আমি সুপার হিরো দেখিনি, তবে সুপার হিরো সমান আমার বাবাকে দেখেছি।
চরিত্রবান, সৎ, নিষ্ঠা, দায়িত্ব-কর্তব্য পরায়ণ, স্পষ্টভাষী, সহোদর ভাই-বোনদের কাছে
রক্ষা কবচ তুল্য ব্যক্তিটাকে আমি দেখেছি।
জেদি, একরখা,অক্লান্ত পরিশ্রমি, এক ব্যক্তি তুল্য বাবা পেয়েছি।।
তবে আক্ষেপ,আপসোস, একটাই, বয়সটা আমার চার আনার ঘর পেরিয়ে গেলেও এখনো বাবার মতো হতে পারলাম না।।-
এত দায়িত্ব ও কর্তব্যপরায়ণ হয়ে কি লাভ,
যাদের জন্য এই দায়িত্ব - কর্তব্য পালন করবো, একটা সময় তারাই সবকিছু ভুলে অকৃতজ্ঞের মতো ঝাড়ের বাঁশ দিয়ে *(গাঁ..) পেটাবে,
মার্জনা করবেন ওটা *ঘাড়ে হবে..।।-
বন্ধু সংখ্যা আজও হাতেগোনা নগণ্য
কেন জানেন..
আপোষ করে নিতে পারলে হয়তো
বন্ধুর অভাব হতো না..। কিন্তু ওই যে-- চিটিংবাজ,মিথ্যেবাদী,অহংকারী,হিংসুটে এই ধরনের ছেলে-মেয়েগুলোর সাথে
আমার তেমনটা ঠিক জমে না।।-
রাঙ্কিং 1 হোক বা 10 দিনের শেষে মাঠে কে কতটা ভালো খেললো সেটাই সবাই দেখবে। এবং ঘরে কে কাপ নিয়ে আসলো সেদিকেই সারা বিশ্ব তাকিয়ে থাকবে। একটা সময় 90% ক্রিকেট প্রেমি ভেবেছিল কাপটা হাতছাড়া হয়ে যাবে। *দীর্ঘদিন টেস্টে এক নম্বর থেকেও *টেস্টের ওয়ার্ল্ড কাপ ঘড়ে তুলতে পারলাম না, ওয়ানডে ফরম্যাটেও একই অবস্থা এত ভালো খেলেও সাধের*বিশ্বকাপটা হাতছাড়া হয়ে গেল, অবশেষে কোনরকমে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হাতে এলো..।। যে পরিকাঠামো এবং সুযোগ-সুবিধা ভারতীয় ক্রিকেট টিম পায় তা অন্য কোন খেলার সঙ্গে যুক্ত টিম পায় না।*IPLএর সৌজন্যে নতুন খেলোয়াড় উঠে আসছে এবং পুরনো/সুযোগ না পাওয়া খেলোয়াড়রা খেলতে পারছে খুব ভালো কথা। কিন্তু যে ভাবে *IPL কে প্রাধান্য দেওয়া হচ্ছে তা ভবিষ্যতে সত্যিই খুব চিন্তার বিষয়।
-
*'যে বা যারা' বিবেকহীন হয়ে অন্ধের মত
পথ অনুসরণকরে, প্রকৃত বিচার বিশ্লেষণ
ছাড়াই *স্বামী বিবেকানন্দ* এবং তার
'বাণীকে' বিকৃতি করে, তাদের জন্য
পন্ডিত "বিষ্ণু শর্মা" রচিত সংস্কৃত গল্প
"চতুনাং পন্ডিত মূর্খানাং কথা" থেকে
একটি শ্লোক রইল....
अपि शास्त्रेषु कुशला लोकाचार बिबर्जिता: ।
सोर्बे ते हास्यतां यान्ति यथा ते मुर्खपण्डिता: ।।
অর্থাৎ- যারা শাস্ত্রপাঠের বিষয়ে নিপুন হয়েও
লোকাচার সম্পর্কে জ্ঞানহীন তারা সকলে
গল্পে উল্লেখিত মূর্খ পন্ডিত প্রমুখে ন্যায়
উপহাসের পাত্র হয়ে থাকে।।
-
বিবর্তনবাদ:- ভালো শিক্ষার জন্য,
ভালো মানুষ হওয়ার জন্য, ভালো ছেলে, ভালো প্রেমিক, ভালো স্বামী, ভালো পিতা, ভালো জীবন জীবিকা, ভালো উপার্জনের জন্য, আরো কত ভালো জিনিসের জন্য নিজেকে প্রতিনিয়ত বদলে চলেছি, একটা সময় হয়তো বদলাতে গিয়ে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলবো, পড়ে থাকবে ঝরঝরে শুকনো মাটির তলে চাপা পড়ে থাকা
পাথরের গায়ে লেগে থাকা
এক জীবাশ্ম-
মন, মানসিকতা ও মনুষ্যত্ব বোধের উপর
জমে থাকা কালো অন্ধকার, দূর হোক
চতুর্দশী প্রদীপের আলোয়,,
সকল #অশুভ_কালো দূর করুক
#মা_কালী-
অন্যান্য অমাবস্যা গুলো কালো অন্ধকারে ডুবে থাকে, অথচ এই একটি মাত্র অমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার #মা_কালী যেন স্বয়ং দূর করে দিচ্ছে, উঠোনজুড়ে প্রদীপের আলো পূর্ণিমার চাঁদের থেকেও যেন বেশি দীপ্তি ছড়িয়ে দিচ্ছে।
-
Friendlist এ থাকা মেয়েটা নিজের চোখের ছবি পোস্ট করেছিল, কমেন্টে লিখলাম বাঁ চোখটা কেমন লাল, ফোলা লাগছে
জয় বাংলা (চোখ ওঠা) হয়েছে নাকি,
বোন MESSENGER এ খিস্তি-খেউর, পিন্ডি চটকে block করে দিল।
বলেছে রাস্তাই দেখলেই মারবে, ভয়ে তিন'দিন থেকে ঘড় বন্দি।।-
বলি কিসের এত রূপের অহংকার,
যেখানে সান্স স্ক্রিম না মাখলে রৌদ্রে
বের হতে ভয় পাও, ফিরে এসে
ফেসওয়াশ না করলে
ব্রণ বেরিয়ে যায়,
নাইট ক্রিম মেখে মুখের বলি রেখা,
আর চোখের নিচের
কালো দাগ মেটাতে হয়....
-