QUOTES ON #পান্ডুলিপি

#পান্ডুলিপি quotes

Trending | Latest
9 JAN 2021 AT 18:52

প্রচ্ছন্নের বুকে বিচরণশীল রহস্যের যোগাযোগ,
নজরে আসে প্রাইভেসির পাণ্ডুলিপিতে পাবলিকের অভিযোগ।

-


16 JUL 2021 AT 11:14

দৈবযোগের খেলাঘর ভাঙে কায়াজন্মের জাহাজী পান্ডুলিপি
মানিকজোড়ের আয়ুর শেষে ভ্রুলেখার কেচ্ছাদহন
ঋদ্ধিমানের খুলি কাঁপায় অদ্ভুতুড়ে বেহালার ডাক
হিতৈষীর সীলমোহরে গুমরে কাঁদে বাহান্নের নিত্যকাহন।

-


4 FEB 2018 AT 20:55

তোমার স্মৃতির
পাণ্ডুলিপি হচ্ছে
অবিরত নষ্ট, কুয়াশা
ভোরে আনমনে
হলেও তা বেশ স্পষ্ট!

-


11 JAN 2020 AT 17:35

ভোরের ছোট্ট চিঠি,
ধূসর পান্ডুলিপি ।
শান্ত দুপুর,
কানে বাজে সেই নুপুর ।
এলো চুল !
খোঁপায় তাজা ফুল ।
গভীর একটা গন্ধ ,
রাত এতো নিঃস্তব্ধ !

-


7 FEB 2018 AT 20:46

মেঘলা রাস্তা
তুমি আমাকে কোথায় নিয়ে এসেছ?
নীল এবং গোলাপ
আকাশ আমাকে ডাকছে
আমার পথ বরাবর ড্রাইভিং
সব দিন মাধ্যমে চিন্তা
সব স্মৃতি
যে শান্তি দিয়ে আমার হৃদয় ভরা
আমি কো যে যেখানেই ভুলবেন না

-


12 JAN 2018 AT 17:24

কিংবা ধর পাণ্ডুলিপির ধূসর
মিহি শরীর তোমার;
মুগ্ধ আমি রোদ্দুর এক পাপবোধে
তবু পোড়াই বাহার।

-


4 SEP 2021 AT 9:02

আজ সর্বহারা রূপকথারা
রাতপরীদেরও মনখারাপ,
তারারা নিভু-নিভু মৃতপ্রায়
শশীনূরে মায়ার অভাব ।

গল্পে পড়েছে শেষের দাঁড়ি,
উপন্যাসও টেনেছে ইতি ,
রাতের আঁধারে, ঘুমন্ত শহরে
আধজাগা একলা পথবাতি ।

হারানো সুর ফেরেনি আজোও
ছন্দ নিখোঁজ কবির কলমে,
স্মৃতির ঘরে নজরবন্দি
পান্ডুলিপি টাও কাঁদে গোপনে ।।

-


25 APR AT 1:28

ভালোলাগার পরাগ বেঁচে থাকে,
নিখোঁজ সুরের বিজ্ঞপ্তিতে,
কাঠের পুতুল কেউ নাচাচ্ছে,
চুপ থাকি স্বপ্নের পাণ্ডুলিপিতে।

@দীপ@

-


21 MAY 2019 AT 9:42

না হয় মনের‌ই কোনায় যত্ন করে তোলা থাক, যদি কোনোদিন ব্যস্ততার শেষে সময় পাও; এসো আমার কাছে, সেদিন খুলব! আমার মনের গোপন পান্ডুলিপি।

-


26 FEB AT 12:11

ঠিক কবিতা নয় কবিতার ঘর,
বেঁচে আছি ঔদ্ধত্যে আমিই কারিগর,

অভ্যাসে পরিনত নেশায় বুদ,
পাণ্ডুলিপি অযত্নে পুরোনো তবু অদ্ভুত,

মেনে নিতে শিখে গেছি সব,
আফসোসে যোগবিয়োগ আনন্দউৎসব।

দীপ

-