QUOTES ON #দেবদাস

#দেবদাস quotes

Trending | Latest
13 MAR 2021 AT 7:19

"দেবদাস"রা মরে মুক্তি পায়...
"পারু" রা জ্যান্ত দগ্ধায়।

-


29 JUN 2021 AT 14:29




হেরে গেছে পার্বতী, হেরে গেছে দেবদাস,
বেঁচে আছে আজও তাদের বিরহের ইতিহাস।

-



প্রেম তাই ঠুনকো, আশা বেশি রেখোনা ..,
পরিণতি বিরহ, এটা যেনো ভুলোনা....!

-



লোকে বলে আমিও দেবদাস সেজে ঘুরি /
পার্বতী আর চন্দ্রমুখীর প্রেমানলে পুড়ি //
আসলেতো মিথ্যে নয়; নারীই চন্দ্রমুখী /
পার্বতী সেজে সবাই চিরসুখী!

-


2 AUG 2020 AT 13:24

মনোদিদি, তুই মিছিমিছি মাথায় সিঁদুর পরিস। কাকে স্বামী বলে তাই জানিস নে। তিনি আমার স্বামী না হলে , আমার সমস্ত লজ্জ্বা-শরমের অতীত না হলে, আমি এমন করে মরতে বসতুম না। তাছাড়া দিদি, মানুষ যখন মরতে বসে, তখন কি সে ভেবে দেখে, বিষটা তেতো কি মিষ্টি!
কথাটা সত্য, তাই তো পার্বতী বলিয়াছিল, ইহারা অনর্থক মাথায় সিঁদুর পরে, হাতে নোয়া দেয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ( দেবদাস )

-



দুটি মন এক করিয়া
অন্যের ঘরের বউ বানাইয়া
বলি দিলি নিজের প্রিয় ভালোবাসাকে
একজন পাষানের খুশির জন্য দেবদাস বানালি নিজেকে।

-



আমি কখনো বিহঙ্গের ডানা হতে পারিনি
আমার আকাশটা কখনো মহাকাশ দেখেনি।
অধীনতাই স্বাধীনতা আমার কাছে,
সে স্বাধীনতার কোনো অবকাশ নেই।

আমি বন্দি, সে মুক্ত প্রাঙ্গণ
আমি কৃষ্ণ, সে জ্যোতি
বৈপরীত্যের মিলন অপার্থিব বটেই,
তবে প্রণয়ের আকাঙ্খা প্রবল ছিলই
নিঃসন্দেহে...।।

অবৈধতার হোমাগ্নি আমাকে পোড়াতে পারবে না কখনো,
বহুদিন আগেই আমি আত্মাহুতি দিয়ে দিয়েছি।।

-


30 MAR 2020 AT 22:04

তুমি যাকে kabir singh বলো
আমি তাকে দেবদাস বলি
We are not same bro 😙

-


18 JUL 2021 AT 15:13


পালঙ্কে শুয়ে পাশে সুন্দরী স্ত্রী
মনের কোণে গুটিশুটি প্রাক্তন প্রেয়সী
ভাঙিতে চাহে না সে স্ত্রীর বিশ্বাস
প্রেম ভাঙিলেই কি হতে হবে দেবদাস?
ঘন ঘন শ্বাস পড়ে চোখের কোণে জল
পাত্র হিসেবে ছিল সে তখন অচল
প্রেম তো আসে জীবনে একবার শুধু
চলে যায় চাখিয়ে দিয়ে তিক্ত মধু।

-


1 JUL 2021 AT 23:18

হৃদয় যখন খোঁজে প্রেম, জীবন বাধক সাজে,
জীবন হারায় জিবানিকা, অশ্রু তে চিবুক ভিজে***

-