नफ़्स की ज़ंजीरों में गिरफ़्तार हूँ मैं,
कैसे ज़ुबान पे उनका पाक नाम लूँ मैं?
ताक़त नहीं इतनी कि चल सकूँ राह पर,
बस उनके करम से ही इनआम लूँ मैं।
गुनाहों की धुंध में भटक रहा हूँ मैं,
उनकी नज़र हो तो साहिल पा लूँ मैं।
हर सोच, हर अमल में है कमी सिर्फ़ मेरी,
उनकी करम से ही बेहतरीन बन जाऊँ मैं।
कुछ भी नहीं हूँ "शान", फ़क़त एक साया,
उनके करम से ही रोशन हो जाऊँ मैं।-
ज़िन्दगी का राज़ जब दिल में उतरा,
सदियाँ गुज़र गईं रोते हुए...
काश हम गुमनाम ही होते,
न मुश्किल होती यहाँ से गुज़रते हुए...-
जब एहसास है इस बात का
कि मैं उनका हूँ —
तो फिर किस बात की तलब है?
जब दिल की धड़कन ही
बस उनके लिए है —
तो फिर क्यों ख़याल-ए-नफ़्स की सुने?-
इनाम
✍️ সাদ্দাম হোসেন শান
(05/08/2025)
चमक उठे हैं दिल भी, निखर गई फ़िज़ाएँ
माह-ए-रज़ा में आए, रब की वो अताएँ।
महक रहे हैं गुलशन, ख़ुशियों की बूँदें
हर दिल से उठ रही हैं, शुकर की सदाएँ।
दुआओं में जो मांगा, वो इनाम मिला है
गोद में बसी हुई हैं, रहमत की घटाएँ।
नज़रों में बस रही हैं, रौशन सी दुआएँ
लब पर सजी हुई हैं, प्यारी सी सदाएँ।
जबसे हुआ है रौशन, मेरा ये आशियाना
हर सू दिखी है मुझको, राहत की परछाएँ।
सिर्फ़ नाम और निस्बत पे न हो फ़ख्र 'शान' को
हर काम में भी नज़र आए रज़ा की जलवाएँ।
उम्रों तलक रहे वो, रज़ा का एक साया
बस यही आरज़ू है, दिल-ए-‘शान’ की दुआएँ।
-
প্রার্থনা
সাদ্দাম হোসেন শান (21.05.2025.)
আমি তো শুধু এক মাধ্যম,
আর তাঁরই করুণায় আমার স্থান।
তবু যে আসবে আমার কোলে,
তাকে দাও আলোর দান।
তোমার সৃষ্টি, তোমার প্রেরণা,
তোমার প্রেমিকের নিদর্শন সে হোক।
সেই পরিচয়ে পাক সে পূর্ণতা,
তোমার দীপ্ত প্রতিফলন চিরজাগুক।
নেই আমার কোন বংশবর্ণ,
নেই মর্যাদা, অতীতের জয়।
তবু চেয়ে আছি, চোখে জল নিয়ে,
তুমি ভরাও তার হৃদয়ময়।
যাদের করেছো তুমি আপন,
হৃদয় দিয়ে দিলে সম্মান—
তেমনি করো আমার প্রজন্ম,
সৃজন করো মহাপ্রাণ।
প্রজ্ঞায় হোক সে প্রতিভাধর,
সৃষ্টিতে হোক সে অনন্য দীপ্ত।
মানবতায় হোক সে পূর্ণ,
জীবন হোক তার কল্যাণমুগ্ধ।
-
প্রার্থনা
সাদ্দাম হোসেন শান (21.05.2025.)
আমি তো শুধু এক মাধ্যম,
আর তাঁরই করুণায় আমার স্থান।
তবু যে আসবে আমার কোলে,
তাকে দাও আলোর দান।
তোমার সৃষ্টি, তোমার প্রেরণা,
তোমার প্রেমিকের নিদর্শন সে হোক।
সেই পরিচয়ে পাক সে পূর্ণতা,
তোমার দীপ্ত প্রতিফলন চিরজাগুক।
নেই আমার কোন বংশবর্ণ,
নেই মর্যাদা, অতীতের জয়।
তবু চেয়ে আছি, চোখে জল নিয়ে,
তুমি ভরাও তার হৃদয়ময়।
যাদের করেছো তুমি আপন,
হৃদয় দিয়ে দিলে সম্মান—
তেমনি করো আমার প্রজন্ম,
সৃজন করো মহাপ্রাণ।
প্রজ্ঞায় হোক সে প্রতিভাধর,
সৃষ্টিতে হোক সে অনন্য দীপ্ত।
মানবতায় হোক সে পূর্ণ,
জীবন হোক তার কল্যাণমুগ্ধ।
-
প্রার্থনা
ওহে মোর অন্তর্যামী!
