.....
-
ভালোবাসার শহর জুড়ে ধূসর স্মৃতি ঘোরে
বেঁচে থাকুক সবার ভালোবাসা
আগলে রাখার জোরে...
ভালো থাকুক সবার ভালোবাসার
মানুষেরা ভালোবাসার অভ্যাসে
পূর্নতা পাক সবার ভালোবাসা
ভালোবাসার বন্ধনে...
বেঁচে আছে আমার ভালোবাসা
তোমার স্মৃতির ঘোরে
কারণ তোমারই সাথে কাটাতে চাই
ভালোবাসার হাজারো বসন্ত!
ভালোবাসার ঘরে...-
তোমার শহরে এখন অশেষ পূর্ণতা ;
আর আমার শহরে শুধুমাত্রই শূন্যতা ।।-
তোমাতেই খুঁজি অহরহ, জীবন রাঙার ছোঁয়া;
শূন্য হৃদয়ে ভরি, তোমার'ই স্নিগ্ধতার মায়া।-
~*নিশাৰ অনুভৱ*~
বাহঁৰ আগত উলমি থকা জোনটোৱে নিৰৱে চাই ৰৈছে
সপোনৰ জাল গঁথা মইজনীলৈ... ।।
ডাৱৰৰ আঁৰে আঁৰে লুকা ভাকু খেলা পূর্ণিমাৰ জোনটোৱে
প্ৰতিপলে সোঁৱৰাই তোমাৰ মৰমবোৰ...
তোমাৰ লগত পাৰ কৰা সময়বোৰ...
এতিয়া এমুঠি জোনাকে কঢ়িয়াই আনে
আশা , সপোন আৰু মৰমৰ নিজৰা... বুকুলৈ
কাৰণ মোৰ চৌপাশ এতিয়া পূর্ণ তোমাৰ উশাহেৰে.... ।।
-
যারা ভালোবাসতে জানে,
তারা ভালোবাসার জন্যে ত্যাগ করতেও জানে।
আমার ভালোবাসা হোক ত্যাগের মহিমায়,
হবেই মিলন হবেই একদিন ঠিক, যদি ঈশ্বর চায়।-
অপূর্ণ ভালোবাসা-গুলো
একটু কেয়ারিং
পেলেই কিন্তু
পূর্ণতা পেয়ে যায়।।-
না বলা গল্পগুলো হৃদয়ে সুপ্ত হয়ে থেকে যায়,
ভালোবাসার অনুভূতিগুলো অপ্রকাশিত ভাষায় পূর্ণতা পায়।-