আঁকো অঙ্ক করো
আমাকে তোমার সাথে মেলাও,
মনখারাপের সিলেবাসে
তুমি আমার আমি সমঝোতাও।
@দীপ@-
অজুহাতের পাণ্ডুলিপি অপ্রকাশিত
সম্পর্কের তৃপ্তি যৌন আকাশে,
দুঃখে শরীর কেন চায় তোমায় এতো
নিলয় অলিন্দে একশো শতাংশে।
@ দীপ @-
আজও অপেক্ষা করি
কমা দাঁড়ি সেমিকোলন থামিয়ে,
শূন্যতার ধ্বনি শুনি নীরব সংসারী
বিসর্জনে সহজপাঠ যন্ত্রনা হারিয়ে।
@ দীপ @-
আমায় কলঙ্ক দিতে পারো
ভালোমন্দের ভগ্নাংশে যত্নে রাখবো,
অন্যমনস্ক নিরুত্তর রচনাসমগ্র
নেশা হবার আগে তুমি শতবার ভাবো।
@দীপ@-
জামিন পেলো জানোয়ার
শাসক দলের আদুরে এক সম্পদ,
বীরত্বে বুক ফুলিয়ে বারবার
শিক্ষকরা সত্যিই আজ নয় নিরাপদ।
@দীপ@-
বেলা ফুরিয়ে আসছে
মিড লাইফ প্রতীক্ষার ক্রাইসিসে,
প্রত্যাশার হরমোনে সম্পর্ক পুনর্নির্মাণ
সব অভিনয় আত্মস্থ করে সংযত,
বলতে শিখেছি মুখোশদের
ভালো আছি তুমি ভালো থেকো!
@দীপ@-
মনের চিলেকোঠায় একদল হাজির,
প্রশ্নোত্তর পর্বে তুমি ও শ্লীলতাহানি,
ময়নাতদন্তে সারা মন এবং শরীর,
নীল সাহিত্যের বিষে স্বপ্নের হাতছানি।
@ দীপ @-
আমার বেহায়া ঠোঁটের উচ্চারণে
ভালোবাসার মুক্তি আগুন,
সমাজ শাস্ত্র আত্মা আজ মিলনে,
দখল নয় আজ স্বর্গীয় ফাগুন।
@দীপ@-
নীরবতার বসন্তে উপলব্ধি
তোমার আঁচলে কবিতা জড়িয়ে,
সম্পর্ক ধরে রাখতে অতঃপর কটূক্তি
অজুহাতের জটিল নোটিশ টাঙিয়ে।
@ দীপ @-
আমার পরিধির বাইরে
তোমার উত্তরের নির্জন জানালা,
তোমার কান্নার শব্দে দূরত্বে
মাটি ভেজা সুরে কথা অক্ষরমালা।
@দীপ@-