Jayati Ghosh   (Jayati Ghosh)
418 Followers · 130 Following

read more
Joined 21 July 2017


read more
Joined 21 July 2017
1 JAN AT 9:39

অপেক্ষা
আমি চাই কেউ একজন অন্তত অপেক্ষা করুক,
এই ব্যস্ত শহরে অপেক্ষা বড় দামী,
মোবাইল টিভি ছাড়া অপেক্ষা,
প্রাণ মন দিয়ে করা অপেক্ষা,
মা যেমন দশ মাস অপেক্ষা করে সন্তানের মুখ দেখার জন্য,
ঠিক তেমন অপেক্ষা।
কিংবা বাউন্ডুলে অপেক্ষা,
দিনভোর স্টেশন চত্বরে বসে থেকে অপেক্ষা,
বা কাগজ কলম রং তুলিতে অপেক্ষা।
অপ্রকাশিত গল্প প্রকাশ হতে চাওয়ার মতন অপেক্ষা।
কেউ অন্তত খুব করে অপেক্ষা করুক।
আমি দামী এটা আমায় কেউ বলুক,
দামী উপহারে নয় অপেক্ষায় বলুক।

-


10 MAR 2023 AT 11:19

আমার পুরোনো আমিকে আর ফেরৎ পাওয়া যাবে না। কি জানি কোথায় গেছে। সেদিন খুব কাঁদতে দেখেছি, তারপর থেকে সেই যে দেখিনি আর দেখিইনি। হয়তো সাগর পাড়ে একা একা বহুদূর চলে গিয়েছে; ফেরার পথ হারিয়েছে। কি জানি হয়তো ফিরতে চায়না তাই ইচ্ছে করেই ফেরেনি।

-


8 MAR 2022 AT 14:21

রাতের জোনাকি ভরা আকাশে তুমি তোমার ভুল খোঁজো;
ডান চোখে আইলাইনার আঁকতে তুমি তোমার পারফেকশনিস্ট চোখ খোঁজো;
শক্ত জটিল হিসাব কষতে গিয়ে তুমি তোমার বুদ্ধি খোঁজো;
কবে, কি - হাতড়াতে হলে তুমি তোমার স্মৃতির কোনা খোঁজো;
শাড়ি আর ল্যাপটপে তুমি তোমার যোগ্যতা খোঁজো;
মেয়ে আর মা ডাকে তুমি তোমার পূর্ণতা খোঁজো;

কমতি কিসে তোমার?
অবুঝ তুমি পুরুষতান্ত্রিক সমাজে তোমার কমতি খোঁজো।।।

-


26 JAN 2022 AT 14:16

বিশ্বাস

সেদিন পদ্ম পাতায় এক ফোঁটা জল জমেছিলো,
ওই যে শেষ যেদিন বৃষ্টি হয়েছিলো।
জানো, সেদিন তেমন একটা বৃষ্টি হয়নি,
কিন্তু বিশ্বাসমাখা মেঘ করেছিলো খুব।
যেন, ঘন কালো মেঘের উথলে ওঠা সংসার।
যেদিকে তাকাই সেদিকেই তাদের প্রেমালাপ।
কি মিথ্যুক, সেই মেঘ কি ভীষণ মিথ্যুক।
বুকের মাঝে উথাল পাতাল আষাঢ়ের আশা,
আর পুষে রাখা দুঃখগুলোকে গুছিয়ে বসেছিলাম।
ইচ্ছে ছিলো বৃষ্টির জলে দুঃখ ভাসাবো।
এখন আমি মন খারাপ করার মতন বৃষ্টি খুঁজছি।
খবর দিও খুঁজে পেলে,
আজও আমি বিশ্বাস করার মেঘ খুঁজছি।

-


26 JAN 2018 AT 22:29

দেশ স্বাধীন, কিন্তু তুমি স্বাধীন নও।।
তুমি মেয়ে, মুক্ত তুমি নও।।
তুমি বন্দিনী, আজও বিহঙ্গ তুমি নও।।

-


20 FEB 2021 AT 23:33

হেরে যাওয়া

বিকেলের বাতাসি গুন গুন শুনেছি আগেও,
শুধু বুঝিনি ওই বাতাসেই আমার মুক্তি।
অনিচ্ছার ঘুড়ি উড়িয়েছি বার বার,
শুধু দেখিনি ইচ্ছের আবেগী চোঁখ।
চড়া দামে উপেক্ষা কিনেছি কদিন আগেও,
শুধু শুনিনি অপেক্ষারত প্রেমের কাহিনী।
উন্মাদ হতে দেখেছি ডানাগুলোকে সেদিন ভোরেও,
শুধু মানিনি স্বপ্নের এপারের বাস্তব ডানাহীন।
বিষাক্ত ফুলে আসক্ত নই ভেবেছিলাম আমি,
শুধু দেখিনি নীল ধ্বংসস্তুপেই দাঁড়িয়ে আছি।
বদমেজাজী খেয়াল গুলোকে গলে যেতে দেখেছি শেষবারেও,
তবুও আজকের মতন মৃত্যু মিছিলে সামিল হতে দেখিনি।
এর আগেও পরাজিত হয়েছি সকাল বিকেল,
তবুও এমনভাবে নিজেকে হেরে যেতে দেখিনি।

-


4 DEC 2020 AT 10:42

খাঁচার জীবন তোর,
ডানা মেলার স্বপ্ন দেখিস,
সাহস তো কম নয়!!!
ও মেয়ে,
মুক্ত হতে চাইলেই কি মুক্তি পাওয়া যায়?

-


17 NOV 2020 AT 22:28

Scribble words

Don't call for me!
Never ask, 'why?'
I don't wanna live
In this filthy life!
Bring me back
That yellow light,
I was there
Thousands years back;
Breath was not picky
Nor even poky.
Bright was night as light,
Bring me back that
Fairy lights.
Thousands years more
In midst of shore,
I can be mine.
Bring me back that dreamy night.

-


4 SEP 2020 AT 19:43

বৃষ্টি হয়ে এলে,
তাই, রাস্তা ভিজে গেলো,
শহর ভিজে গেলো।
আমার মনকেমনের গল্পগুলো
সবাই এমনি করে জেনে নিলো।
ওমন ঝমঝমিয়ে কেউ আসে বুঝি?

শোনো, এবার যখন আসবে,
গভীর রাতে আসবে, কেমন?
ভরা জ্যোৎস্নায় না, অমাবস্যায় আসবে।
জোনাকির বেশে কিংবা
লাল দীঘিতে শালুক হয়ে ফুটবে।
শোনো, এবার থেকে যখন আসবে
শুধু আমার জন্যেই আসবে।

-


12 JUL 2020 AT 19:22

Girl you know what makes you alive,
Keep that tune on, and,
Runaway from the lie.
Cause baby, every fucking moment you decide,
To alive or to die.

Girl, you're twirling your fringes,
Humming cutest upbeat glee,
Shaping your heart into luxury nest,
Glittery feathers in pink colour.
Oh babe, you ruined your mind!!!

Yeah yeah, I know, your love is pink.
Yellow, blue, red all are shadowy same.
And you expect "Love in Life"?
Oh please! You are stuck in pink.

Uncover your eyes from that fluttering lies!
Shades of life are alike shades of colour.
Look out the window onto harsh and cold.
Cause baby, this love is bold, this love is gold.

-


Fetching Jayati Ghosh Quotes