চলমান পৃথিবীতে হঠাৎ কালো মেঘের উদয়
কিছু প্রিয়জন আর পছন্দের মানুষের চিরবিদায়
একাকীত্বে আঘাতের সেই অব্যক্ত যন্ত্রণাগুলি
মৃত্যুর নিশানা করে ছোঁড়া অব্যর্থ বুলেটের গুলি
সার্কাসে লড়াকু জীবনের সাথে ঠাট্টা মরণের
হারজিতের খেলার ব্যর্থ পরিহাস জীবনের
বারবার অশনি সংকেতের ধাক্কা দেওয়ালে
মৃত্যু! মৃত্যু! মৃত্যু! মৃত্যুমিছিল লেগেছে ভুবনে-
স্বপ্ন যেখানে আপসে বিকোয়
ইচ্ছেরা হয় মুষ্টিমেয়।।
সময় যখন হিংস্র সাজে
অভব্য হয় প্রতিকূলতারা।।
এসবের মাঝে যেভাবে মাথা উঁচু করে
বাঁচতে হয়।
বুঝে নিয়ো তারে জীবনযুদ্ধ কয়।।
-
ফুরিয়ে যাবার আগে একটা শেষ আর্তনাদ।
আর অদৃষ্টটা কালোমেঘ ঠেলে উঠে আসে।
রাতের বীভৎসতায় ঝিঁঝিঁর চোখ বুঝি বুজে যায়,
কানাগলি ধরে অবিশ্বাসের পদধ্বনি...
একঘেয়েমি মোড়া দিনযাপন, বেঁচে থাকার শক্তি শুষে নেয়।
কেবল দিনবদলের অপেক্ষা জারি রেখে, রাতগুলো একই থেকে যায়।
মানসিকতা পুড়িয়ে দিয়ে, ভোগবিলাসের খেলা শুরু আবার।
আসছে নতুন দিন, ভয়াবহ হচ্ছে সমাজ...
যে মেয়েটা রাতবিরেতে একলা রাস্তায়, বুকে সভ্য সমাজের আশ্বাস।
মানুষের চামড়া পরিহিত একদল নরখাদক, লোলুপ দৃষ্টি পুঁজি করে এগিয়ে যায়।
মানবিকতার লড়াই,সমান অধিকারের দাবি ধুলিসাৎ হঠাৎ।
অন্ধকারে তলিয়ে যেতে যেতে সেও দিনের আলো হাতড়ে বেড়ায়...
-
দিশে হারা মন নিশ্চুপ রাতে কাঁদে হৃদয়ের একাকিত্বে
আমার নিশ্বাস কেড়ে নিতে চায় ওরা বাস্তবের মাটির অস্তিত্বে।
11.01.2020-
জীবনযুদ্ধে যে ছেলেটা রোজ হেরে গিয়েও, আবার পরের দিন উঠে দাঁড়ানোর সাহস রাখে, সেও 'অপরাজিত'...
-
মায়ের আঁচলের যত্ন-আত্তিতে বড়ো হয়ে ওঠা;
আদুরে ছেলেটাকে অবশেষে শিখিয়েই দিলো স্বাবলম্বী হওয়া..
সাজানো স্বপ্নগুলো বিমর্ষ অধীরতায় ভাসিয়ে দিয়ে,
পরিস্থিতিকে মানিয়ে নিয়ে আর কোনো কিছুরই নেই পরোয়া..-
নির্মল উর্ধ্ব গগনে দেখো, সময়ে অসময়ে অশনির ঘনঘটা;
স্বচ্ছল উপরি তল, নীরব মৃত্তিকাও শান্ত, ঝরে যখন বৃষ্টিফোঁটা।-
জীবনযুদ্ধে লড়ছে সে, হয়ে বলীয়ান ;
সামনে বাঁধা ; তবু হাসির ঝলক চোখে,
আশার প্রদীপ জ্বলে ; কিন্তু ম্রিয়মাণ!
তবু কিছু স্বপ্ন পরিণতির আশা রাখে।-