ঝড়া পাতায় সুখ খুঁজো না , সুখ খোঁজো নতুনে
মন তবু বাঁধা রবে পুরাতনের বাঁধনে।
-
যতই বেশি প্রিয়জন,ততো বেশি হারানোর ভয়;
সম্পর্ক সময়ের সাথে ব্যস্তানুপাতিক,
যত বয়ে যায় সময়,হয়ে যায় সম্পর্কের ক্ষয়।।-
নতুনদের মাঝে পুরাতন আজ নিখোঁজ;
অভ্যাসের কাটেনি রেশ;
পুরোনো চ্যাট বক্সে খুঁজে ফিরি রোজ!!-
পুরনো বছরে জমা যত ছিল
পুরনো দুঃখ গুলি,
সুখ গুলো হৃদয়ে আটকে রেখে
তাদেরকে দাও ফেলি।-
ফিরলাম আবারও তোর অগোছালো শহরে
সাজিয়ে নিতে এক নতুন পৃথিবী
শুধু তোর কথাতেই...আজ আবারও সাজবো
তোর তুমি হয়ে ওঠার জন্য...
আজ তোকে দেখবো এক নতুন রূপে
পুরাতনকেই পাবো এক নতুন তুমি রূপে।-
পূর্ণিমার চাঁদ,
পুরাতন প্রেমিকদের মধুর আহ্বান।
স্নিগ্ধ আলোয়,
নিজের প্রতিবিম্ব কেই প্রশ্নবান,
বৃথা কি বিস্মরণ এর প্রচেষ্টা,
জুটবে না কি, অমা-র ত্রাণ?
সমিরণের দীর্ঘশ্বাস,
স্মরণ করায় ছিন্ন, হিমশীতল বন্ধন।
বিগত পর্বের,
আবার উদ্যত পুনরায় মন্থন।
চাতক এর প্রতীক্ষা,
নীরব মর্মঘাতক ক্রন্দন।
ক্রমশঃ জাগে ইতিহাসের ইন্ধন।
চোখের পর্দায়, প্রাচীনের অলীক আবেগ।
শাশ্বত প্রণয়ের প্রত্যয়,
উষ্ণ অভিসারের ধ্বংসাবশেষ।
মৃত্তিকাতেই উদয়,
ধূলিকণা হয়েই কি অপেক্ষার শেষ?
এই মায়া জ্যোৎস্নাতেই অক্ষত থাক,
প্রেমিকার সোহাগের রেশ।-
তোমার কাছে পুরাতন হার মেনেছিল।
মজেছিলে তুমি নতুনের আবহে।
নতুন কি সবসময় নতুন থাকে?
হারে সেও একদিন,
অন্যকোনো নতুনের প্রবাহে।-
(ভালোবাসার ওপর #১)
আজ ও বৃষ্টির দিনে,
তোদের ভেজা জানলার
তোলা দিয়েই যাই।
যদি একবার উঁকি দিস,
দৌড়ে এসে, ছাতা এগিয়ে,
চোখ রাঙিয়ে পালাস!
জানি এখন তাদের অন্য খদ্দের,
তবু ভুল করেই নাহয়?-
ব্যথাতুর কোনো স্মৃতি যদি আজ
মিলিয়ে যেতে চায় পুরাতনের ভিড়ে–
মিলাক না হয় !
ক্ষতি কি তবে?
নব্যপ্রেমের শিহরনে আবার হোক
অভিষেক নতুন দিনের ভোরে।
নব আনন্দে জাগুক নিত্য আলো
পুরোনো যা কিছু ভুলে যাওয়াই ভালো-
শেষ সন্ধে
খাণ্ডব দহনের শেষে চারণভূমিতে ইন্দ্রপ্রস্থ গড়ে ওঠে,
বারুণী, সংক্রান্তির শেষ সন্ধেটাকে নিদ্রায় নিয়ে যাওয়ার আগে
জ্ঞান দিতে শেখে ; মঞ্চে উঠে।
গঙ্গার জল পবিত্র, যুধিষ্ঠিরের মতো।
অভিনয় করতে করতে ক্লান্ত পথিক নতুন পথের সন্ধানে,
ভাবা প্র্যাক্টিস করে।
লোভ আর ইতিহাস সমার্থক করতে চেয়ে
একদল উন্নয়নবাজ রাষ্ট্রের দোহাই দেয়,
তবু,
রাত পোহালেই নববর্ষ।
এবার হয়তো ইতিহাস বদলাবে......-