Dhananjoy Ghosh   (@ভাঙা কলম)
624 Followers · 337 Following

জন্ম 9ই জানুয়ারি 1995.
Joined 6 February 2019


জন্ম 9ই জানুয়ারি 1995.
Joined 6 February 2019
12 APR AT 21:30

শিক্ষকরা করলে মারো লাথি...;
আর দাঙ্গা হলে, ওটা নাকি প্রতিবাদী!

নিজেকে বাঁচাতে যে আগুন লাগালে ঘরে...
সে ছাই-এ তোমার মুখেও পড়বে কালি;
আজ পুলিশ তুমি বসে রঙ্গ দেখো—
কাল তোমারও হয়তো কালবে নুলি!

ঠিক কোথায় থামতে হয় বুঝতে হবে,
গদির লোভে আর কতকাল চলবে শোষণ?
আজ সাদা কাপড় করছো লাল,
কাল আবার চলবে হিন্দু তোষণ!

ভোটার তুমি, আসলে হাজার টাকায় খুশি,
চাকরিটা ঠিক আর পোষায় না।
মেনে নিয়েছো তুমি ভবিতব্য রে ভাই—
বাঙালির প্রতিবাদ ঠিক আর মানায় না!

বেনো জলে যে তুমি ভাসছো ভাইয়া,
এবার তো একটু সজাগ হও...!
“আমার ঘরটা ঠিক আছে তো, ব্যাস!”—
বাঙালি, আর কতটা সুবিধাবাদী তুমি হতে চাও?

মেরুদণ্ডটা কি শুধু চায়ের মাচায় করবে খাড়া?
বাকচালিতি কি শুধুই চার দেয়ালেই রাখবে বন্দি?
আজ তোমার ছেলে না হয় যাচ্ছে ভালো স্কুলে,
কাল কি সে-ও মেনে নেবে টাকার সাথে যোগ্যতার সন্ধি?
-ভাঙা কলম!

-


8 MAR AT 23:27

তুমি একাকী অভিমানে পুড়ছো ঠিকিই
হয়তো কাঙ্খিত প্রেমের প্রলাপ সঙ্গে নিয়েই;
তুমি কি জানো ঘর ভেসেছে আনেক আগেই
তুমি শুধু আজো আবদ্ধ মায়াজাল দিয়েই!

-


25 FEB AT 0:19

পড়ন্ত বিকেলের রোদটা পড়ছে গালে
মনে হচ্ছে তুমি ছুঁয়ে আছো ক্ষন;
বড় আদুরে প্রেমের অনুভব আছে
একটা অন্তরঙ্গ আলিঙ্গন চাইছে মন!

তোমার শরীরের চেনা গন্ধের কেমন স্বাদ পাই..
বড়ো আত্মহারা পাগল লাগে
খোলা পিঠে আনমনে আঙুলে আঁকি আঁকিবুঁকি
তোমার ভিজে চুলের সুন্দর সুবাসু মন ভরে যায়
ক্রমশ ঠোঁটের প্রাধান্য বাড়তে থাকে
তোমার গাল ছুঁয়ে কয়েক বার আদরের দাবি জানিয়ে আসি..
আরো অধিকারে উন্মুক্ত গলায় প্রেমিক কামড় বসাই
তুমি শিহরিত হয়েও নিঃশ্চুপে মেনে নাও
আমি আবারো খোলা পিঠে ঠোঁট ছুঁয়ে যায়
হাতের সহযোগে কোমরে আনি বাহু বন্ধন
তুমি ক্রমশ নেতিয়ে আসো প্রেমের আঙিনায়
আমি আস্তে আস্তে বক্ষ উন্মুক্ত করি সেই আহ্বানে
লালায়িত হয় বুক ভরে সাজিয়ে রাখা ডালি
ক্রমশ তা পেট নাভি বেয়ে নামে যৌনি তটে
ভাবনায় উদ্দীপ্ত হয় নিম্নাঙ্গের কেশ রাশি
ক্রমশ দাবি ছাড়িয়ে যায় গণ্ডির বেড়া জাল
লালা জিহ্বা শান্ত করে সিক্ত মোহনার ডুব দিয়ে!
তখন আরো আরো কাছাকাছি চলে আসে মন!

-


13 FEB AT 15:25

পড়ন্ত বিকেলের রোদটা পড়ছে গালে
মনে হচ্ছে তুমি ছুঁয়ে আছো ক্ষন;
বড় আদুরে প্রেমের অনুভব আছে
একটা অন্তরঙ্গ আলিঙ্গন চাইছে মন!
তোমার শরীরের চেনা গন্ধের কেমন স্বাদ পাই..
বড়ো আত্মহারা পাগল লাগে
খোলা পিঠে আনমনে আঙুলে আঁকি আঁকিবুঁকি
তোমার ভিজে চুলের সুন্দর সুবাসু মন ভরে যায়
ক্রমশ ঠোঁটের প্রাধান্য বাড়তে থাকে
তোমার গাল ছুঁয়ে কয়েক বার আদরের দাবি জানিয়ে আসি..
আরো অধিকারে উন্মুক্ত গলায় প্রেমিক কামড় বসাই
তুমি শিহরিত হয়েও নিঃশ্চুপে মেনে নাও
আমি আবারো খোলা পিঠে ঠোঁট ছুঁয়ে যায়
হাতের সহযোগে কোমরে আনি বাহু বন্ধন
তুমি ক্রমশ নেতিয়ে আসো প্রেমের আঙিনায়
আমি আস্তে আস্তে বক্ষ উন্মুক্ত করি সেই আহ্বানে
লালায়িত হয় বুক ভরে সাজিয়ে রাখা ডালি
ক্রমশ তা পেট নাভি বেয়ে নামে যৌনি তটে
ভাবনায় উদ্দীপ্ত হয় নিম্নাঙ্গের কেশ রাশি
ক্রমশ দাবি ছাড়িয়ে যায় গণ্ডির বেড়া জাল
লালা জিহ্বা শান্ত করে সিক্ত মোহনার ডুব দিয়ে!
তখন আরো আরো কাছাকাছি চলে আসে মন!

