কিছু কান্না বুক চাপা থাকে, শেষে পরিণত হয় ঝর্ণায়,
-
22 AUG 2019 AT 17:34
আকাশ ,পাহাড় ঝর্ণা নদী,
তোদের মাঝেই আমি বাঁচি,
তোদের জন্য আমার মনকেমন,
তোরা যে আমার বড়োই আপন।
তোদের কথা ভাবি,তোদের কথা লিখি,
তোদের কাছেই আবার আমি,
অনেক কিছু শিখি।
তোরাই যে আমার বাঁচার মানে,
এই কথাটা বুঝি,
তাই তো আমি বারে বারে,
তোদেরকেই খুঁজি।।
-
22 AUG 2019 AT 16:12
আকাশ পাহাড় ঝর্ণা-
কতো গোপন কথা তোদের বলনা.....
আকাশ শুধু দুহাত বাড়ায়-
পাহাড় তাকে ছুঁতে যে যায়....
তিরতির হাসির সুরে ঝর্ণা-
"পাহাড়-আলিঙ্গনে" ভরায়....
-