স্বাক্ষর স্বপ্নের স্বীকৃতি জুড়ে
কাগজ কলম ক্যানভাসে কালি,
রূপান্তরের সূত্রাবলী শোষণে,
যন্ত্রনার হ-য-ব-র-ল চোরাবালি।
@দীপ@-
স্বীকারোক্তির কলমে
পৃষ্ঠার পর পৃষ্ঠা জুড়ে রঙিন স্বপ্ন,
জামিন মেলেনি নিবন্ধে শিরোনামে,
প্রশ্ন উত্তর আজও সব অসম্পূর্ণ।
@দীপ@-
একজন আরেকজনের ব্লকলিস্টে
অনির্দিষ্ট পথচলায়,
প্রত্যাশার ভাষা গোপন পেনড্রাইভে
স্বপ্ন প্রসব অবেলায়।
@দীপ@-
ঠিক কতখানি বেপরোয়া হলে,
তুমি আবার ও পারবে,
জড়িয়ে ধরতে রাত,
ঠিক কতটুকু বেহিসেবী হলে,
তোমাকে জড়িয়ে ধরবে,
রাত শেষে সুপ্রভাত।
@দীপ@-
মানুষ ভুল করে,
সরল অংক জটিল হয় বারবার,
ছোট্ট ডিঙ্গি সময়ে পায় খুঁজে,
মোহনায় তীব্র স্রোত আর নোঙর।
@দীপ@
-
নিয়ম করে আর কথা হয় না,
থমকে গেছে শূন্যতায় সবকিছুই,
বিদায় ফিরিয়ে আনা যাবে না,
অভিমানে প্রত্যাশা নিষ্প্রাণ নীরবেই।
@দীপ@-
সময় উত্তর দেয় সব না বলা প্রশ্নের,
ইচ্ছে কাব্যে অনুপস্থিত হয়েও সময়মতো,
যন্ত্রনায় চাহিদাপূরণ হিসেবী নগ্নতার,
তোমার অথৈ সাগরে স্বপ্নের হিসাবমতো।
@ দীপ @-
কলঙ্ক মাথায় নিয়ে প্রেম স্বপ্ন অবহেলায়,
ভালো নেই টইটুম্বুর প্রেমেও আঁচল,
ব্যারিকেডে রক্তের মেহেন্দি আসল,
বিদায় বসন্তে স্মৃতির শুভেচ্ছা বিনিময়।
@দীপ@-
নিংড়ে নিয়ে রক্তমাখা স্বপ্নগুলো,
বানিয়ে নিয়েছিলে অস্থির এক চাবুক,
আপন মানুষটার আজ মন ভুলো,
বাস্তবে মানুষ চেনায় পুরোনো নোটবুক।
@দীপ@-
আর দেখা হবে না দুঃখের ক্ষতে,
কাজল চোখে স্বপ্নের রোদ,
কান্নার প্রলেপে হৃদয় প্রতিশোধে,
ফুল ফুটুক স্বপ্নে মার্জিত শোধবোধ।
@দীপ@-