QUOTES ON #দীপাবলী

#দীপাবলী quotes

Trending | Latest
27 OCT 2019 AT 18:53

আলোতে আলোতে ঢাকা
আজ সমস্ত শহরতলী,
আলো দিয়ে অন্ধকার দূর
করে পালিত হচ্ছে শুভ দীপাবলী।

-


27 OCT 2019 AT 22:07

—বয়ফ্রেন্ড—
নতুন Realme 5 Pro ফোন টা আজ কালীপুজোর দিনে পেয়ে খুব খুশি সুদীপ্তা। বাড়িতে মায়ের ফোনটা যখনি পায় তখনই সেলফি তোলে আর টিকটক ভিডিও বানিয়ে সময় কাটায়।... Avik©

সে আজ ঠিক করেছে নতুন ফোন থেকে একটা সেলফি তুলে বয় ফ্রেন্ড কে পাঠাবে।... রাত্রি বেলা ছাদে গিয়ে ছবি তুলতেই ছবিতে নিজের পাশে মাথায় পাকাচুল ভর্তি ঠাকুমাকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেলো সুদীপ্তা।Avik©

ঠাকুমা তো ওর মারা গেছে প্রায় একবছর হলো।

ছবিটা এখন কি করবে! ভাবতে ভাবতেই একটা পায়ের শব্দ শুনতে পেলো সুদীপ্তা। সুদীপ্তা ঘাড় ঘুরিয়ে অন্ধকার ছাদের মধ্যে কাউকেই দেখতে পেলো না।Avik©
একটা অদৃশ্য মৃদু কণ্ঠস্বর ভেঁসে এলো সুদীপ্তার কানে ।

“আঁমিঁ বেঁচেঁ থাঁকঁতেঁ প্রেঁমঁ টাঁ কঁরঁতেঁ পাঁরঁলিঁ নাঁ হঁতঁচ্ছাঁরাঁ....”

-


7 NOV 2018 AT 0:11

যদি এই দীপাবলীর আলো মানুষের মনের অন্ধকারও মুছে দিতে পারতো.....??? 😢😢

-



দেহের রঙে কি যায় আসে?
হোক না সে আঁধার জমকালো!

মনের রঙে রোশনাই ঝড়ুক,
শুকতারা হয়ে নাহয় ছড়িয়ো আলো।

-


19 OCT 2017 AT 21:26

শহর জুড়ে আলোর মেলায় আতসবাজির খেলা!
সন্ধ্যাপ্রদীপ তুলসীতলা আনন্দ দিনরাত।
উদ্দীপনার উৎসবেতে কাটল সারাবেলা,
নিরুদ্দেশী মনখারাপের হাতেতে রাখি হাত।

দীপাবলীর শুভেচ্ছা সবাইকে।


-


5 NOV 2021 AT 0:00

ওই নীল কালো আকাশে আজ
যেমন ভাসছে আলোর ঢেউ
তেমন করেই ভাসবো আমি
তবে দেখতে আমায় পাবেনা কেউ।
তারা নয় তারা বাজির মত
ক্ষণিক হয়েই যাবো থেকে
তুমি চাইলে আমায় বেঁধো মনে
রং তুলি কবিতায় গল্পে এঁকে।।

-



যদি কারোর হতে চাও তো,
সত্যিকারের গল্প হও।
কল্পনায় তো সবাই থাকে,
সময় শেষ হলে তার ঠাঁই হয় বইয়ের পৃষ্ঠায়।

 যদি কারোর হতে চাও তো
প্রতিদিনের সন্ধ্যাপ্রদীপ হও।
দীপাবলীর প্রদীপ তো হয় দু-দিনের।
আলোতে আলোকিত করে ঠিকই,
সময় শেষ হলে তার ঠাঁই হয় কোনো এককোণে ডাস্ট-বিনের।

 তাই দীপাবলীটা হোক প্রতিদিনের, না কোনো একদিনের।।
*শুভ দীপাবলী*

-


26 OCT 2022 AT 17:37

দীপাবলীর পর

শোনো আমি কোনো ভদ্দরলোক নই,
যে তুমি আমার ছেঁড়াভাঙা অগোছালো ঘরে,
একলা দুপুরে তেলচিটে তক্তপোষের একপাশে বসে জিজ্ঞেস করবে,
"নতুন কি কবিতা লিখলেন দাদা?"
শোনো আমিও পুরুষ, আমার বুকেও ঘন অ্যামাজন,
তোমায় গরম ঘুঘুর মত এই রুক্ষ বুকে শক্ত করে জড়িয়ে পিষে ফেলতে পারি!
তুমি জানো না, আমিও জানি না,
কেন আজকাল কবিতা লিখতে গেলে,
স্পষ্ট চোখের সামনে তোমার কোমরের ভাঁজ ভাসে,
অথচ তোমার ভাই পাতানোর ন্যাকামির গালে,
সজোরে এক থাপ্পড় দিয়ে বলতে পারি না,
শোনো আগুনবতী! কবিদের কেবল প্রেমিকা হয়!
বিকেলবেলা তুমি এলে, একটা মেয়েদের মত গোলাপী ছেলেকে নিয়ে,
তার জন্য গোটা সন্ধ্যে আর আমার জন্য মাটির প্রদীপ,
"শুভ দীপাবলী! ভাইফোঁটায় আসবেন কিন্তু!"
তুমি চলে যেতেই প্রদীপটা চাপড়ে নিভিয়ে ফেলেছি,
আমার সব আলো নিভে যাক,
তুমি একটা ভয়ঙ্কর অন্ধকার দিয়েছ উপহার,
হাতে পোড়া দাগটা রক্ত দিয়ে বেয়ে বুকের ভেতর দাগ ফেলেছে দগদগে।।

-


3 NOV 2021 AT 23:30

দীপাবলী
◆◆◆◆◆◆
নোনা ধরা কার্ণিসে
ইঁটের পাঁচিল ঘেঁষে
আলোর ললন্তিকা
ছাদ থেকে নেমে আসে
মফস্বলের দীপান্বিতায় ;

মাটির প্রদীপ জ্বলে
বেড়ার দোরের কোলে
মেঠো পথে যাস না রে
তেনারা তো ঘোরে ফেরে
প্রত‍্যন্ত গ্রামের সন্ধ্যায় ;

আসব গ্লাসেতে ঢেলে
হেরে যাও জুয়ো খেলে
ধন গেলে , ভরে ধনে
শহরের আবাসনে
দিওয়ালির আলোর মালায় ।
----/সঞ্জয় ভট্টাচার্য্য:নভেম্বরের তিন, 'একুশ/

-