মন ময়ুরী
*********
বসন্ত লতা মতো চঞ্চল আজ মন ময়ুরী ,
নৃত্যরতা দেখে আকাশে ঘন কালো মেঘ।
আছ কি তুমি ওই কালো মেয়ের আড়ালে?
তুমি সঙ্গীত তুলো প্রেম মহ্লার রাগে ।
আমি নৃত্য করবো -
তোমার সঙ্গীতের তালে তালে।
আমার নৃত্য তোমার সঙ্গীত হবে একাকার।
হৃদযের তার ছেড়ে আজ অনন্ত পারে,
দিগন্ত বিস্তারে ......
অধীন এই মন তোমার কুহুক ছুঁয়াতে ।
আমার শান্ত মনের সরোবরে ,
উঠে আজ তোমার ভালোবাসার জোয়ার।
হয়ে একাকার আজ বিরহী মন,
নব এই শুভ বেলয়ে অনন্ত মাঝে,....
নিহার✍️
-
ফাগুনের শীতল কোমল সন্ধ্যা সমীরণে
মন মাঝে বাজছে সুন্দর কোনো গান ছন্দ তুলে
হৃদয়র বিনা বাজছে সপ্তম সুরে,
ঝর্নার গতিতে নাচছে নুপুর পায়ে আমার
ঝম ঝম সুরে নাচছে কাননে ময়ুরী সঙ্গে
রিমঝিম রিমঝিম বৃষ্টির সঙ্গে হারিয়েছে মন
এই ফাগুন শীতল বেলায়ে
কেন এত শিহরণ এই মন মাঝে?
কেন এত স্বপ্ন নিয়ে উড়েছে নীল গগনে ?
ওই সুগন্ধি পুষ্পে কেমন কূহুক আজ
ইন্দ্রপুরের পরি রাইজের মতো
কেউ আমার প্রিয় মানুষকে দিয়েছে কি
বার্তা এই ফাগুনের শীতল সমীরণে?
নিহার✍️🌹
-
কেমন ধারায় মেঘ চঞ্চল..
চরণে তোমার রাঙা শোভাতে,
জলের ছন্দে নৃত্য ঘুঙুর..
মিষ্টি ওগো বৃষ্টি মেয়ে ।।-
নৃত্য শুরু।
সুন্দর গানের আয়োজন হয়েছে
দীর্ঘ কালের বিষাক্ত শ্বাস জমাট বেঁধে
অমৃত শ্বাসে থৈ থৈ নৃত্যের আমন্ত্রণ
নৃত্য কম্পন ত্রিভুবন হৈ চৈ
নৃত্যশিল্পী অপরাজিত!!
অপেক্ষা শুধু সময়ের।
-
শিল্পের আঙিনায় শিল্পী হয়েছি আমি,
সমস্ত জরতা আজ পরাজিত হয়েছো তুমি৷
ক্ষুদ্র জীবনে নাই বা করলাম মহত সুখের আশা-
শিল্পের মুখ প্রথম দেখেই করেছিলাম ভালোবাসা৷
নৃত্য আমার প্রাণের সম প্রেমের প্রথমা তুমি,
সুখের থেকেও মূলবান জীবনের থেকেও দামি৷-
মম চিত্তে নিতে নৃত্যে
কে যে নাচে, তাতা থৈথৈ....
তাতা থৈথৈ.... তাতা থৈথৈ।
--- রবীন্দ্রনাথ ঠাকুর ---
ফটো :- স্রুতি দাস (ত্রিনয়নী)-
কত্থক নৃত্য সকলেরই জন্য।
তাই ঘুঙুর শুধুমাত্র নর্তকীর নয়, নর্তকের ও পায়ে সাজে।-
নাচ এমন একটি ভাস্কর্য তৈরি করছে 💃🕺,,
যা কেবলমাত্র এক মুহুর্তের জন্য দৃশ্যমান হয়ে শেষ হয়ে যায় না 💟💗 !!-
সে তখন মৃগতৃষ্ণায় আয়নার সামনে এসে দাঁড়ালো।মুখের মধ্যে প্রবল হয়ে জাগল হরিণের মতো শুধু দুটো চোখ।নিয়ে গেল ওকে সবুজ মায়ায় বন্যতায়।ঝর্ণা বাঁধা পায়ে ছন্দে ছন্দে হাতের মুদ্রায় সে হরিণী তখন ছুটে যায় অবাধে অরণ্যের অনন্যতায়।
চোখে তার লেখা শুধু অন্য অব্যয়।
সহসা! অরণ্যেই!হরিণের!হঠাৎ! মৃত্যু হয়।।-
শরীরে নেগেটিভ এনার্জি শরীর থেকে বেরিয়ে যাওয়া ই শ্রেয়।
স্ট্রেস আমাদের শরীর ও মনের জন্য বড়োই ক্ষতিকারক।
কেউ বলেন, আঁকা শেখো তো কেউ বলেন গান।
কেউ বলেন, আবৃত্তি শেখো তো কেউ বলেন বাজনা।
আমি নতুন হবি হিসেবে কত্থক নৃত্য কে বেছে নিলাম।
যাইহোক না কেন, সর্বশেষে পার্সোনাল হ্যাপিনেস ই বেশি ম্যাটার করে কোনো মানুষের জন্যে।-