তুই আমার ভীষণ কাছের জানিস? যেমন করে পলির কাছে নদী -
স্রোতের সেই দমকা একটানে, মনের ওপর জমতিস্ তুই যদি !
তুই আমার রোজ সকালের চা, আলসেমিটা কাটিয়ে আসার পরে
পর্দার ফাঁকে মিষ্টি কোনো রোদ, দিচ্ছে উঁকি যেমন আমার ঘরে ....
তুই আমার ফিরতি পথের তাড়া, যার জন্য ভালোবাসাটাই সব -
ভীষণ ভিড়ে একলা হলে আমি, তুই-ই আমার শান্তির অনুভব ।-
--------–---------- ✍️
𝘽𝙞𝙤-𝙏𝙞𝙤 তো অনেক হলো,
নিজের কথা কি আর ব... read more
মানুষ ভদ্র ততক্ষণই, যতক্ষণ স্বার্থ
নাহলে সে-ও যৎসামান্যতেই, অভদ্র হতে পারতো....-
আমার মতোই ভীষণ জেদি, মানুষ যারা আছে -
হেরে গিয়েও জিতবে বলে, মিথ্যে আশায় বাঁচে ....-
আমার শহর, এমন কোনো মনখারাপি দিনে -
হঠাৎ করে ভিজবে বলেই, বৃষ্টি ডেকে আনে ....-
আমি ভীষণ ব্যর্থ মানুষ, ব্যর্থ আমার দিন
ভার বইছি ভীষণ রকম, সহস্রাধিক ঋণ !
ব্যর্থ আমার জীবনখানি, ব্যর্থ আমার মন
আমি ব্যর্থ চিনতে আজও, নিজের আপনজন -
ব্যর্থ আমার চোখের দেখা, ব্যর্থ আমার শোক
ব্যর্থ আমার সুখটুকুও, বলবেই তো লোক ,
ব্যর্থ আমার সহজ জীবন, ব্যর্থ কলরব
ব্যর্থ আমি বরাবরই, ব্যর্থ আমার সব ।
-
হাতড়ে খুঁজি বালিশ যখন, টেবিল ঘেঁষে ধূলো
পাহাড় ভীষণ কঠিন হয়েও, নরম মেঘই ছুঁলো -
চোখের নীচে কালশিটে দাগ, মুখ লুকোলো আয়না !
সুখী হওয়া তো আপেক্ষিক, চাইলেই পাওয়া যায়না ।-
আমার কাছে অতীত ভীষণ প্রিয়, ঘুম না আসা নিস্তব্ধ চোখ
কেন এমন একলা একা থাকি ? জানতে চায় হাজার হাজার লোক !
শোকের দেয়াল একফালি চাঁদ জানে, মনের ঘরে চিত্র আঁকা সোজা
হারিয়ে গেলে প্রিয় কিছু জিনিস, হয়তো তার মূল্য যায় বোঝা....
একটা পাহাড় মেঘের ঘরে থাকে, হঠাৎ করেই বৃষ্টি ডেকে আনে -
পথিক কী আর খুঁজতে চায় এখন, পথের বাঁকে গল্পগুলোর মানে !
সংশয় তো আসা যাওয়ার মাঝে, শক্ত করে আঁকড়ে ধরে থাকা
নরম মাটির গভীরতা এমন, কঠিন তাকে নিঃস্ব করে রাখা ।-
কথার আঘাতে ভাঙছো হৃদয়, দেখেছো মনের আয়না ?
ভালোবাসলেই সবসময় , ভালো রাখা যায়না ...
চিনতে হয় ক্ষতগুলো বুঝতে হয় মন
এমনভাবেই পাশাপাশি ,থাকতে কিছুক্ষণ -
আদরেরা জখম চেনে, প্রলেপ দাও যত !
আঘাতগুলো জীবন্ত খুব ,ভালোবাসার মত ...
ভুলে যাওয়া তো স্বভাব আমার ,তুমি ভীষণ প্রিয় -
আবার না হয়, এমন ভাবেই আঘাত আমায় দিও ।-
কখনও কখনও হারিয়ে যাওয়া উচিৎ
দেখার ইচ্ছে প্রয়োজন কী আছে ?
বৃষ্টি থামার অনেক পরেও যেমন
জলের ফোঁটা প্রয়োজনীয় কাঁচে ....
-