Dipankar Chaudhuri   (Dip)
93 Followers · 285 Following

ভালো লাগে তাই হিজিবিজি লিখি
Joined 10 May 2022


ভালো লাগে তাই হিজিবিজি লিখি
Joined 10 May 2022
13 HOURS AGO

আঁকো অঙ্ক করো
আমাকে তোমার সাথে মেলাও,
মনখারাপের সিলেবাসে
তুমি আমার আমি সমঝোতাও।

@দীপ@

-


15 HOURS AGO

অজুহাতের পাণ্ডুলিপি অপ্রকাশিত
সম্পর্কের তৃপ্তি যৌন আকাশে,
দুঃখে শরীর কেন চায় তোমায় এতো
নিলয় অলিন্দে একশো শতাংশে।

@ দীপ @

-


YESTERDAY AT 0:24

আজও অপেক্ষা করি
কমা দাঁড়ি সেমিকোলন থামিয়ে,
শূন্যতার ধ্বনি শুনি নীরব সংসারী
বিসর্জনে সহজপাঠ যন্ত্রনা হারিয়ে।

@ দীপ @

-


19 SEP AT 23:03

আমায় কলঙ্ক দিতে পারো
ভালোমন্দের ভগ্নাংশে যত্নে রাখবো,
অন্যমনস্ক নিরুত্তর রচনাসমগ্র
নেশা হবার আগে তুমি শতবার ভাবো।

@দীপ@

-


19 SEP AT 0:52

জামিন পেলো জানোয়ার
শাসক দলের আদুরে এক সম্পদ,
বীরত্বে বুক ফুলিয়ে বারবার
শিক্ষকরা সত্যিই আজ নয় নিরাপদ।

@দীপ@

-


17 SEP AT 1:48

বেলা ফুরিয়ে আসছে
মিড লাইফ প্রতীক্ষার ক্রাইসিসে,
প্রত্যাশার হরমোনে সম্পর্ক পুনর্নির্মাণ
সব অভিনয় আত্মস্থ করে সংযত,
বলতে শিখেছি মুখোশদের
ভালো আছি তুমি ভালো থেকো!

@দীপ@

-


17 SEP AT 1:42

মনের চিলেকোঠায় একদল হাজির,
প্রশ্নোত্তর পর্বে তুমি ও শ্লীলতাহানি,
ময়নাতদন্তে সারা মন এবং শরীর,
নীল সাহিত্যের বিষে স্বপ্নের হাতছানি।

@ দীপ @

-


17 SEP AT 1:27

আমার বেহায়া ঠোঁটের উচ্চারণে
ভালোবাসার মুক্তি আগুন,
সমাজ শাস্ত্র আত্মা আজ মিলনে,
দখল নয় আজ স্বর্গীয় ফাগুন।

@দীপ@

-


17 SEP AT 1:20

নীরবতার বসন্তে উপলব্ধি
তোমার আঁচলে কবিতা জড়িয়ে,
সম্পর্ক ধরে রাখতে অতঃপর কটূক্তি
অজুহাতের জটিল নোটিশ টাঙিয়ে।

@ দীপ @

-


17 SEP AT 1:14

আমার পরিধির বাইরে
তোমার উত্তরের নির্জন জানালা,
তোমার কান্নার শব্দে দূরত্বে
মাটি ভেজা সুরে কথা অক্ষরমালা।

@দীপ@

-


Fetching Dipankar Chaudhuri Quotes