Sanghamitra Banerjee   (Nijhor(নিঝোর))
410 Followers · 37 Following

read more
Joined 6 November 2018


read more
Joined 6 November 2018
1 MAY 2019 AT 0:18

/হঠাৎ দেখা/
ঝড়ের পূর্বাভাস উড়ো খই শুকনো পাতারা।
তুমি খুব ভালোবাসো না?কালবোশেখী।
চৈত্রে চাতক চশমার কাঁচ।এইমাত্র ফিরলে অফিস থেকে?গ্রিলে কনুই ঠেস দিয়ে দাঁড়িয়ে বারান্দায়?
বুকে কোন প্রাচীন বেদনা গালিবের মতো শুয়ে।ওই উড়ছে শুকনো পাতারা,
মুখে লাগছে শুকনো পাতারা,
ঝাপসা চশমা, ধুলোর নামাবলী।
কাঁচ মুছে তৈরী তুমি অন্বয়,সমন্বয় দেখবে বলে।
আকাশ,মাটি উড়বে,পুড়ে,ছারখার হবে সুখে।
ওই ঝমাঝম ধারাজল নেমে আসে।
ঝমঝম,ঝমঝম তুমি কেবল ঘুঙুরের শব্দ একমনে শুনলে?
অন্ধকারে বুঝতেও পারলে না
নীচের লনে গজলের মত সুর পেতে আমি বসে আছি।
উড়ো চোখ শুধু ভিজল,
হাতের পাতাও।সমানে ঘুঙুরের শব্দ শুনলে,
গালিবে,গজলে একটুও.....মন....
দিলে না?

-


9 JUN 2020 AT 18:07

/নিজস্বী/
নিজেকে সরিয়ে রেখেছ?
যেমন করে প্রিয় পড়ুয়ার ওপর খুব মন লেগে যায়
ভালোবাসা জন্মায়
তারপর উঁচু ক্লাসে যাবে বলে ছেড়ে দিতে হয়?একদিন?
শুধু তোমার আর তার বুকে লেগে থাকে সময়-পরিচয়
যেন এগিয়ে যাবার পথে গত জন্ম লেখা?
নিজেকে গুছিয়ে রেখেছ?
যেন গোছালো কুশলী হাতে
পরিপাটি সব আলমারি খুঁজলেই পাওয়া যাবে সব
ঠিক জায়গায়।
যা যা খুঁজছ।
নিজেকে ভাবিয়ে তুলেছ?
যেন গোটা পৃথিবীর কান্না তুফান তোমারই বুকে আছড়ে
পড়ছে?
কি করবে বলো?
এরকম হয়।
আমরা নিজেদের সারিয়ে নিয়ে হাঁটি, চলি, করি
যেন জ্বলজ্যান্ত মানুষ!
বেঁচে আছি বলে আন্তরিক নতজানু হই জীবনের কাছে।ঋণশোধ করি অন্তরের কৃতজ্ঞতায়
আনাচে কানাচে দেখি কত কি পেয়েছি
কত কত পাওয়া আর কত দিতে চাওয়ায়
আবার খুদকুঁড়ো নিজস্বতা খুঁজি।
বুকের ভেতরের গর্তে সেঁধিয়ে যাই থেকে থেকেই।
নিজের নিজস্বী তুলে আনব বলে।


-


9 JUN 2020 AT 14:50

/A Wish/
That the life is flowing
That the wind is blowing
That the roads are rushing
To places,places,places.
That the 'We' are watching
Life happening like it does
The normal being new
And known paths true
Distance is distanced.
With every joy of mobility.
Warm hugs and Handshakes
Chitchats and Get-togethers
All really real.
That the hearts are beating
United to the Soul of the World.
Tuned to Love
With every drop of life giving life.
With every bit of life living life.

-


30 MAY 2020 AT 2:57

You've nourished my soul.It's not only the joy of writing I share with You but much much more.I am evolving through my writing journey.Not only as a writer but also as a person.I may not be a regular writer here but I read the quotes and sometimes I find them so impressive I save and make them keepsakes😊.The Wordsmiths here create magic with forms and contents and have so much to offer.Some poems are full of insight asking to reflect and think deep.Others are carefree.Words dancing with sprightly steps easy-going free-flowing just to give little relief from the monotony.Good writers here pursue their passion with such sincerity that it inspires a writer like me who have started quite late in life.Wish all the best to all the writers here to create magic with such brilliance that it steals the heart.Will enjoy reading.

-


30 MAY 2020 AT 0:49

বুকের ভেতর ফোটাচ্ছে আলপিন!
সারাক্ষণ করছে চীন-চীন!!

