QUOTES ON #দিদি

#দিদি quotes

Trending | Latest
22 AUG 2021 AT 9:42

আড্ডা,ঝগড়াঝাঁটি, অসম্মান
চিরকাল দিদিরা মায়ের সমান।

-


22 NOV 2019 AT 12:25

প্রানছোঁয়া অন্তহীন তবে নিরাকার,
ভালোবাসে যা, প্রান করুক না খুব চিৎকার।

-



সে আমাদের জন্ম দেওয়ার পর সারা জীবন অক্লান্তভাবে
ভালোবেসে যাই, একজন মা হিসাবে।
সে আমাদের প্রথম বেস্ট ফ্রেন্ড হয়, একজন বোন হিসাবে।
সে আমাদের সারাজীবনের খেয়াল রাখার দায়িত্ব নেয়,
একজন জীবনসঙ্গী হিসাবে।
সে আমাদের নিজের সবটুকু দিয়ে আশীর্বাদ করেছে,
একজন ঠাকুমা/দিদা হিসাবে।

এইভাবে আমাদের সারা জীবন সর্বক্ষণের সাথী হয়ে থেকে যায়
যারা আমাদের পাশে, তাদের জন্য একটা দিন কখনোই যথেষ্ট নয়,
তবুও একটু স্বীকৃতি দেওয়ার প্রচেষ্টা।
Happy International Women's Day
❤️

-


19 FEB 2020 AT 23:50

যেই মেয়েটা ভীষন রাগী,
ঝগড়া করে যখন তখন,
সেই মেয়েটাও আগলে রাখে,
গড়তে জানে নিজের মতন।

কথার জোড়ে যেই মেয়েটা,
করতে পারে দারুন জখম,
সেই মেয়েটাও পাশে থাকে,
সাহস জোগায় ভীষন রকম।

যে মেয়েটার আমার সাথে,
খুনসুটি জ্বর বাড়তে থাকে,
সেই মেয়েটা 'দিদি'-র থেকেও,
'বন্ধু' বাসায় আগলে রাখে ৷৷

-


11 JAN 2022 AT 16:21

-


25 JUL 2020 AT 17:50

"প্রিয় বড়দি"

হৈচৈ হট্টগোল
বাড়ি ভর্তি পাঁচ বোন,
চার দাদা ঘুরছে দিকে
বোনদেরকে আগলে রেখে।

বাবার তুমি ভাইজি
কিন্তু মায়ের বয়সী,
স্নেহ আদর আবদারে
ছোটো মায়ের উপাধি।

বুদ্ধি নয় ছুঁচালো
হৃদয় তার বড় ভালো,
ভালবাসায় ভরপুর
কটূ কথায় না দেয় সুর।

সদাআনন্দ হাস্যময়
গৃহ করো সুখময়,
অনুষ্ঠানের দিনগুলিতে
তোমায় ছাড়া শূন্য যে।

-


4 AUG 2019 AT 23:56

দিদি

দিদি মানে অবিচ্ছেদ্য বন্ধুত্বের বন্ধন।
দিদি মানেই আদুরে শাসন,আবদারের দেশ।
দিদি মানেই চেনা একটা প্রিয় গন্ধ।
দিদি,যার দুটো হাত তোমায় আগলে রাখে,
যে তোমাকে সঠিক পথে চলতে শেখায়,
পড়ে গিয়েও ঘুরে দাঁড়িয়ে লড়তে শেখায়,
যার কোলে মাথা রেখে তুমি পার করে দিতে পারো শত সহস্র বছর।
দিদি মানে প্রাণ আঘাত কোরো না যেন,
প্রতিফলিত হতে বাধ্য।।


-


22 JAN 2022 AT 12:14

দিনের শেষ থাকবে
তুমি একলা ঘরেই,
থাকবে শুধু খোঁজ
নেওয়ার দিভাইরাই।
আর থাকবেনাকো,
কেউ তোমার পাশে।

-



@@@@

-



দিদি আমার দ্বিতীয় মা

-