বদলে গেছে দিন গুলো সব
শীতের দুপুর ক্লান্ত খুবই,
শহরের মায়াতে প্রেমের গল্প নামে
দিন ফুরালে ওরা স্বার্থভোগি।-
নতুন ছন্দে এবার আমি❤
কলম আমার অস্ত্র, ঘুমুর আমার শক্তি✍💃
শরীর আমার পুরুষ হ... read more
সব শেষের পর শুরুটা জানে যারা
তারা তৃষ্ণার্ত প্রায় সর্বহারা।
মৃত্যু বিভীষিকার মাঝে বাঁচতে জানে
ওই আগুনের মতন লড়াকু প্রাণে।
শেষের স্বপ্নটা খুবই ক্লান্ত ছিল,
তবে আজ তারা বাঁধন ছাড়া
নিজের মতন বাঁচুক তারা।-
অভিমান গুলো ক্ষনিকের জানি।
গাঁথা মালা সব ঝরে গেছে আজ,
আলো নিভিয়ে এসেছে জোনাকি
ব্যস্ততার অজুহাত খোঁজে কাজ।
-
আমি এক গভীর উপন্যাস,
ছন্দে ছন্দে তার শ্রেণি বিন্যাস।
পাহাড়ি ঝরনার মত শীতল হতে পারি,
শীতের অপরাহ্ণের ঝরা পাতা হতে পারি,
কখনো দক্ষিণা বাতাসের মত মৃদু হতে পারি,
যদি অনুভূতি চাও তবে হৃদয়বান হয়েও
শ্রাবণের বর্ষা হয়ে ঝরে পড়বো তোমার উপর
স্নিগ্ধ স্পর্শে দূর হবে সব যত পুরাতন ব্যথা,
একসঙ্গে থাকব দুজন বলবো প্রেমের কথা।
-
কাগজের নৌকা বয়ে চলেছে
নিজের আপন স্রোতে,
জীবন ভেলা ভাসিয়ে দিয়েছে
স্রোতের উল্টো দিকে।-
যদি ভালোবাসা হয়
তবে ভালোবাসায় থেকো।
দুর্বল স্থানে আঘাত করে
কাপুরুষেরা পালিয়ে যায়।-
আমার মনের ঘরে বাস করে কে জানে সে কোন জনা!
কার জন্য ব্যাকুল আমি কার জন্য অনমনা?-
নিজের মতন ভাঙছি আমি,
গড়ছি আবার রোজ।
একলা প্রতিক্ষায় ছিলাম আমি,
তবুও সে করেনি আমার খোঁজ।-
আগে বার বার কথা বলেছি নানা অজুহাতে,
আমার প্রেম পথ ভুলেছিল তাকে দেখে।
তুবও তার বিরক্তির কাছে আমি প্রতাক্ষিত ছিলাম,
এই শ্রাবনে প্রেমের নামে সর্বনাশা এঁকে দিলাম।-
কত গল্পে বসন্ত আজও বেরঙিন,
কত গল্পে নায়িকা বিরহে হয়েছে বিলিন;
গল্প গুলো সব ফুলের মত এক তারে গাঁথা,
তারা নিজেদের মত আঁকিবুকি কাটে,
তবুও বোবা তারে তারা বাঁধা।-