QUOTES ON #দূর্গা

#দূর্গা quotes

Trending | Latest
10 SEP 2021 AT 17:01

-


6 OCT 2021 AT 7:37

মহালয়া
____________

বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গাম্ভীর্যপূর্ণ কন্ঠে হলো সূর্যোদয়
শিউলির গন্ধে ছড়াল চারিদিকে আগমনীর বিজয়
সদ্য উঠছি তখন আধোঘুমে চোখ মেললাম দর্পণে
মা বলল 'পুরোহিত এসেছে, বাবা গেছে বুঝলি তর্পণে'

টিভি খুলতেই দেখলাম কোথাও মা মহিষাসুরমর্দিনী
কোথাও আবার ছোটোদের মহালয়ায় ত্রিশূলধারিণী
বেলা পড়তেই লুচি আলুরদমের গন্ধে বাড়ি মাতোয়ারা
আমি ভাবছি 'কোন কোন জামা পড়ব যে চারবেলা?'

-


24 SEP 2019 AT 17:00

কাশ ফুলের বাহারে, আগমনীর বাতাসে,
মহালয়া প্রায় এলো চলে।
তাইতো ছোট মেয়েটি কান্না করে,
নতুন জামা লাগবে বলে।
মা বলে কান্না করেনা লক্ষ্মী সোনা,
বাবা জামা আনবে বিকেলে।
আনন্দতে ছোট মেয়েটি বলতে লাগে,
দূর্গা পূজোয় যাবো সবাই মিলে।

-


10 AUG 2019 AT 15:00

দেবীরূপী দূর্গার জন্য এতো এতো মান- সম্মান;
আর মানুষরূপী দূর্গার জন্য শুধুই কি অপমান?

-


7 OCT 2019 AT 19:01

মায়ের দূর্গা আজ বড় অসহায় ,
নৃসংশ অসুরের ছোড়া অ্যাসিডের ছোঁয়ায় ;

আজ কত দুর্গাই সহিছে
অ্যাসিড পোড়া জ্বালার নির্যাতন,
দুর্গারা জাগো ! করো দুর্গতিনাশিনীর মতন
অকাল অসুরের বিসর্জন।

-



I am strong,
I am beautiful,
I am enough.

আর আমি দূর্গা

-


30 SEP 2019 AT 18:31

দূর্গা
তোমার আছেই ঘরে
সে অবহেলিত
কিন্তু খুজছো তাকেই, মন্ডপে।।

-


25 JUN 2019 AT 8:26

আগামী জন্মে
আমি আবার মেয়ে হবো।
শুধু নামে 'দুগ্গা পিসি' না,
আমি সত্যি সত্যিই দূর্গা হবো।
এজন্মের যত অসুর
আমি পরজন্মে নিধন করবো।
মা দুগ্গা আগামী জন্মে আমি তুমি হবো।

-


30 SEP 2017 AT 0:17

দূর্গা-দের চার দিনই রাখা হয়,
তারপর বিসর্জন দিয়ে দেওয়া হয়!





-



আজ সল্টলেকের কলেজ মোড়ে এক ট্যাক্সিতে- রূপং দেহি, জয়ং দেহি, যশো দেহি, দ্বিযো দেহি- এইটা বাজছিলো, অসাধারণ একটা অনুভূতি হচ্ছিলো
Just 100 days ☺
Countdown starts for the Durga puja.

-