Eradicate my lousy self-esteem,
And keep on inspiring myself;
Everytime I fall down.-
I was lost
Inside your alluring eyes
Within your angelic smile
Between your mystical hair curls
And,
DEEP IN THE CORE OF YOUR
EXQUISITE SOUL
.
.
.
-
The blaze of our love was so prominent
Without you
The memories are even more prominent
I want you back so much
-
How much we loved each other?
How much we love each other?
How much we will love each other?
Our love might have become quite old,
But it is evergreen...
I love you !!!-
The writer lost a reason to write.
The story was left incomplete because
The writer became a reader.
Roar out your emotions,
And complete every incomplete story
All are writers - some write on paper,
Some inside their hearts....-
প্রকৃতি প্রত্যেকবার আমাদের চরম শিক্ষা দিয়েছে
কখনো বা ক্ষুদ্রতম প্রাণের বশে রুদ্ধ জীবনের গতিধারা
কখনো বা বৃহৎ তান্ডবের জন্য ওলোটপালোট স্বাভাবিক জীবন
কোথাও বা হয়েছে লক্ষ লক্ষ রোগাক্রান্ত
কোথাও বা হয়েছে লক্ষ লক্ষ প্রয়োজনীয় জিনিস থেকে ব্যাতিত
ভেঙেছে গাছ, বাড়ি, বাধ, বাতি স্তম্ভ আরও কত কিছু
মানুষ ক্ষত বিক্ষত
কিন্তু আসল ভাঙন হয়েছে মানুষের গর্বোদ্ধত ব্যক্তিত্বের
ভাঙন ধরেছে মানব অস্মিতার
হে মানব সভ্যতা,
নম্র হয়ে সৃষ্টিকর্তাকে ভরসা ও শ্রদ্ধা করো!!-
সেই অনুভূতি গুলো আঁকড়ে ধরে রাখে
যেইগুলো একলা মন পালন করে এসেছে
সেইগুলো হয়তো কাউকে বলতে পারতো
সেই একলা কণ্ঠস্বরটি.... কিন্তু
তাকে শোনার সময়টুকু কে দেবে
তাই অবশেষে তার একাকিত্বের নজির রইলো
একলা একটি চিঠি ও
অনন্ত নিদ্রায়ে নিদ্রিত একটি একলা দেহ
-
আবহাওয়ার মতন কিছু মানুষরা হয় -
অত্যন্ত পরিবর্তনশীল, কখন পাল্টে যাবে কে জানে??
-