শান দাও আজ মগজাস্ত্রে
আগুন জ্বলুক বুদ্ধিতে
গড্ডালিকায় ভাসিয়ে বেড়ী
চিত্ত নামুক শুদ্ধিতে....
#let_the_spirits_fly-
ছাত্র পড়িয়ে চলে!
মাঝেমধ্যে শখ যাপনে
কলম কথা বলে!!
জন্মেছিলাম জুনের ৯ এ
খাওয়া দা... read more
আমাদের আগুনরঙা আকাশ থাকুক
বাগানের নাম হোক আজ কনকলতা।
আজীবন স্নেহের পরশ, শীতল ছায়ায়
মুছে যাক সমস্ত শোক, বিষণ্ণতা।-
যাযাবর জীবন হতো
বাঁচতাম হিসেব ভুলে।
দুঃখ, নেই পিছুটান
উল্লাস দুহাত তুলে।।
কে আমি কে-ই বা তুমি
নেই কোনো নিয়ম বাধা।
এ জীবন চমকদারী
চাওয়া পাওয়া গোলকধাঁধা।।
অনুরাধা।
-
তারপর একদিন আলসেমি বলে উঠলো...
আমরা সবাই ব্যস্তবাগীশ
মনের খবর রাখছি না!
চারপাশে সব ধূসরতা
স্বপ্ন কে আর আঁকছি না!
অনুরাধা।
-
আমাদের যৌথতা খরস্রোতার মত,
ভেসে যায় খড়কুটো নিয়ে।
তোমার সাজানো ঘর, অফুরান অবসর
ঢেকে থাক সুখ স্মৃতি দিয়ে...
অনুরাধা৷-
একঘেয়েমি খানিকটা পাপের মত। যার শাস্তি অসহায়তা। আমার ভালো লাগছে না এটা জেনেও রোজ বিশ্বাস করতে হয় একদিন সব ভালো হবে। এ কি কম শাস্তি?
চিরকাল যে একইরকম ফ্রিকোয়েন্সীতে দিন কাটবে এমনটা আশা করি না। সেটা আশা করা মূর্খামি। কিন্তু, ওই যে বই, কাব্য, গান কোনোকিছুই যখন মলমের কাজ করে না তখন যে ঠিক কি করলে স্বস্তি পাওয়া যাবে সেটা ভাবতে ভাবতেই দিন ফুরিয়ে যায়।
ঝড়ের গতিতে দিন থেকে রাত হচ্ছে আর রাত থেকে দিন। অসহায়তার ব্যাপকতা সীমাহীন...-
জোর যার মুলুক তার!
-----------------------------
'টাকা' : আমাকে ছাড়া দুনিয়া অচল। আমিই রাজা।
'বুদ্ধি' : আমার জোরেই তো সব হচ্ছে ভাই! হয় থেকে নয়!!
'বাহু' : আমি থাকতে অন্য কেউ! গুঁড়িয়ে দেব এলে...
'মন' : আমি না থাকলে চারদিক অন্ধকার!
'জিভ' : আমার ভাই হেব্বি ধার। একবার কাজে বেরোলে
লোককে জাত চিনিয়ে দি!
এমন আলোচনার সময় এদের মাথার ওপর দিয়ে
হাইস্পীড জেটপ্লেনে 'সময়' একবার
চক্কর দিয়ে বেরিয়ে গেল...!-
কেমন করে বোঝাই রে মন?
এই দুনিয়ায় সবাই একা।
বাইরে প্রচুর লোকসমাগম!
ভেতরঘরে আয়না দেখা।
কে কার প্রিয়, কেই বা দূরের,
সব হিসেবের ঊর্ধ্বে থাকে
সময় একাই লড়তে শেখায়,
ভেতরঘরের মানুষটাকে..!-
আঁতেল হবার দৌড়ে লাগাই
সিম্পলিসিটির ফান্ডা!
ফাস্ট না হলাম, লাস্ট ই কাফি
দিল্ দুনিয়া ঠান্ডা!!-
ব্যর্থ 'অতীতের' গর্ভেই
সফল 'ভবিষ্যতের' জন্ম!
'বর্তমান' হল এই দু'য়ের মধ্যে
মেলবন্ধনকারী
এক আকারহীন অবয়ব
যাকে বিষণ্ণতার বেদনা
অবিরাম তাড়া করে চলে
বিজয়ী হবার বাসনায়!-