swagata paral   (স্বাগতা)
1.3k Followers · 100 Following

read more
Joined 23 May 2018


read more
Joined 23 May 2018
13 SEP 2022 AT 2:32

এখানে দিনের শেষে গান জমে থাকে,
মোহনায় ভেসে আসে ঝিনুকের দল।
বন্দর ছাড়া কোনো জাহাজের ডেকে-
লেগে থাকে বালি রাশি, জনকোলাহল।


-


22 AUG 2022 AT 10:01

আগুন চোখের পলক,
ঝাপসা জলের স্রোতে-
সেই মেয়েটা পারছেনা আর,
মলম দিতে ক্ষতে।

-


22 AUG 2022 AT 9:55

রঙ্গিন দীঘির শেষে।
হাঁটু ছোঁয়া জল,
স্মৃতিরা টলমল।

-


25 JUN 2022 AT 21:12

না-বলা যত কথা,
চাইলেই কী বলে ফেলা যায়!
ফিরতে চাইলে আবার,
ফেরার তো থাকে না উপায়।

অনুশোচনা হয় জমা,
থিতু হয় চোখের জলে,
যার ছিল ফেরার কথা,
সে আজ না- ফেরার দলে।

সান্ত্বনা বুকে নিয়ে,
এড়িয়ে যাওয়া চেনা ভিড়-
প্রশ্নগুলো চেনা,
তবু উত্তর, আজও স্থবির।

-


17 MAR 2022 AT 17:46

অভিমানী একটা মেয়ে, মনে হাজার ক্ষত
ক্ষতের গায়ে সলমাজরি, সাজিয়ে মনের মতো-
সামলে নিয়ে সবটা কেমন আঁকড়ে ধরে রাখে,
অগোছালো মেয়েটা কেমন, আনমনে সে থাকে।

হঠাৎ কেমন উথালপাথাল , ঝড়ের পূর্বাভাস।
সেই মেয়েটার কপাল জুড়ে পলাশ রঙের দাগ।
আগলে নিলো , জড়িয়ে নিয়ে একটা পাগল ছেলে
ঝড় ওঠে, আর থেমে যায় ভালোবাসা পেলে।

-


18 JUN 2021 AT 14:18

সীমন্তিনি -
লেগে থাক,
জোনাকি দাগ,
কপাল জুড়ে।

এলোচুল -
মুছে দিক
ভুল ঠিক
পথ ভুলে।

বনফুল -
দুলে যায়,
ভুলে চায়,
আমরণ।
অভিসার -
বেলা বয়,
মন হয় ,
উচাটন।

-


6 JAN 2022 AT 12:45

যাবতীয় , যা কিছু আসা-যাওয়া,
টেনেছিলো যেখানে সে ইতি-
পড়ে থাকা স্মৃতি- বিস্মৃতি,
কিছুটা হারিয়ে, খুঁজে পাওয়া।

রোদ পড়ে আসে বেলা শেষে,
চোখ বুজে উল কাঁটা বোনে।
ঘর থেকে ঘর পড়া ওঠা,
বুঝেছে যে জীবনের মানে।

দূরে কোনো সুর ভেসে আসে,
কথাগুলো মনে পড়ে না-তো
ঘোরে শুধু কাটাকুটি খেলা,
যেখানে তাদের দেখা হতো।



কোনো এক মেলা প্রান্তরে,
নিমেষে ছেলেবেলা- ধুলো।
সুযোগ , আজও খুঁজে পেলে,
কুড়োব কাঠচাঁপা গুলো।


-


2 JAN 2022 AT 11:32

জাগে শিহরণ।
আলো মাখা মুখ
খুঁজেছি আমরণ।

-


1 JAN 2022 AT 23:03

চলতি পথে হঠাৎ করেই থামলো সময়ক্ষন,
ভিড়ের মাঝে, অচেনা সে, তবু আপনজন।
বন্ধু হয়ে ঠাট্টা মজায় কাটলো সময় বেশ,
ফিরতি পথে লেগে থাকে, সেই সময়ের রেশ।
আস্তে ধীরে মনের ঘরে করলো বসতবাড়ি,
আজ বুঝি ক্ষণিক রাগে, হলো আবার আড়ি।
হাসি-মজা, রাগ-অভিমান, ভালোবাসার ছায়া,
লিখতে বসে সব ভুলেছি, এমনই তার মায়া।
ফিরতে বুঝি হতোই আবার, কলম তুলে নিতে,
মনকেমনের গল্প লেখা , পড়ন্ত এক শীতে।

-


23 DEC 2021 AT 18:01


ঋদ্ধ করো ,
বুকের মাঝে , রাতের আড়াল-
স্নিগ্ধ সাজে,
মুগ্ধ করো।

-


Fetching swagata paral Quotes