QUOTES ON #ছোটবেলা

#ছোটবেলা quotes

Trending | Latest
19 JAN 2020 AT 21:31

জড়িয়ে রাখা শীতের চাদর;
সন্ধ্যে নামলে শিশির কত,
ঠাকুমার বলা গল্প শত ।

নবান্নের নতুন ধানের বস্তা ঝুলি ঝুলি,
মায়ের হাতে বানানো পায়েস আর পিঠেপুলি ।
আবেগে জড়ানো হরেক রকম খেলা ,
স্মৃতিতে ঘেরা আমার ছোটবেলা ।।

-


14 MAY 2020 AT 9:49

স্মৃতির উপর ঝুকে দাড়িয়ে আছে অতীতের ছায়া
ফেলে আসা সেই ছোটবেলার রূপকথা
সেই সময়কার কথা যখন
জগৎ মনে হতো কি সহজ, কি ভালো
ফেলে আসা সেই আমগাছের ডালে বসে কাটানো বিকেল
কিংবা পুকুর পারে বসে ছিপ দিয়ে ধরার দুপুর
ফেলে আসা সেই অবাধ্য দুরন্তপনা দুস্টুমি

আমি শুধু বড়োই হয়নি...
আমি লোকের ভিড়ের মধ্যে আমার-আমিকে হারিয়ে ফেলেছি

-


24 NOV 2019 AT 23:31

#ঔদ্ধত্য

"বাইরেটা জটিল হওয়ার আগেই আমাদের ভেতরটা ভীষণ জটিল হয়ে ওঠে.....আর সেখানেই হারিয়ে যায় সেই ফেলে আসা ঔদ্ধত্যেরা...!!"

(পুরো লেখাটি ক্যাপশনে ।একটু বড় লেখা অনেকদিন পর ।ধৈর্য্য ধরে পড়বেন প্লিজ।একটু পসিটিভ ভাব প্রকাশ করার ক্ষুদ্র প্রচেষ্টা আর কি।😌😌😌😌💓💓💓🙏🙏🙏)

-


11 APR 2020 AT 19:35

ফিরিয়ে দেবো যেদিন ছোটবেলার ক্লাসরুম
তোর সাথে ছেলেবেলাটা ফিরিয়ে দেবো যেদিন,
ছোট ছোট ছেলেমেয়েগুলো হাসবে না, খেলবে না তো আর -
বকুলাল স্কুলের পাশে বকুল গাছটাতে ফুল ফুটবে না সেদিন..

ফিরিয়ে দেবো যেদিন তোর কাছ থেকে পাওয়া খুনসুটি আর মার
আমার ক্লাসে ঢোকার আগে তোর অপেক্ষা ফিরিয়ে দেবো যেদিন,
ঢাল খেয়ে কাউকে আর নেমে যেতে বলবে না তো স্লিপ -
বকুলাল স্কুলের পাশে বকুল গাছটাই দেখবি থাকবে না আর সেদিন..

-


12 DEC 2019 AT 22:42

#ছোট্ট মিনির, "বাংলার ভূত"!

" জীবনে সব কাজই কঠিন প্রথমে বিভীষিকা সমান,কিন্তু আসতে আসতে সেই কাজের মধ্যে মজাটা একবার ঠিক করে পেয়ে যাওয়ার পর জীবনটা আমল বদলে যায়...আর সেই বদলের এক একজন অনুঘটক থাকে যে বা যিনি উৎসাহ দিয়ে সঠিক পথ দেখিয়ে ভয়কে জয় করতে শেখায়।আজকের এই ছড়া কবিতাটা আমার গল্প আমার ছোটবেলার গল্প ।সত্য ঘটনা অবলম্বনে লেখা,এমন অনেক ঘটনার মধ্যে এটা খুব খুব স্পেশাল ঘটনা!"

(কবিতাটা ক্যাপশনে । একটু বড় । তবে মোটিভেশনাল। ধৈর্য্য ধরে পড়বেন।😊😊😊😊💓🖤)

-


14 NOV 2019 AT 18:25

ছেলেবেলা কেনো কাঁদছে,
বড্ড মনে পড়ছে,
হ্যারিকেনের আলোই পড়াশোনা,
আজ যেনো স্বপ্নের রাজকন্যা।
ছোটো বেলা কেনো ছোটো,
আজগুবি গল্পের সমাহার সব,
ফার্স্ট বেঞ্চের তাড়াহুড়ো টা,
আজ যেনো আনমনা সেই ছেলেটা।
বড়ো, কিন্তুু আজ ছোটো,
সেইদিনটা ছোটো, তবু আজ বড়ো।।।।।

-


12 JUN 2020 AT 20:00

অ্যাই কাল কিন্তু চাউমিন আনবি মিতু, শোন টিফিনভাগ করে খাবো। সময়ের ভারে এখন শুধুই স্মৃতি, বেস্টফ্রেন্ড এখন শুধুই একটা শব্দ।

-


20 JUN 2020 AT 9:32

ওরা আশ্রয় খোঁজে,

আলসে- চিলেকোঠার ঝুমকোলতায়... কখনো ফোটে ফুল হয়ে বৃষ্টির শেষে

যখন ভেজা মেঘলা প্যাস্টেলের কোনায় গজানো ছত্রাকও রোদে - আকাশে

কবিতার মতো হাসছে! ক্যানভাসে চুপচুপি বর্ষা-শরত নামে

বারান্দার জানালায় তুলো-কাশের গন্ধ... পথে-নৌকায় পাপড়ি জমে

রেশমরঙা মথটা মেঘকে বলতে চায় হয়তো আমাদের কথা!

গুটি খুলে উড়িয়ে দিই ভোরগুলো ... শাপলা আঁকা একটা খাতা

সোনাঝুরির তলায় বাড়িয়ে দিয়েছে আঙুল! ওই ঘাসের মাঝে

আমার ছোটবেলা হঠাৎ উঠতে চাইছে জেগে আমার কাছে!

-



ছোটবেলার
রঙীন মলাট
নেমপ্লেটের লোভ
বাড়ছি আমি
বাড়ছো তুমি
জমছে কেবল ক্ষোভ

-


23 JUN 2020 AT 8:52

ছেলেবেলার রথ সাজানো,

এখন, অনেক... অনেকটা পুরোনো, শীলাবতীর শিরায় শিরায়

হয়তো রোজ এখনও বৃদ্ধ বেলের ফুল ঝরে যায়

বর্নপরিচয়ের মলাটটা হয়তো এখনও রয়ে গেছে তেমনই বাক্সের অলি-গলি ছেয়ে

শুধু রশিটার শাখা-প্রশাখায় বুনো গুল্মের চিহ্ন! সময় বেয়ে

সময়ের জালে... গুলমোহরেরও তো শেষ অধ্যায় পরিণত!

ওই যে ভাঙাচোরা রথটা তাও জেগে আছে একলা... ঘড়িটারই মতো

বিস্মৃতির বর্ষা পর্যন্ত!

- An Obscure Existence




-