এখানে দিনের শেষে গান জমে থাকে,
মোহনায় ভেসে আসে ঝিনুকের দল।
বন্দর ছাড়া কোনো জাহাজের ডেকে-
লেগে থাকে বালি রাশি, জনকোলাহল।
-
আগুন চোখের পলক,
ঝাপসা জলের স্রোতে-
সেই মেয়েটা পারছেনা আর,
মলম দিতে ক্ষতে।-
না-বলা যত কথা,
চাইলেই কী বলে ফেলা যায়!
ফিরতে চাইলে আবার,
ফেরার তো থাকে না উপায়।
অনুশোচনা হয় জমা,
থিতু হয় চোখের জলে,
যার ছিল ফেরার কথা,
সে আজ না- ফেরার দলে।
সান্ত্বনা বুকে নিয়ে,
এড়িয়ে যাওয়া চেনা ভিড়-
প্রশ্নগুলো চেনা,
তবু উত্তর, আজও স্থবির।-
অভিমানী একটা মেয়ে, মনে হাজার ক্ষত
ক্ষতের গায়ে সলমাজরি, সাজিয়ে মনের মতো-
সামলে নিয়ে সবটা কেমন আঁকড়ে ধরে রাখে,
অগোছালো মেয়েটা কেমন, আনমনে সে থাকে।
হঠাৎ কেমন উথালপাথাল , ঝড়ের পূর্বাভাস।
সেই মেয়েটার কপাল জুড়ে পলাশ রঙের দাগ।
আগলে নিলো , জড়িয়ে নিয়ে একটা পাগল ছেলে
ঝড় ওঠে, আর থেমে যায় ভালোবাসা পেলে।
-
সীমন্তিনি -
লেগে থাক,
জোনাকি দাগ,
কপাল জুড়ে।
এলোচুল -
মুছে দিক
ভুল ঠিক
পথ ভুলে।
বনফুল -
দুলে যায়,
ভুলে চায়,
আমরণ।
অভিসার -
বেলা বয়,
মন হয় ,
উচাটন।-
ঠোঁটের গোড়ায় প্রতিবাদ আর গরম চায়ে চুমুক।
বিপ্লবী রং রাঙিয়ে ঠোঁটে, চুমু দিবস জমুক।
চলতে গেলে হোঁচট খাবে, বলতে গেলে বাধা।
মুমূর্ষদের কপাল ছুঁয়ে ভালো রাখার ওয়াদা।
ঠোঁটের ভাষা থমকে গেলে চোখের ভাষায় বলো,
নতুন দিনের স্বপ্ন চোখে, হাতটা বাড়াই চলো।।
-
গরমের ছুটিতে পার্কের একলা বেঞ্চ টায় বসে মালিনী এক মনে মেয়ে, পিহুর হুটপাটি দেখছিল।
হঠাৎ অতীতের ঝোড়ো হাওয়ায়, ঝরা পাতার মতো স্মৃতিগুলো এলোমেলো ছড়িয়ে পড়লো।
নিজের ছোট্ট বোনটাকে সে বাঁচাতে পারেনি, এমনই এক ছুটির দুপুরে লজেন্সের লোভ দেখিয়ে লালসা চরিতার্থ করেছিল পার্কের ই দারোয়ান,কিন্তু পিহু কে সে রক্ষা করবেই-সারাজীবন।।-
বাথরুম থেকে হঠাৎ শ্রমনার আর্তনাদ ভেসে আসে-"হেল্প মি কুনাল, আমার দমবন্ধ হয়ে আসছে।"
ছুটে যাই, বাথটাবে ছটফট করছে শ্রমনা, আমি বাঁচাতে চাইছি কিন্তু পারছিনা, হঠাৎ ঘুম ভেঙে যায়।
"কি হয়েছে, দুঃস্বপ্ন দেখেছো!
অবাক হয়ে তাকাই স্ত্রী মধুজার দিকে,আমি আর শ্রমনা তো ঠিক এভাবেই মধুজাকে পৃথিবী থেকে সরাতে চাইছি।।-
বড় রাস্তার মোড় টা ঘুরতেই গা টা কেমন ছমছম করে ওঠে তিতাসের।
এই পথ ধরেই রোজ যাতায়াত তার,সন্ধ্যে বাড়লে নানা উৎপাত শুরু হয়, একটা বাড়িই সবকিছুর মূলে,ভূত-বাংলো।
হঠাৎই খনা সুরে কেউ বলে ওঠে," আ৺মরা কিন্তু স৺ব দে৺খেছি, ক৺দিন ধ৺রেই ও৺ই ছে৺লেগুলো তো৺কে উ৺ত্যক্ত ক৺রছে, ক৺থা দি৺লাম কা৺ল থে৺কে আ৺র এ৺মন হ৺বেনা,নিশ্চিন্তে যা৺।!"-