গোধূলির গানে নেমে আসে শেষ বিষাদের সুর
হারিয়ে যাওয়ার আগে মেখে নিও দূরত্ব;
জীবনের মতোই, ক্রম ক্ষয়িষ্ণু রোদ্দুর
আবেগের বশে গোটা পৃথিবীটা যায় অস্ত।
-
তফাৎ শুধু মনের ক্ষত আর কবিতায়
🖤
পাশাপাশি হেঁটে চলে অনুভূতি ভিড়
জিভে জড়িয়ে থাকে কতো কথা
অভ্যেস গড়ে তোলে স্মৃতির শিবির
শেষে এসে ব্যবধান বাড়িও না অযথা।
রাতের আকাশ সম্পর্কের অঙ্ক বোঝে
রাতের আলোয় নিঃসঙ্গতা ছাড়া পায়
পথের বাঁকে চোখ ভালোবাসা খোঁজে
হৃদয় অতিক্রান্ত মুহূর্তদের কাছে চায়।
-
তখনও তো ছোটোই ছিলো আকাশগুলো
এখন ইচ্ছে করে তাতে মিশে যেতে
যে বারুদ পায়নি ছুঁতে রাতের ধুলো
সেটা ইচ্ছে হয়ে পড়ুক ঝরে কাঁচের শীতে।
লাটাইয়ের মাঞ্জা হবো ভেবেছিলাম
চাপাকষ্টগুলো মনে পড়ে রোজ নিয়ম করে
এই তারাগুলোকে মেঘের বুকে বিলিয়ে দিলাম
এই শহরে সবার চোখে সৌন্দর্য নেমে আসুক এবারে।
-
পায়ে বেঁধেছি অভিযানের সুতো
জীবনের মতো পৃথিবীও একমুখী,
আবেগগুলো সারিয়ে তুলুক ক্ষত
অনুভূতিরা স্মৃতিদের সুখেই সুখী।
-
সম্পর্ক গড়ে
অভ্যেসে, বন্ধন অনভ্যেসে
যখন
বোঝাপড়ায় গাঢ় বিশ্বাস মেশে ।
-
একত্রিত করি অন্ধকার, ওরা ঘনীভূত হবে
ঝরে পড়বে, তুমিও ভিজবে এমনটাই চেয়েছিলাম
কিন্তু তুমি শুষ্ক রয়ে গেলে, আর সবাই ভিজলো
সব পিছুটান ফেলে তুমি
নিজেকে রুক্ষ করেই রাখতে চাইলে
এমন ধারাই জেদি ছিলে বরাবর
নদীর সেই মোহনাটার মতো, তোমার পৃথিবীতে
যে দু'একটা ফুল ফোটে সম্ভবত তোমারই জন্য
মনের মরুভূমিতে রোজ এভাবেই বৃষ্টি হয়, তবুও
দেখো সেখানে দুব্বা ঘাস জন্মানো উচিৎ ছিলো
এতদিনে … ।-
এখনও আকাশ ঘেঁষে শান্তির খোঁজ চলে
মানুষ এগোয় পায়ের তলায় পিষে দিয়ে দুর্দিন
হিংসা প্রতিশোধস্পৃহা জ্বলে যাক দাবানলে
মানুষ হয়ে মানুষ চিনতে কেন লাগে দূরবীন!
এখনও পায়নি পায়ের তলাটা শক্ত কিছুটা মাটি
এখনও কাটেনি সমুদ্র থেকে কুড়িয়ে পাওয়া ঘুম
গুমরে মরার চেয়ে ভালো বুকে বিপ্লব নিয়ে হাঁটি
জন্ম-মৃত্যুর মতো এজীবনে আর নেই কোনো মরশুম
পৃথিবীর গায়ে জমতে থাকে ক্ষুদ্রক্ষুদ্র পৃথিবীর বাষ্প
খসে পড়ে কিছু নিথর প্রত্যাশা সময়ের শেষতম গর্ভে
সমান্তরাল ইচ্ছা-স্বপ্ন এই ভারী শহরে সকলের প্রাপ্য
মানুষের ভালো দিকটা সর্বদাই অদ্রাব্য হোক তার দম্ভে ।
-
বুঝিয়েছো "সময় আছে শিখে নে, নিজের কাজ নিজেকেই করতে হয়, আমি কি আর চিরটাকাল থাকব!"
বুকে প্রচ্ছন্ন ভালোবাসা নিয়ে বাস্তবতার শিক্ষা এভাবে আর কেউ দিতে পারতো না বাবা, তোমার মতো ।
-
আমার ঘরে, আলগোছে যে পথ ধরে রবীন্দ্রনাথ আসে
সমস্ত কাব্য-সাহিত্যদেরই জমতে দেখি পথটির দুইপাশে
ওহে সমাধিস্থ ইন্দ্রিয়গুলোকে একফালি রোদ মাখাও!
জরাজীর্ণতা ও শূন্যতায় আর রেখো না হৃদয়কে আবৃত
হয় ভালোবাসা হয়ে বিলীন হয়ে যাও নয়তো একরোখা থেকে যেও ।
-