-


12 FEB AT 23:47

তোমার হঠাৎ সুন্দরী সাজার স্বভাব নেই..
তবে তোমার আটপৌরে সাজে যে যোগীর ধ্যান ভাঙে;
তোমার সংসারে ভারে মূর্ছে যাওয়া ঘেমো শরীরের সৌন্দর্য্য অন্য রকম!
রাত জাগার স্বভাবে চোখের তলার কালি যেন চাঁদের কলঙ্ক;
তোমার পিপাসু ঠোঁটের সেই তৃষ্ণা তখন একটু বেশিই দাবানল ছড়ায়;
হঠাৎ তোমার কাপড় সরিয়ে হাওয়া সঞ্চালনে...
একরাশ যৌবনের উঁকি যেন হঠাৎ বসন্ত আনে;
স্নান ঘরের নলও ক্রমশ পিপাসু হয়ে যায়;
তোমার স্পর্শের লোভে তখন একটু আলোও জায়গা ছাড়ে না;
তোমার খোলা চুলের বাড়বাড়ন্ত ক্রমশ প্রেমিক আহ্বানে ডাকে বিপদ!

-


24 JAN AT 9:03

আসলে সবাই তোমার মধ্যে ভবিষ্যৎ খোঁজে..!

ভালোবাসা নয়!

-


22 DEC 2024 AT 0:01

অপেক্ষার প্রহর কেটেছে কত
আমি নিঃশব্দে শয়েছি কত মনের ঝড়
সবার তখন একটা কারন ছিলো
শুধু আমিই কেবল এড়িয়েছি জ্বর!

ভাঙা গড়ার পরও গড়েছি কেবল
ভেবেছি কেবল নিজের করে
আলগা জেনেও মনের তরি
রেখেছি স্বপ্ন আপন করে।

ভাঙছে ঘুম নিত্যদিন নিঃশ্চুপে
আধগড়া স্বপ্ন নিয়ে উঠছি রোজ
সুযোগ পেলেই পালায় আবেগ
কিসেই টানেই আর রাখবে খোঁজ!

থামতে হবে.. থামতে হবে রে মন
আর কত হাসি মুখে লুকাবি ব্যাথা
তুই তো কেবল ভোরের শিউলি
আলো ফুটলেই শেষ হয় আত্ম কথা!

-


15 OCT 2024 AT 11:35

হাজার একাকীত্ব সামলে উঠে
আবার প্রেমিক হচ্ছি রোজ
ভাবের টানেই তো আগলে থাকি
তাই তো সকাল হলেই রাখছি খোঁজ!

অভিমানে হারালেই তো হারানো যায়
সবাই তখন‌ দেবে আত্মপক্ষের সমর্থন
আবেগের আত্ম বলিদানে কেউ জিতবে
আর কেউ হারাবে হয়তো চিরন্তন !

তবে নিরবতা নিয়ে নেবো এই শহরে
প্রশান্তির বসন্তে আমি কাক হতে রাজি নই
আমি না হয় শিউলির মতো ঝড়ে যাবো
সুবাস ছড়িয়ে না হয় শরৎ শেষ বার্তা হই!

আবেগের কুয়াশা এখন ঢাকছে দৃষ্টি কোন
আমি পলাশের রূপ হতে আর পারছি না
তোমায় ছুঁয়ে থাকা শিশির হতে পারতাম আমি
তবে চিরস্থায়ী আবেগে ক্ষনিকের আশ্রয় চায়ছিনা!

-


13 OCT 2024 AT 19:34

কেমন ভাবে করবো ব্যাখ্যা...
যদি নতুন ভাবে আসো রোজ
শব্দ খানি সীমিত হচ্ছে নিত্য দিন
তবুও তোমার তরেই চালাই খোঁজ!

মুগ্ধ হয়ে আমি তাকিয়ে থাকি..;
পাগল হতেও অনেক ইচ্ছে হয়,
যেন বেবাগী মন হঠাৎ পেয়েছে বাসা
তুমি ছাড়া সব আবেগ আবেগ-ই নয়!

মনে হয় তোমার তরেই বসন্ত আসে
শিউলি ফুলও মিষ্টি একটা সুবাস পায়,
ছাতিমের মতো একটা জোরালো নেশা
সামনে এলে দিক-কাল সব শূন্য হয়!

থেমে যেতে ইচ্ছে করে কালের বিপরীতে
মনে হয় গন্তব্যটায় একটা তুমি হোক..
যাকে দেখে চঞ্চল মনে প্রশান্তি আসে
যাকে দেখলে পালায় হাজার শোক!

-


13 OCT 2024 AT 9:00

শিকর ছেড়ে আবার উঠতে হবে
আবার আসতে হবে হাজার শাখায়
আবার হাজার ঝড়ের সম্মুখীন
থাকতে হবে একটা বছরের অপেক্ষায়!
আবার থাকবে আশা ভালো কিছুর
রঙিন হবে নতুন করে হারিয়ে যাওয়া
সীমিত হবে কষ্ট গুলো সাদা খাতার
পূরণ হবে অনেক চাওয়ার!

#শুভ বিজয়া!

-


Fetching Dhananjoy Ghosh Quotes