মন মাঝে প্রেম তরঙ্গ দিবা রাত্রি বয়
পাশে আছি পাশে থেকো দূর করে সংশয়
ঝর মুখর পরিবেশে মনে রেখো জোর
সত্যর পথে কষ্ট শেষে হবেই রাত্রি ভোর।— % &-
বাংলার রসে ডুবে হতে চায় পূর্ণ
মনের চাহিদায় কলমকে ভালোবাসা
কলম চায় শ... read more
Dear you💙
You are asking me for a poetry
I don't know how to write
I just want to put some words
Want to arrange some feeling
What belong to my heart💙
Our first meeting!!
Oh, yes
May be coincidence or pre-planned by the invisible one
I truly believe that, two souls don't find each other by simple coincidence
Coincidence is God's way
of remaining anonymous.
You gave me that vibe
What I have been searching for
You didn't touch my skin,you touch my soul
Through the holy eye contact
I find some fire,peace of sea
And I find the reason,Any lady would die for
How could I want more!
💙❤️ #All In One💙❤️— % &-
বাংলা চলচিত্র জগতের নক্ষত্র
আলোকিত 'সত্য'র প্রকাশে
নিদ্রিত গল্পেরা ভাষা পেল
'সত্য'র ফ'কাছে
চারুলতা জ্যান্ত হলো
'সত্য'র অসীম প্রয়াসে
চারুলতা জীবিত করে
দে'লেন গুরু দান
নয় তো সে শুধুই মানুষ
সে সাহিত্য, চলচিত্রের সন্মান
কান্ঞ্চন জঙ্ঘার আলো-আধার
ধরা দিলো যার দৃষ্টি
কলাকার নয় শুধু সে
শক্তির মহান সৃষ্টি
কাল্পনিক শাখায় দে'লেন
প্রফেসর শঙ্কু , ফেলুদা উপহার
রচনার মাধ্যমে করালেন জ্ঞাত
আনন্দের কল্পবিজ্ঞাণ দ্বার
পথের পাঁচালী পথেই ছিল
1992 র পূর্বে
'সত্য'র হাত ধরে পেল অস্কার
ভারত উৎফল্লিত গর্বে।
-
Never feel regret
trust the timing
believe in yourself
everything happens for a reason
which is pre planned
by the invisible ones-
সব সম্পর্কের নাম হয় না।
কিছু সম্পর্ক শুধু মাত্র একে অপরের
শুভ কামনাতেই বেঁচে থাকে।
-
না দাড়িতেই পুরুষ
না শাড়িতেই নারী
একে অপরের পরিপূরক জেনে
সন্মান করে যারা
প্রকৃত নর-নারী তারা
-
বিবেক সেখানেই প্রশ্ন তোলে
"যেখানে অস্তিত্ব সংকট"
১: আমার শত্রু আমি নিজেই।
২: বিবেকে সম বন্ধু বাইরে কোথাও নেই।-
জীবন সুন্দর
হ্যাঁ, ঠিক ততোটাই সুন্দর যতটা তোমার মন।
মন যখন গধূর তখন জীবন কঠিন।
মন যখন হালকা তখন জীবন সরল।
মুক্ত হয়ে চলো, মন খুলে হাসো
চিৎকার করে কাঁদো,প্রাণোজ্বল হয়ে বাঁচো।
জীবন সুন্দর।
চলতে থাকো, থেমে গেলে পথ হারাবে।
পথই পথিকের বন্ধু
"পেলেও পেতে পারো অমূল্য রতন"
-