হোক না আবার কাছে আসা ভুলে অভিমান,
প্রিয় অভ্যাসে আগলে রেখো ভালোবেসে রাঙিয়ো মনোপ্রাণ।-
Rajesh Gupta
(Gupta...✍)
503 Followers · 30 Following
চেষ্টা করতে ক্ষতি কি!!
Joined 5 June 2020
27 JUN 2023 AT 22:55
26 JUN 2023 AT 22:31
নীরব নিশিতে স্মৃতির মেলা, শান্তির ঘুম নিরুদ্দেশ,
চাওয়া পাওয়ার ভিড়ে কত অভিযোগ, সুর তুললো আমার এক জীবনের প্রেম শেষ।-
25 JUN 2023 AT 22:25
নিয়মমাফিক রোজকার সন্ধ্যা, মনের অনুভূতি মূল্যহীন,
এগিয়ে গেলে প্রেম মন্দা, রাতের আঁধারে একাকিত্ব বিলীন।-
3 JUL 2022 AT 22:31
রোদ ঝলমলে শেষের বিকেল
কিছু ভাবনা মনগড়া,
পলক ছুঁয়ে যায় শৈশব স্মৃতি
মুচকি হাসে গোটা মনপাড়া।-
9 JUN 2022 AT 21:37
অপেক্ষা সাজে প্রিয়জন ঘিরে, এক টুকরো খুশির খোঁজে,
ভালোবাসার খিদে কাড়লে ঘুম, অব্যক্ত কথারা ভীড় জমায় ঠোঁটের ভাঁজে।-
7 JUN 2022 AT 11:43
পথভ্রষ্ট সরল অনুভূতি, জীবন খাতায় হতাশা ভরা,
চাইলে তুমি ফের শুরুটা, বিকল্প রাস্তা দেয় না ধরা।-
27 MAY 2022 AT 19:51
শরতে জলাশয় প্রাণ ফিরে পায়
পদ্ম দোল খেয়ে যায় দখিনা বাতাসে,
রকমারি ফুলের প্রকৃতি বরণ-সৌন্দর্য ছড়ায়,
দৃষ্টি অপলক মন ভরে আসে।
-
26 MAY 2022 AT 23:12
ভালোবাসারা তোমার নামে দলিল,
আবেগ উত্তাল মনে মিশে দেখো
কেবল তুমি ছেঁয়ে এক আকাশ নীল।-