. .
-
দীর্ঘ অপেক্ষা
----------------
তার অকৃত্রিম ভালোবাসার সংস্পর্শে ধৈর্যের বাঁধ দিনের পর দিন হয়ে উঠছে আরো মজবুত,
তার অটুট বিশ্বাস যে একদিন ঠিকই তার প্রিয়তমার সন্ধানের বার্তা বয়ে আনবে তার ভালোবাসার দূত।
এক অশুভ লক্ষণপূর্ণ দিনে ভিড়ের মধ্যে হাড়িয়ে গেছে সেই রমণী,
আর এই অভাগা তার বিশ্বাসে যেন দাঁত কামড়ে পড়ে আছে, এতটুকুও টলেনি।
তার দীর্ঘ অপেক্ষা আজ অনায়াশে পাড় করল দশ দশটা বছরের ত্যাগ ও যন্ত্রনাময় বেষ্টন,
কিন্ত তবু সে যেন প্রতিজ্ঞাবদ্ধ যে সে অনিশ্চিতের অপেক্ষায় মত্ত থাকবে আমরণ।
তার এই কঠিন অপেক্ষার আদৌ হবে কিনা অবসান,
আজ তার হৃদয় হয়ে উঠেছে এক নিঝুম শ্মশান।-
ভালোবাসা মানে , তাদের কপালে ঝুলিয়ে দেবে তোমার নামের ট্যাগ ,
তা নয় ,
ভালোবাসা মানে , ভালোবাসার মানুষের জন্য তোমার বিশাল মহান ত্যাগ ।-
ত্যাগ করা কোন কিছুই পুনরায় গ্ৰহন করা উচিৎ নয় ,
তা কোন জিনিস হোক বা কাছের মানুষ......
-
কখনো ছেলেরা মেয়েদের দোষারোপ করে
কখনো মেয়েরা ছেলেদের দোষারোপ করে
আসলে তো কত ভালোবাসা শেষ হয়ে যায়
শুধু পরিবারের চাপে পড়ে-
"আমার একার বর্জনে কী হবে"
এই মনোভাব ত্যাগ করুন।
"বিন্দু বিন্দুতে সিন্ধু বনে"
এই প্রবাদে বিশ্বাস রাখুন।
🙏🙏🙏-
হাতৰ পৰা দুখৰ মোনাখন
কোনে বাৰু ল'লে কাঢ়ি?
ঘুমটি হৰি নিয়া দুঃচিন্তাবোৰ
কাৰ নজৰ লাগি গ'ল পমি?
ক'ৰবাত হেৰাই থৈ অহা
অতিকৈ প্ৰিয় মোৰ হাঁহিটি
কোনে পুনঃ দিলে আঁকি?
আই, সেয়া তোৰ পিছফালে
আমাৰ পৰা কি লুকুৱাইছ?
ধূসৰ চকু সেন্দুৰীয়া কৰি
কালৈ ইমান খং কৰিছ?
হাতত থকা তুলিকাৰেনো
কিহৰ চিত্ৰত ৰং বুলাইছ?-
তবুও ভেসে থাকে মুখ ইচ্ছেনদীতে।
ছায়া না ছবি,কে বড়- সেটা ত্যাগ জানে।-
তোমার সুখের থাকার জন্যে,
আমি আমার বুকের কিছুটা জমি দাণ করে দেবো।।-