QUOTES ON #প্রজাপতি

#প্রজাপতি quotes

Trending | Latest

আমি হলাম সেই “শুঁয়োপোকা”
যার “প্রজাপতি” টা কেউ দেখেনা..

-


19 NOV 2021 AT 9:59

-


26 NOV 2021 AT 21:05

-


23 JUN 2020 AT 22:31








আবু সাঈদ

-


22 JUL 2020 AT 19:21

মোমের গলনে, নিঃস্ব রাতের ফুজিয়ামায় একাকীত্বের ম্যাগমার বন্দীদশা
অপারগ নীরবতার যতিচিহ্নরা তখন কালকূটের বিষাক্ত মেহফিলে মত্ত,
পথের বাঁকে একাকী মাইলফলক, ঝরে পড়া শিমূলের ধারাপাত মুখস্থ করে
হলুদ প্রজাপতির ডানায় লেগে থাকা আমার কাজল জানে তোমায় ছোঁয়ার দূরত্ব।

-



প্রজাপতি ও খুকু,,

প্রজাপতি ও প্রজাপতি,,
শুনছো নাকি,,
আমি তোমাকেই ডাকছি,,
আহা,,তোমার কি সুন্দর দুটি পাখা,,
রঙটি বড়ই খাসা,,,।
যেন নানান রঙের আলপনা সব আঁকা,,,।
প্রজাপতি,, ও প্রজাপতি,,,
আমি তোমাকেই তো ডাকছি,,।
উড়ছো কেবল ফুরুত ফারুত,,
যায় না তোমায় ধরা,,
ভাল্লাগেনা, ছাই,,,
কি করবো এখন ভাবছি বসে তাই,,।
প্রজাপতি,, ও,,, প্রজাপতি,,,
কখন থেকে তোমায় ডাকছি,,
দিচ্ছ না তো সারা,,
এবার কিন্তু,আমার রাগ হচ্ছে ভারি,,
আর দেব না তোমায় পাহারা,,,।
আচ্ছা,আমার কথা শোনো,,
ওই পাতাটায় চুপটি করে বোস,,
নইলে কিন্তু,,বকব ভীষণ আরো,,।
প্রজাপতি,,ও,, প্রজাপতি,,
তুমি আমার খেলার সাথী হবে?
আমার সাথে ছুটে ছুটে বেড়াবে,,
ওই বাগানে,ওই পাহাড়ে,ওই রাস্তার ধারে,,
ভারি মজা হবে,,।
C.B




-


19 MAR 2020 AT 8:15

তোর মতো নিপাক মনের হীরের কদর বোঝে না যে জহুরি -
নিস্ফল এই প্রেমে হেরে গিয়েও তুইই জয়ী, পরাজয় শুধু তারই......

-


31 OCT 2019 AT 10:58

গুটি হয়ে শুয়োপোকা বাসা বাঁধে সুরম্য বাগানে সময়ে সময়ে,
শুয়োপোকা মরে জন্ম নেয় লাল-নীল -হলুদ-সবুজ প্রজাপতি;
আলিঙ্গন করে নব বসন্তের আবেগী প্রেম গৌরবে,
বাহারি পাখা মেলে উড়ে বেড়ায় স্বপ্নের আবেশে দিবারাতি।

সকালের সোনা রোদ এসে পড়ে নাম না জানা ফুলেদের মৌবনে,
রঙিন প্রজাপতিটা এসে বসে ফুলের নরম পাঁপড়ির গালিচায়;
ফুলের রেনু ঠোঁটে মেখে তার সৌরভের ঘ্রাণে মাতাল হয়,
চুপিচুপি কলির মকরন্দ পান করে যায় ঊষার লালিমায়।

-


14 JUL 2021 AT 12:24

প্রিয়তমা প্রজাপতি! তোমার প্রেমে
আমি আবেগে আত্মহারা,
তোমার একটু ছোঁয়া পেতে
হলাম আমি উন্মত্তধারা।

-


19 MAR 2020 AT 5:02

বিষাক্ত শুঁয়োপোকা থেকেই একদিন একটা সুন্দর প্রজাপতির জন্ম হয়,
তাহলে আমায় ভালোবাসতে প্রিয়তমার কিসের এত দ্বিধা আর ভয়....

-