনতে শিখলে তোমরা
সবই যাবে ভুলে।-