তোমার অর্পণের তরে—
তোমারই প্রদত্ত চেতনার দীপ্তিতে,
মোর অর্জিত সাধনা ও সৃজনে
পেরিয়েছি অগ্নিপথ, সহ্য করেছি শত বাধা,
তব করুণায় পেয়েছি জ্ঞান, পেয়েছি মান—
তোমারই দানে আলোকিত মোর অন্তরভুবন।
তবু হায়!
মোর কুপ্রবৃত্তির ছলে হোক,
কিংবা পার্থিব মোহের টানে,
আমি হারিয়েছি স্বপ্রবাহ—
বিচ্যুত হয়েছি তোমারই নিরবধি ধারা হতে।
এখন শুধু ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে অন্তর—
শূন্যতার ছায়া আঁকে নিঃশব্দ যন্ত্রণায়,
পরিপূর্ণতার পরশ যেন ধরা দেয় না,
ছোঁয়া দেয় না হৃদয়ের গহীনে।
হে চির-সহায়!
এ নিঃসীম পথচলায়—
তুমিই হও আমার প্রেরণা,
রক্ষা করো ভ্রষ্টতা ও ব্যর্থতার ভয়াল প্রান্তর হতে, তোমারই আলোয় করো আমার পথ
প্রশস্ত, সুদৃঢ় ও সরল।
দাও আমায় অদৃশ্য আশিষের কোমল আলিঙ্গন,
করো নিঃশেষ সব অভাব, অনটন ও অন্তর্দহন।
তোমার পরশে— জাগুক মোর কর্মে পূর্ণতার সুবাস, উন্নতির দীপ্তি ও বিস্তৃত সম্ভাবনার সুবিস্তৃত আকাশ।
-
শো অফ
চারদিকে হাহাকার,
উত্তাল সময়, নষ্ট আচরণ।
লজ্জা-শালীনতা এখন উন্মাদ হয়ে,
নগ্নতার বেশে করছে প্রসারণ।
যশের লোভে মুখোশহীন প্রকাশ,
রাস্তাঘাটে চলছে দম্ভের র্যাশ।
"জো দিখতা হ্যায়, বো বিকতা হ্যায়" —
এই স্লোগানে ডুবে সমাজের চেতনাভার।
কাব্য, জ্ঞান, হৃদয়ের ধ্বনি—
কে তা বোঝে? কে শোনে তার বাণী?
সৃজনশীলতা আজ নিঃশব্দ গুঞ্জন,
দেখায় না ফ্ল্যাশ —
তাই নেই তাতে প্রশংসার বাহার।
কালচার-শিষ্টাচার বিলীনের পথে,
প্রদর্শনের মাঝে সত্য লুপ্ত প্রায়।
তবু সৃষ্টি জাগে নিভৃত আলোয়—
বাহ্যিক নয়, সে হৃদয়ের গভীরে দীপ্তি ছড়ায়।
-
শো অফ
চারদিকে হাহাকার,
উত্তাল সময়, নষ্ট আচরণ।
লজ্জা-শালীনতা এখন উন্মাদ হয়ে,
নগ্নতার বেশে করছে প্রসারণ
যশের লোভে মুখোশহীন প্রকাশ,
রাস্তাঘাটে চলছে দম্ভের র্যাশ।
"জো দিখতা হ্যায়, বো বিকতা হ্যায়" —
এই স্লোগানে ডুবে সমাজের চেতনাভার।
কাব্য, জ্ঞান, হৃদয়ের ধ্বনি—
কে তা বোঝে? কে শোনে তার বাণী?
সৃজনশীলতা আজ নিঃশব্দ গুঞ্জন,
দেখায় না ফ্ল্যাশ —
তাই নেই তাতে প্রশংসার বাহার,
কালচার-শিষ্টাচার বিলীনের পথে,
প্রদর্শনের মাঝে সত্য লুপ্ত প্রায়।
তবু সৃষ্টি জাগে নিভৃত আলোয়—
বাহ্যিক নয়, সে হৃদয়ের গভীরে দীপ্তি ছড়ায়।
-