-


30 MAY 2020 AT 0:42

Of one's unshakeable firmness
To hold one's faith
With utter conviction
A rare attribute
Standing erect n tall
With head held high
Beaming with confidence
Like a glowing peak.

-


30 MAY 2020 AT 0:28

Of Solidarity at the time of crisis.

-


27 MAY 2020 AT 20:57

Into the Ocean of Your Songs
Deep,Mystic
But then
It's a Rich Feeling
My Soul rises upwards
Connecting Me to the Cosmos

-


27 MAY 2020 AT 18:46


/সময়ের পালক/
পরিতোষ কদিন ধরে মহাখুশী।অস্ট্রেলিয়া থেকে প্রিয় মামা এসে পড়েছেন।এই মামা এলেই বাড়িতে একেবারে হুলুস্থূল কাণ্ড।আত্মীয় স্বজন ডেকে কদিন খুব হুল্লোড় হইচই,আড্ডা,খাওয়া দাওয়া।উপরি পাওনা আবার মেয়ে-জামাই এসেছে দিল্লী থেকে।বাড়ি একেবারে সরগরম,চাঁদের হাট।
-"সেদিন পাস্তা স্যালাডটা কিরকম হয়েছিল রে তিন্নি?"ফোনের ওপারে দাদুর গলা।বাবার সেই মামা।
-"উফ্ দাদু ফাটাফাটি বানাও তুমি ওটা।"
-"হম্।শোন্ আজ বিজন আর বিন্নি কে নিয়ে চলে আয় সন্ধ্যেবেলা।তোর বাবা মাইক্রোওয়েভে কিসব রাঁধবে বলছে।"
-"আজ?একটু রাত হবে কিন্তু।এবেলা ওর বড়মাসির বাড়ি যেতে হবে।তোমরা আবার বিকেল থেকে বসে থেকোনা।দেরী করলি,দেরী করলি করবে না একদম্।"
-"আচ্ছা।রাখছি এখন।".....দাদু বললেন।
(বাকি গল্পটি ক্যাপশনে)















-


27 MAY 2020 AT 15:21

"ফুলঝুরি পাহাড়ী সাঁঝের বেলায়
পাহাড়িয়া সুরে কে বাঁশি বাজায়
বাঁশি ঝর্ণার সুরে বাঁশি বাজায় কে রে..." কিন্তু এইটুকুই। গানটা পেয়েছিল স্মিতা ঠাম্মার কাঁপা কাঁপা গলায় আর একটা পুরনো ডায়েরীর হলুদ পাতার মধ্যে থেকে।কিন্তু এই পর্যন্তই।ডায়েরীর পাতায় গানের লাইনগুলো দেখতে দেখতে সুরটা ভাঁজতে ভাঁজতে স্মিতার মনে হত....
তারাভরা উন্মুক্ত আকাশের নীচে ওই মুকুট মুকুট পাহাড়গুলোর পিছনে কেউ যেন আছে।যে গানটার বাকিটা জানে।এই হঠাৎ হারিয়ে গিয়ে বাকিটা খুঁজে পাবটা স্মিতার খুব প্রিয় অভ্যেস।ভাবতে বসে খালি খালি.....প্রবাসে।
-"বাবা,তোদের ওই এভারেস্টে আর আমি উঠতে পারিনা বাবু।"
-"কিন্তু কেন বাপী,আস্তে আস্তে রেস্ট নিয়ে নিয়ে উঠবে।
দেখোনা,পরের বছরই লিফ্ট হয়ে যাবে।আমরা কটা দিনের জন্য আসি আর তুমি একদিনও আসবে না বলো?
আরে নিজেকে তাগড়া পাহাড়ী যোয়ান মনে কর।তুমি না একদিন শিলং এ থেকেছ খাসিয়াগুলোর মতো তেজী মনে কর নিজেকে।আসবে তো বাপী তুমি?আমি কিন্তু নাতনীকে নিয়ে যাবো না তুমি একদিনও না এলে।"
-"এরকম করিস না বাবু আমি সত্যিই আর পাঁচতলা উঠতে পারিনা রে।"
-"পরের বছর লিফ্ট হয়ে যাবে দেখো বাপী,আসলে আমরা তো থাকিনা আর কি জানো...চার তলা আর পাঁচতলা র লোকদেরই তো লিফ্টের বেশী দরকার আর...."শেষ করে না স্মিতা....
"ফুলঝুরি পাহাড়ী সাঁঝের...."আবার গুনগুন করে ওঠে কিন্তু গলাটা এরকম নিস্তেজ শোনায় কেন নিজের কানে?
সে উত্তর কি মুকুট পাহাড় জানে?


-


Fetching Sanghamitra Banerjee Quotes