-
ভালোবাসার চিহ্ন টুকু বাঁচিয়ে রাখতে
পরিস্থিতি বাধ্য করলো শরীর খানি বেচতে
प्यार की एक निशानी बचाने के लिए
परिस्थितियों ने मजबूर किया तन को बेचने के लिए-
কাজের গন্ধ পেয়েই,
পেটে দুটো, দানা দিয়েই, গোল মিটিং ডাকবো।
আমরা খেতে পাওয়া, তবে বিলাসিতা না পাওয়া,,
হিংস্র-রূপী টাটকা, আইন না মানা, মনুষ্য।
এই বাজারে যারা, অতিরিক্ত কর্মযোগী,
তাদের, কাজের জিনিস সহ, ভাঙবো সবই।
চুরি হবে ডাকাতিও হবে,, খাবার হবে নষ্ট,
খেতে পাচ্ছি, কাজ করছিনা হিংসায় আমাদের স্পষ্ট।
ওরা কাজ করে, টাকা আনছে, ফল আনছে,
আর আমার ঘরে ছেলেটা, দীর্ঘকাল কানছে।
আমাদের দাবী- সকলের কাজ হোক বন্ধ,
নয়তো চারিদিকে ছড়াবে, কান্নাকাটির গন্ধ।
আমরা! পারছিনা কাজ করতে,
আর ওরা, পয়সা নিচ্ছে কামিয়ে।
এই অন্যায়, মানবো না সমাজে,
সরকার বাবু এখনো, কানা যে।-
কাউকে সমালোচনা করার পূর্বে তার স্থানে একবার নিজেকে বসাবেন এবং ঐ পরিস্থিতিতে আপনি কি করতেন সে বিষয়টি একটু
কল্পনা করে নেবেন।
সামনাসামনি কথা বলার সৎ সাহস না থাকলে পিছনে কথা বলার মতোন দুঃসাহস টাও দেখাবেন না।
-
যেদিন মেয়ে টি হারিয়ে ফেলেছিলো তার বাবাকে
যে পড়ে ছিল ঝড়ের কবলে
অসহায় এক বৃদ্ধা যে হারিয়েছিল তার গাভী কে
যা ছিল তার একমাত্র অবলম্বন
ভাতের থালা খানি গুছিয়ে রেখে স্ত্রীও যে বসে ছিলো তার স্বামীর অপেক্ষায়...
কিন্তু ঝর শেষ হলেও তার স্বামী যে আর ফিরলো না ঘরে
কত মানুষ কে পড়তে হলো ঝড়ের কবলে
কত মানুষ হারালো তাদের প্রান
কত মানুষ হারালো তাদের মাথা গোঁজার ঠাঁই
কত মানুষ হারালো তাদের প্রিয়জন কে...
কত মানুষ হারালো তাদের পরিবার পরিজনকে
ঝড়ের বাতাস যে সবার জন্যে ভালোবাসার স্পর্শ নিশে আসে না...
কখনো কখনো তা জীবন নাশক ও হয়... নিয়ে চলে যায় বহু মানুষের জীবন!!
- সুপ্রমা🍀
-
পরিস্থিতি বদলায় তার রূপ,
বদল আসে মানুষের
ইচ্ছেরা বন্দী হয়, প্রতি মুহূর্তে কারাবাসে
বদলে যাওয়ার গল্প ঢাকতে,
আজ আমি পরিনত এক জীবন্ত লাশে।-
অপেক্ষার কবরে রডোডেনড্রন,
উত্তল আকাশে
বৃষ্টিরা পরিযায়ী
মানুষ আসলে পরিস্থিতির প্রকারভেদ
বিরহ, অপ্রাপ্তির যন্ত্রণা অনুযায়ী ।
-
জীবন শিখিয়ে দিল, সময়ের প্রতি ঘাত প্রতিঘাতে
পরিস্থিতির সাথে লড়াই করতে জানতে হয়...
সমস্যার থেকে, পালিয়ে বাঁচা যায় না।-
প্রতিবাদী হোক জনজাতি,
জনমুখর সাম্রাজ্যবাদী শাসকরা
অক্ষমতার কারণে বিবাগী, আজকের সর্বনাশী।
কঠোর ভাবে বাঁচার লড়াই বুঝিয়ে দেয়,
একাকিনী সঙ্গীসম, একের সমন্বয়ে...
মানবজাতী দল গঠিত বৈষম্যের অধিপতি।
সমাজে আজ জটিল পরিস্থিতিতে দিকভ্রান্ত চারিদিক.....
অধমর্ণ বিরোধিতার স্বীকার সময়,যার কুফল
দুষ্ট লোক ও অন্যায়ের স্থাপনারীতি!
-
থাকতে চেয়েছিলাম তোর মনের কোণে এক পশলা বৃষ্টি হয়ে;
পরিস্থিতি আমাকে তোর প্রাক্তন বানাবে বুঝিনি সেটা আগে।।-