মনের চোখে-জল
অসময়ে তোমার ঋণ
পরমেশ্বর...
জানে হবেনা কখনই মুকুব !-
হঠাৎ আচমকা হাত থেকে আমার প্রিয় কাঁচের গ্লাস টা পড়ে দু'টুকরো
ভাঙ্গা টুকরো দুটো কে একটু গুলুর সাহায্যে জড়ালাম
কিন্তু আলতো একটা দাগ তবে, অস্পষ্ট ঠিক বোঝা যাচ্ছে না
শোকেসে ঠিকঠাক মানানসই হবে গুছিয়ে রাখলাম।
হঠাৎ বুকের বাম পাশে হাত দি,অনেকদিন আগেই ভেঙে যায়
কথাদের চাপে পড়ে সেও দু'টুকরো তখন ভেতরে তো ঠিক ঠাক প্রলেপ দেওয়া যায়নি
এখন ওটা জড়ার সময় বোবা মন অবাক চোখে তাকিয়ে আছে ওটার দিকে।।
যতই আসুক নতুন কথাদের মাঝে এমন
যে কথায় ভেঙে ছিল একদিন বোবা মন
সেই কথা পুরনো হলেও লাগে না আর শোক
এমন অভ্যাস করেছি তাকে ভালোবাসে সারাক্ষণ এবোবা মন।।।
-
যন্ত্রণার নিত্যদিনের সঙ্গী "যন্ত্রণাদের"
বুকের বামে সযত্নে রাখা তবুও অগ্নিদগ্ধ•••-
বৃষ্টি চোখ সমুদ্রে আঁকে,রঙের খোঁজ রাখে কী কেউ ?
আকাশ জানে সব রং ধুতে, বৃষ্টি চোখ নীরবে দহণ-
স্মৃতির ওপার থেকে ডাক,গঙ্গা-যমুনা দিয়েছিলাম পাড়ি, শান্তির খোঁজে ...
ভাগ্যচক্রে এসে পড়লাম, একই বাড়ি; শুধু স্মৃতি টুকুই তার!-
সন্ধে নিয়ে ফিরো আপন মনে;
চৈত্রের শেষ সন্ধেবেলায়, আকাশ থমথমে,হাজার বিষণ্ণতা,মানিয়ে নিয়ে,
তোমায় নিয়ে লিখবো কবিতা।
সময় নিয়ে ফিরো,শোনাবো তোমায়, আমার আজন্ম বৃষ্টি গল্প ,আঝালা নোনা...
তবুও কাটেনা বিষাক্ত !!-
ফিরে এলাম বসন্তের পর,পলাশে ফাগুনে,হৃদয়ে জ্বলন্ত আগুন ...
ফিরবে তরে,খোলা চিঠির ভাঁজে,ল্যেপ্টে মোরে প্রথম ভালোবাসা।-
টাইপিংয়ে টাইপিংয়ে আলাপন,মিথ্যে ঝংকার, বন্ধুত্ব চলে সংগোপনে...
কলমে চিনেছি,নয় পরিচয়,একাকিত্বের আলাপেই আনন্দ মিছিল...
-