Anuradha Basu   (অনুরাধা।)
133 Followers · 36 Following

read more
Joined 11 October 2017


read more
Joined 11 October 2017
15 AUG 2021 AT 7:10

শান দাও আজ মগজাস্ত্রে
আগুন জ্বলুক বুদ্ধিতে
গড্ডালিকায় ভাসিয়ে বেড়ী
চিত্ত নামুক শুদ্ধিতে....

#let_the_spirits_fly

-


27 AUG 2020 AT 9:34

আমাদের আগুনরঙা আকাশ থাকুক
বাগানের নাম হোক আজ কনকলতা।
আজীবন স্নেহের পরশ, শীতল ছায়ায়
মুছে যাক সমস্ত শোক, বিষণ্ণতা।

-


31 JUL 2020 AT 10:35

যাযাবর জীবন হতো
বাঁচতাম হিসেব ভুলে।
দুঃখ, নেই পিছুটান
উল্লাস দুহাত তুলে।।

কে আমি কে-ই বা তুমি
নেই কোনো নিয়ম বাধা।
এ জীবন চমকদারী
চাওয়া পাওয়া গোলকধাঁধা।।

অনুরাধা।

-


22 JUL 2020 AT 13:43

তারপর একদিন আলসেমি বলে উঠলো...

আমরা সবাই ব্যস্তবাগীশ
মনের খবর রাখছি না!

চারপাশে সব ধূসরতা
স্বপ্ন কে আর আঁকছি না!

অনুরাধা।



-


30 MAR 2020 AT 19:22

আমাদের যৌথতা খরস্রোতার মত,
ভেসে যায় খড়কুটো নিয়ে।
তোমার সাজানো ঘর, অফুরান অবসর
ঢেকে থাক সুখ স্মৃতি দিয়ে...

অনুরাধা৷

-


5 AUG 2020 AT 21:32

একঘেয়েমি খানিকটা পাপের মত। যার শাস্তি অসহায়তা। আমার ভালো লাগছে না এটা জেনেও রোজ বিশ্বাস করতে হয় একদিন সব ভালো হবে। এ কি কম শাস্তি?

চিরকাল যে একইরকম ফ্রিকোয়েন্সীতে দিন কাটবে এমনটা আশা করি না। সেটা আশা করা মূর্খামি। কিন্তু, ওই যে বই, কাব্য, গান কোনোকিছুই যখন মলমের কাজ করে না তখন যে ঠিক কি করলে স্বস্তি পাওয়া যাবে সেটা ভাবতে ভাবতেই দিন ফুরিয়ে যায়।

ঝড়ের গতিতে দিন থেকে রাত হচ্ছে আর রাত থেকে দিন। অসহায়তার ব্যাপকতা সীমাহীন...

-


2 AUG 2020 AT 13:51

জোর যার মুলুক তার!
-----------------------------

'টাকা' : আমাকে ছাড়া দুনিয়া অচল। আমিই রাজা।

'বুদ্ধি' : আমার জোরেই তো সব হচ্ছে ভাই! হয় থেকে নয়!!

'বাহু' : আমি থাকতে অন্য কেউ! গুঁড়িয়ে দেব এলে...

'মন' : আমি না থাকলে চারদিক অন্ধকার!

'জিভ' : আমার ভাই হেব্বি ধার। একবার কাজে বেরোলে
লোককে জাত চিনিয়ে দি!

এমন আলোচনার সময় এদের মাথার ওপর দিয়ে
হাইস্পীড জেটপ্লেনে 'সময়' একবার
চক্কর দিয়ে বেরিয়ে গেল...!

-


15 JUL 2020 AT 11:45

কেমন করে বোঝাই রে মন?
এই দুনিয়ায় সবাই একা।
বাইরে প্রচুর লোকসমাগম!
ভেতরঘরে আয়না দেখা।

কে কার প্রিয়, কেই বা দূরের,
সব হিসেবের ঊর্ধ্বে থাকে
সময় একাই লড়তে শেখায়,
ভেতরঘরের মানুষটাকে..!

-


14 JUL 2020 AT 22:50

আঁতেল হবার দৌড়ে লাগাই
সিম্পলিসিটির ফান্ডা!
ফাস্ট না হলাম, লাস্ট ই কাফি
দিল্ দুনিয়া ঠান্ডা!!

-


2 JUL 2020 AT 13:43

ব্যর্থ 'অতীতের' গর্ভেই
সফল 'ভবিষ্যতের' জন্ম!
'বর্তমান' হল এই দু'য়ের মধ্যে
মেলবন্ধনকারী
এক আকারহীন অবয়ব
যাকে বিষণ্ণতার বেদনা
অবিরাম তাড়া করে চলে
বিজয়ী হবার বাসনায়!

-


Fetching Anuradha Basu Quotes