QUOTES ON #নিজেকে

#নিজেকে quotes

Trending | Latest

ভালো কোনো বাজার - ঘাট
কিংবা সাপ্তাহিক হাট
বিরাট কোনো শপিংমল
নয়তো বা সুপার মার্কেটের স্টল

খোঁজ দেবেন !

নিজের পশরা নিজেই সাজাবো
সস্তা দামে বিক্রি হবো....

-


8 AUG 2020 AT 21:22

সত্যিকারের ভালো কাজ করে যারা
নিজকে রেখে আত্মগোপনে ,
মহান কাজের লাগি শীর্ষে উঠেও তাই
চোখে থাকে সর্বদা নতুন স্বপনে ।

-


13 JAN 2020 AT 23:53

নিজেকে সৎ সাহসে ভরো,, নাহলে পারবে না নেভাতে;
অন্যায়ের আলো জ্বলবে যখন।

-


31 JAN 2021 AT 13:26

মোর হৃদয়কে রেখেছি কয়েদ করে
অতীতের স্মৃতির পাতায় মুড়ে ,
সুখ দুঃখের ফেলে আসা দিনগুলি
সবই আছে মোর হৃদয় জুড়ে ।
পাখিরা থাকে বন্দি হয়ে বদ্ধ খাঁচায়
পৌঁছাতে চায় তাদের নিশানায় ,
কোনো দিনও কি তারা পারবে ছুঁতে
সেই মুক্ত মনের ঠিকানায় ।

-


16 JUL 2020 AT 20:33

যত্ন বা ভালোবাসা কোনটাই চাইনি,
পায়ের শব্দেই গুটিয়ে নিতাম
পালিয়ে যেতাম..
ছায়ার আড়ালে, ক্লান্তি না আসা অবধি!
না নিলে হারানোর ভয় নেই..
কেড়ে নেবে কি?
কেমন একটা অদ্ভুত তৃপ্তি।
আরও, আরও নিরবতা..
ওদের থেকে ধার চাইতাম মনে মনে,
যারা সব পেয়েছিল কোনদিন
কিন্তু বেঁধে রাখতে পারেনি!

তাই সে আলোর মায়া কাটিয়ে
অন্ধকারের গর্ভে বীজ রোপন করেছি,
জল নয়..
তোমার উপেক্ষাই বড় করবে তাকে!
তখন আর আমার মতো পালাতে হবে না..

-


12 JUL 2018 AT 18:04

হঠাৎ খেয়াল চলনের আনাগোনায় .....
তোর সাথে কাটানো সময়গুলো জাতিস্মর হলো।
সত্যি ,,কি অদ্ভুত ..সময় যে কিভাবে সবটা অলীক কল্পনায় আনলো ।
ছুঁয়ে থাকা তুই আজ অতীত ইতিহাস নামেই প্রসিদ্ধ।
প্রেমকথায় আমার বেষাদের গল্প break up নামেই লিপিবদ্ধ।
ভালোবাসায় সিক্ত চোখের জল জানে আমার ভাঙ্গনের গল্প।
তোর মনে হতেই পারে, এই সম্পর্কে তোর তুই'তাকে উদ্ধার করতে ব্যর্থ সল্প।
প্রবাদ ছিল ,তোর আমার প্রেম নাকি ..real love,, never ended।
আমিও ভাবতাম ,only you... what I wanted !
হয়তো আমিও এই বিশ্বাসের উপর নির্ভর করে বছর কাটিয়েছিলাম ।
মেঘের আড়ালে অভিমান লুকিয়ে ....নিজেও মেতেছিলাম তোর কাম, রস ,পাওনা মেটাতে।
তোর জন্য নিজেকে হারিয়ে ফেলেছিলাম।
আমারও যে মন আছে ,সেও যে সবটা মেনে নিতে নিতে ক্লান্ত ...বুঝতাম'ই না।
আবার তোর থেকে মন টা কবে যে বহির্ভূত লাশ হলো ,...জানতেও পারলাম না।
বিসর্জন দেওয়া আমার আমিত্ব ...,চাওয়া ,পাওয়া সবটাই তোর জন্য আত্মাহুতি।
কখনো আমার ব্যথা তো হলো না তোর শ্রবণ-শ্রুতি !!
মুখ বুঝে তোকে প্রেম দেওয়া ...তাই ছিলাম ,taken for granted....
আমার মন খারাপকে জয় করলি না ..উল্টে আমি যেন তোর rotten love , accepted...

-


6 SEP 2020 AT 21:40


মনে মনে আজ নিজেকে হারাবো
মন ভূলানো প্রকৃতির মাঝে ,
আমার জীবনের সুখ আনন্দ সবই
পেয়েছি ওই প্রকৃতির সাজে ।
প্রকৃতি দেয় মোদের নতুনত্বের স্বাদ
মন ভরানো খুশির জোয়ার ,
হাসতে খেলতে কাটিয়ে দেবার লাগি
প্রকৃতির মাঝে হারাবো আবার ।
মায়াবিনী এই প্রকৃতির রূপেই মানুষ
পায় জীবনের আনন্দ খুঁজে ,
সমাজের মানুষ বোঝেনা তার কদর
কষ্ট দেয় প্রকৃতিকে না বুঝে ।

-


28 JUL 2021 AT 8:44

স্বপ্ন দেখা যত সহজ তাকে বাস্তবে সাজিয়ে তোলা করা তত কঠিন।
এটায় সেই বেদনা নেই , সেই আক্ষেপ নেই যেটা একজনের তার স্বপ্নকে সময় ও পরিস্থিতির অভাবে সাজিয়ে তুলতে না পারার মধ্যে আছে।
ব্যর্থতা নিয়েও সহানুভূতি পাওয়া যায়।
কিন্তু যে সফল-বিফল মাপদন্ডের ধারে কাছেই পৌঁছতে পারলো না ,
তার অনুভূতির গভীরতা একমাত্র সেই এবং সেই উপলব্ধি করতে পারে।।

-



নিজেকে সেরা ভাবো
নইলে নিজের
আত্মসম্মান হারাবে..

-


12 AUG 2019 AT 22:10

একলা হাঁটতে আর ভয় করে না ।
জীবন আরও কঠিন হচ্ছে দিনের পর দিন--
কান্না, আর ঠিক আসেনা।
সময় জানে ....
কথায় কথায় "আমিটা" আর পুরোনো
আবেগে ভাসেনা !
তবু উজাড় করা বদ-স্বভাব বারংবার
প্রমাণ করে সেই.....
"আমার মতে, আমার মতন কেউ নেই !"

-