RAJANI MANDAL   (রজনী ❣)
57 Followers · 1 Following

।।অতি সাধারণ।।
Joined 10 April 2019


।।অতি সাধারণ।।
Joined 10 April 2019
1 APR 2020 AT 22:31

আলোর রশ্মিতে ঢাকা সমস্ত
শহরতলি তবুও অন্ধকারাচ্ছন্ন মন,
অশ্রুজলে আঁকছি দেওয়ালে নানান জলছবি
প্রতিনিয়ত গুমরে মরছি কবে হবে এ পীড়ার উন্মূলন?

-


27 OCT 2019 AT 18:53

আলোতে আলোতে ঢাকা
আজ সমস্ত শহরতলী,
আলো দিয়ে অন্ধকার দূর
করে পালিত হচ্ছে শুভ দীপাবলী।

-


9 OCT 2019 AT 13:39

চাই শুধু তোমাকে
নিয়ে যেতে এক
শান্তিপূর্ণ দেশে,
যেখানে সব কষ্ট ভুলে
থাকবে তুমি শুধু
তোমাতেই মিশে।

-


7 JUL 2021 AT 21:19

কুল-কুল করে বয়ে চলা সে এক বেনামী প্রবাহিণী,
জীবনের গতিপথ ভুলে দিশেহারা আজ ক্লান্ত নির্ঝরিণী।

-


28 MAY 2021 AT 15:26

তোমার হানা আঘাতে হয়েছে বিধ্বংস আমার হৃদয় কুটির।
তবুও ভালোবাসার ফুল দিয়ে সাজিয়ে যাবো তোমার মন প্রাচীর।

-


28 MAY 2021 AT 14:26

তোমার ফেরার আশায় আমার প্রতিটি মুহূর্ত অপেক্ষায়মান।
একটিবার বলে দিয়ে যেতে পারতে কবে ভাঙবে তোমার অভিমান।

-


28 MAY 2021 AT 14:12

ব্যথার গ্লানি মুছে দিয়ে অভিমান দূরে
সরিয়ে যদি একবার আসো ফিরে,
বেদনার স্মৃতি ভুলে আপন করে
নেবো তোমায় আমার বাহুডোরে।

-


28 MAY 2021 AT 12:48

রিনি-ঝিনি বৃষ্টির শব্দে মনের আবেগ হয়েছে খরস্রোতা,
প্রতিশ্রুতিতে আঘাত হেনে আজ থমকে গেছে মনের বিহ্বলতা।

-


28 MAY 2021 AT 11:15

তোমার ছুঁড়ে দেওয়া বাক্যের অতলে করে অবগাহন,
চূর্ণ বিচূর্ণ হলো আজ আমার জীবনের সাতকাহন।

-


8 JUL 2020 AT 22:04

হৃদয় জুড়ে রয়েছে ‌শুধু তোমার বাক্যের আঁচড়...

-


Fetching RAJANI MANDAL Quotes