শূণ্য বালিকা   (কর্পূর)
89 Followers · 90 Following

Joined 17 June 2020


Joined 17 June 2020

আলো নেই, বাতাসে হাজারো কাল বৈশাখীর গন্ধ
শুধুই অন্ধকার, ঝড়ের আকাশ যেন মেঘ মেখে বৃদ্ধ

-



গোধূলি পাখা মেলে
হৃদয়ে সুর তোলে
এক ঘেয়েমি ঘুম
নক্ষত্র বদলের ধুম
অভিমানী অপেক্ষা হাতে
বাহানা মেখে সাথে
ভোরের কাজল গান গায়



-



অঝোর ধারায় ঝড়ছে
রক্তের ন্যায়
সময় দাঁড়িয়ে
আর এগোচ্ছে না
আঘাতে জট পেকে হৃদয়ের শিরা
তবুও কিছু কিছু বাঁচা ডাক দেয়

-



পোড়া ভোরের আকাশে
ভুয়ো স্মৃতি প্রতিবেশী
লুকোচুরি মেলানো পর্দায়
ওড়না পাখির সহোচরী
কাজলা জলে থৈ থৈ বিনুনী

-



পেখমে বাঁধা উছলি মন
সারাক্ষণ থাকে শুধু জখম ,
আজও অবুঝ ওই দুটি আঁখি কেন ?
হৃদয় তোমাতেই এখনো ।

-



চেনা ময়ূরাক্ষী বনে কাজলী আগুন
ফাগুন পেখমের রামধনু রং অজানা
হিল্লোল সুরে
রোদেলা গল্পে

-



সাজানো দুপুর তাকিয়ে এক মনে
পর্দার ভাঁজের গান
প্রাণ ঢালা সময়ে
জীবনে মরণের অস্ত
সূর্য্য, তুই ওঠ রে।।

-



প্রেমের নয়ন যুগল
প্রখর রাতের মায়া তরী
কোথায় সে, জল
আজও বাহারি,
ভালোবাসার স্নেহ ফল
তোমাতেই ফেরারি।



-



ফাগুনে সোনা


কাজলের সমাস রং বদলায়
চেনা নাম অচেনা খেলনা
মুক্তির যে সুপ্ত বেদনা
চেয়ে আকাশী দোলনায়
প্রেমের কোনো এক সুরে
অজানা ভিড়ের দুপুরে
আবীর পরশ লাগে
বসন্তের পাকা ধানের ভাষায়

-



রঙের গানের সুরে।
রোদ - মেঘেরা এলোমেলো,
মনের আবীর ঘরে ।।

-


Fetching শূণ্য বালিকা Quotes