Dipankar Chaudhuri   (Dip)
74 Followers · 238 Following

ভালো লাগে তাই হিজিবিজি লিখি
Joined 10 May 2022


ভালো লাগে তাই হিজিবিজি লিখি
Joined 10 May 2022
11 HOURS AGO

স্বাক্ষর স্বপ্নের স্বীকৃতি জুড়ে
কাগজ কলম ক্যানভাসে কালি,
রূপান্তরের সূত্রাবলী শোষণে,
যন্ত্রনার হ-য-ব-র-ল চোরাবালি।

@দীপ@

-


20 HOURS AGO

স্বীকারোক্তির কলমে
পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে রঙিন স্বপ্ন,
জামিন মেলেনি নিবন্ধে শিরোনামে,
প্রশ্ন উত্তর আজও সব অসম্পূর্ণ।

@দীপ@

-


19 MAY AT 14:35

একজন আরেকজনের ব্লকলিস্টে
অনির্দিষ্ট পথচলায়,
প্রত্যাশার ভাষা গোপন পেনড্রাইভে
স্বপ্ন প্রসব অবেলায়।

@দীপ@

-


19 MAY AT 0:46

ঠিক কতখানি বেপরোয়া হলে,
তুমি আবার ও পারবে,
জড়িয়ে ধরতে রাত,
ঠিক কতটুকু বেহিসেবী হলে,
তোমাকে জড়িয়ে ধরবে,
রাত শেষে সুপ্রভাত।

@দীপ@

-


19 MAY AT 0:33

মানুষ ভুল করে,
সরল অংক জটিল হয় বারবার,
ছোট্ট ডিঙ্গি সময়ে পায় খুঁজে,
মোহনায় তীব্র স্রোত আর নোঙর।

@দীপ@

-


17 MAY AT 1:21

নিয়ম করে আর কথা হয় না,
থমকে গেছে শূন্যতায় সবকিছুই,
বিদায় ফিরিয়ে আনা যাবে না,
অভিমানে প্রত্যাশা নিষ্প্রাণ নীরবেই।

@দীপ@

-


17 MAY AT 0:32

সময় উত্তর দেয় সব না বলা প্রশ্নের,
ইচ্ছে কাব্যে অনুপস্থিত হয়েও সময়মতো,
যন্ত্রনায় চাহিদাপূরণ হিসেবী নগ্নতার,
তোমার অথৈ সাগরে স্বপ্নের হিসাবমতো।

@ দীপ @

-


17 MAY AT 0:23

কলঙ্ক মাথায় নিয়ে প্রেম স্বপ্ন অবহেলায়,
ভালো নেই টইটুম্বুর প্রেমেও আঁচল,
ব্যারিকেডে রক্তের মেহেন্দি আসল,
বিদায় বসন্তে স্মৃতির শুভেচ্ছা বিনিময়।

@দীপ@

-


16 MAY AT 0:17

নিংড়ে নিয়ে রক্তমাখা স্বপ্নগুলো,
বানিয়ে নিয়েছিলে অস্থির এক চাবুক,
আপন মানুষটার আজ মন ভুলো,
বাস্তবে মানুষ চেনায় পুরোনো নোটবুক।

@দীপ@

-


15 MAY AT 1:28

আর দেখা হবে না দুঃখের ক্ষতে,
কাজল চোখে স্বপ্নের রোদ,
কান্নার প্রলেপে হৃদয় প্রতিশোধে,
ফুল ফুটুক স্বপ্নে মার্জিত শোধবোধ।

@দীপ@

-


Fetching Dipankar Chaudhuri Quotes