কেটেছে কত নির্ঘুম রাত, অধরা স্বপ্নঘোর অভিমানী;
রচেছে বহুমুখী পথ, তবুও দুষ্প্রাপ্য লক্ষ্যের কাহিনী।-
চোখের কাজলে প্রেমে পড়ো,
চোখের কালির গল্প জানো না;
তুমিও তো সেই ব্যর্থ প্রেমিক,
নির্ঘুম রাতের খবর জানো না।-
যেই মেয়েটার সারাটা দিন
খুনসুটি আর পাগলামি,,
সেই মেয়েটার বালিশ জানে
ঘুম না আসা রাতের কাহিনী..-
অর্ধমৃত কতো ভালোলাগা, শেষ রাতে আসর জমায়,
লন্ডভন্ড করে মনের শহরতলী, নির্ঘুম রাত তখন স্মৃতি পাহারায়।-
নীরব রাতের মজলিসে, একাকীত্ব মন তোর শহরে,
দু'চোখের পাতা এক করেনি, না ঘুমিয়ে করছে জীবন ছারখারে ।-
বুনো ফুলের গন্ধ মেশা একটা নির্ঘুম রাত!
সিক্ত আঁখিদ্বয় নীলচে আশমানের হৃদপাঁজরে।
মরচে ধরা স্মৃতির পলেস্তারা খসে পড়ে...
জাগিয়ে যায় নীরব ভাঙন মনের অন্দরে।।
স্বপ্নের রঙিন ফানুস হারায় অন্ধকারের বিষাক্ততায়...
মায়াবী চাঁদ স্মিত হাসে তার নির্বুদ্ধিতায়!!
অন্তহীন প্রহরের সাথে চলে নিশিযাপনের চুক্তি,
অপেক্ষার দিন গোনা আসবে কবে সেই কাঙ্ক্ষিত মুক্তি...
-
একলা আমি, নির্ঘুম রাত
মেঘের আড়ালে লুকানো চাঁদ।
একলা আমি, নিস্তব্ধ চারপাশ
মগজ জুড়ে একরাশ বিষাদ।
পুরো শহর ঘুমিয়ে গেছে,
ছোটাছুটি, কোলাহল থেমে গেছে।
আমার অনিদ্রিত আঁখিযুগল
এখনো নির্বিঘ্নে জেগে আছে।
—সাহিত্যিক-
নির্ঘুম রাতগুলোতে খুব ইচ্ছে করে,
তোমার বুকে মাথা রেখে ঘুমাতে!
—সাহিত্যিক-