QUOTES ON #নির্লজ্জ

#নির্লজ্জ quotes

Trending | Latest
20 AUG 2019 AT 10:46

আজও অনেকে, ভিক্ষ্যার থালা সামনে দেখেও মুখ ফিরিয়ে হেঁটে যাবে।
জীর্ণ শরীরে,অভুক্ত পেটের যন্ত্রণার ছাপ আজও অনেকের নজর এড়িয়ে যাবে।
আজ আবারো রাস্তার ডাস্টবিনে, কুকুরের সঙ্গে ওদের খাওয়ার জন্যে চলবে লড়াই।
আজও অনেকে, ভিড় বাসে, দাঁড়িয়ে থাকা বৃদ্ধদের পাশে বসে মেতে থাকবে হেডফোনে,
তারাই বলে বুক ফুলিয়ে তারা সাহায্য করতে জানে।
তারাই আবার লিখবে পোস্ট সোশাল মিডিয়ায় #help_street_child, #respect
তারা নিজেরা করেনা অন্যের কাছ থেকেই
শুধু করেন এক্সপেক্ট।

-



তুমি যতোই আঘাত করো!
অপলক দৃষ্টিতে...
চেয়ে চেয়ে দেখি
তোমায়।।

-



আছো তুমি আপন হৃদয়ে
তোমার অন্তরে কি এত্তো টুকু তৃষ্ণা জাগে!?
আমি সত্যিই কি নির্লজ্জ বারবার তোমার সংগোপনে!
ওই অন্তরালে আছে তোমরা মুখানি...
আমি এত্তো দিনে বুঝেছি ভালোবাসা বয়ে যায় অন্তরালে।
যদি চিৎকার করি হবে মানহানি,
ভালোবাসি সম্মানের চোখে থাকো অন্তরালে।
অবিরাম বয়ে চলে অন্তরালে,
স্থির নদীর মতন...
❤️

-


22 AUG 2019 AT 19:54

-:তৃতীয় খণ্ড:-

কয়েক কথায় নির্লজ্জ


বিয়েবাড়িতে খেতে বসে - " দাদা মাংস টা এখানে একটু দিয়ে যাবেন " , দাদা চিলি চিকেন আর একটু দিন,

বিয়েবাড়ি থেকে খেয়ে দেয়ে বেরিয়ে যাওয়ার পথে - দাদা কেমন খাওয়া দাওয়া হলো ??
ওই হল আর কি মাংসে লবণ কম হয়েছিল , খাওয়াই যাচ্ছে না , আর চিলি চিকেন কি যেন গন্ধ করছে ।

-


18 AUG 2019 AT 21:33

-:দ্বিতীয় খণ্ড:-

কয়েক কথায় নির্লজ্জ

বৃদ্ধ অবস্থায় মায়ের মানসিক ভারসাম্য হারালে,যারা তাকে মেন্টাল অ্যাসাইলেম এ রেখে আসে।
তারা ভুলেই যায় জন্মের পর এক বছর অবধি তার নিজের ও মানসিক ভারসাম্য ওইরকম ছিল তখন কথা ও বলতে পারতো না সে ঠিক মত চলতে ও পারত না।।

-



"নির্লজ্জ"

যেদিকেই যেতে বল যাব
নিজেকে হারাব।
কাছে এসো
একটি শর্ত শুধু, ভালোবাসো।

❤️

একই অঙ্গে কত নাম,নিচ্ছো নির্ধারণ করে!?
নাম থাক, আমি থাকি,আমার আকাশের বুকে...
শুধু ওম দিও,ওই নরম রোদের আঁচে_
হবে না হৃদয় ভগ্ন, বাড়াবে বন্ধুত্ব নির্লজ্জ মত.....

-


22 JUN 2021 AT 11:37

যদি দুর্বলই হই,
তবে হয়েছি তোমাতে।
কোনও দ্বিধা নেই,
তা মানতে।
ওরা বলে আমি কাপুরুষ,
নির্লজ্জ, বেহায়া।
কী করি বলো—
আমার চোখে আটকে গেছে
তোমার চোখের তারা।
—কুনাল

-


13 JUN 2020 AT 20:31

বেহায়ার মতো কাউকে ভালোবাসলে
সে নিজেও একদিন প্রশ্ন করে বসবে.....!
"নির্লজ্জ নাকি...?"

-


8 APR 2022 AT 18:42

28 বছর বয়সেও বাবা বেকার ভাতা দিয়ে যাচ্ছে,
মা নিঃস্বার্থভাবে অন্ন যোগাচ্ছে,,
আর আমি নির্লজ্জের মত বছরের-পর-বছর সুবিধা ভোগী,,,।।

-


10 MAR 2019 AT 1:52

ও "শান" ! নির্লজ্জ ফাঁকিবাজদের  কি আত্মমর্যাদা ও আত্মসন্তুষ্টি হয়?
তুমি আবার বিবেকের কথা বলছো!

-