Dipankar Chaudhuri   (Dip)
84 Followers · 261 Following

ভালো লাগে তাই হিজিবিজি লিখি
Joined 10 May 2022


ভালো লাগে তাই হিজিবিজি লিখি
Joined 10 May 2022
13 JUL AT 7:45

বিচ্ছেদের স্মৃতি ছুঁয়ে গল্পে
একাকীত্বের জ্যামিতি,
ভবিষ্যতের কাঁটায় রঙিন স্বপ্নে
আর্তনাদের অনুভূতি।

@দীপ@

-


9 JUL AT 19:13

এক অসহায় উপলব্ধি
আফসোসের ডায়েরি জুড়ে,
তোর অভিমানটা বড্ড গভীর
বেঁচে থাক আমার আমি দুমড়েমুচড়ে।

@দীপ@

-


7 JUL AT 22:54

মুখোশ খুলে ফেলার ভয়ে,
পরিবর্তনের নতুন এক্সেল শিট,
সম্পর্কের গল্পগুলো আকাশ চেয়ে,
ঘুরে বেড়ায় স্বপ্নে নতুন অরবিট।

@দীপ@

-


6 JUL AT 23:29

মাটিতেই শুই
এখন নিচে পড়ে যাবার ভয় নেই,
ভিজে যাই ভালোবেসে
ভুলে যাওয়ার শক্তি আমার নেই।

@ দীপ @

-


5 JUL AT 23:03

নীরবতা ভেঙে জোয়ার খুঁজি
শব্দে বাক্যে চাষ করি স্বপ্ন,
অঙ্কুর জুড়ে অস্থির আতসবাজি
আঁতুর ঘরে অনেক প্রশ্ন।

দীপ

-


29 JUN AT 0:46

Sometimes pain's the only relief.
I wish to fill the world with pain,
let crematoriums and graveyards overflow.
Pain's the only solution .

@Dip@

-


27 JUN AT 23:49

শরীরের ঊর্ধ্বে তুমিই ছিলে আশ্রয়,
যে আগুন আগলে রাখে,
স্পর্শে ছিল নিঃশব্দ সন্মান দৃঢ়তায়,
জীবন বদলায় স্বপ্নের অসুখে।

@ দীপ @

-


27 JUN AT 0:47

সময়ের অপেক্ষায় সময়
ব্যস্তানুপাতিক সম্পর্ক বিবর্তন,
সভ্যতার শ্রেণীকক্ষে হৃদয়
পায়ের তলার মাটিই অনুশাসন।

@ দীপ @

-


26 JUN AT 1:18

সময় বড়ো অস্থির
অতীতে ফিরে যাওয়া ভালো লাগে,
কালের গর্ভে স্বপ্ন অনুমতির
উষ্ণতার ছুটি ভুল ঘোষণার আগে।

@দীপ@
Pub

-


24 JUN AT 23:30

অনুভূতির মৃত্যু ভেঙেচুরে
অভ্যস্থ উপস্থিতির রাত্রি শিকল,
শব্দগুচ্ছে প্রেম চুমু মরে
বসন্তের রক্তমাংসে তবুও শর্ত অবিচল।

@দীপ@

-


Fetching Dipankar Chaudhuri Quotes