অচেনা পাখি   (Past Tense)
197 Followers · 136 Following

আবার আসিব ফিরে,
রইবো তোমাদের ঘিরে।
Joined 16 October 2019


আবার আসিব ফিরে,
রইবো তোমাদের ঘিরে।
Joined 16 October 2019
4 JAN 2022 AT 13:18

Autobiography of Earth in 100 words

Callously, you are blind enthusiast to research me from head to toe but aloof to invigorate my panting heart in your tyranized era. I am naked for the deforestation, global warming, pollution etc stimulating by you. I lost my children in your massacre and most of them are still hungry in your prosperous world. Though I am a Wonderland of science but it is pale without your humanity, brotherhood and auster love. I want a happy and calm life like my friends mars, venus etc as there is a charmful joy in silence. Leave me forever! I want to die and reside in angle's house.

-


4 JAN 2022 AT 15:21

নুন


সেই একটা বুড়ো লোক,
হাতে চকচকে লবণ নিয়ে বললো "বন্দেমাতরম"
পিছনে তার হাজার হাজার লোক,
আর মুখে চাঁদের হাসি
ঠিক আমার মায়ের মতো
হাতে দাদুর লাঠি আর চোখে বাবার চশমা,
হেঁটে যাচ্ছে হেঁটে যাচ্ছে
আর গলায় "বন্দেমাতরম"
আমার হাতে সেই নুন, হ্যাঁ সেই নুন
যা দিয়ে আমাকে মা পান্তা ভাত খাওয়াতো,
রুক্ষ মরুভূমিতে কুসুমের হাসি ফোটাত,
যে নুন দিয়ে ওরা আমার বাবাকে মারত!
খুশি আর যন্ত্রণার মেলা।
আমার সেই কষ্টের নুন ওর হাতে,
আর গলায় "বন্দেমাতরম"
তুই স্বাধীনতা আমার ঘরের দুয়ারে।

-


31 DEC 2021 AT 11:31

Autobiography of a terrorist in 100 words

I am a densed black coal which is originated by your immense pressure and ignite to impair you. I have gun in my hand in lieu of pen, put on rag and looking for my fundamental rights. I am great Robin hood who drinks the tarnished blood to live. Hell, heaven is just a piece of paper as my existence is null and void. Don't connect me with any religion as you can't respect it. I want to avow myself as glorious moon instead of devastating sun. I only need your auster love. Let me cuddle, I will fly.

-


14 DEC 2021 AT 22:10

"সাতকান্ড রামায়ণ পড়ে সীতা রামের মা"
------ এই কথা শুনে আমার অবস্থা👇👇👇

-


14 DEC 2021 AT 21:55

চাঁদ

সেই চাঁদটা তাকাচ্ছে ফ্যাল ফ্যাল করে,
মুখে লালা, চোখ কটকটে লাল আর অ্যালুমিনিয়ামের চাদর,
প্রেমের নিশানায় বাড়ছে পারদ।
তুই সেই চাঁদ ইসলামের,
যার কথায় বেঁধেছিলো হাজার হাজার যুদ্ধ,
মারামারি, লাঠালাঠি আর কাটাকাটি,
আর রক্তের এক কালো দাগ।
তুই সেই চাঁদ ঝলসানো রুটি,
সাথে একটু আচার, একটু ডাল আরেকটু গান
আর আমার মা এর হাসি,
ও চাঁদ! আমি তোমায় ভালোবাসি।

-


10 DEC 2021 AT 22:21

মাটির টানে পাগলা হাওয়া চেঁচাচ্ছে আর কাঁদছে, এক অট্টহাসি। মাটির টানে আমাদের পাড়ার কানু এখনও ধুতি পরে মুখে একটা আস্ত বড় গোঁফ। হরিমেলাতে বেজে ওঠে:- " রাধে শ্যাম "। এখনও দেবী চৌধুরানী সাগরের সাথে খেলা করে। এখনও স্বাধীনতা দিবসে হাতে হাতে মিষ্টি দেয় আর মুখে ফ্যালফ্যাল হাসি। ওহে মাটি, আমি আসি।

-


10 DEC 2020 AT 13:41

আগে মানুষ হও, তারপর অধিকার নিয়ে রাস্তায় ধর্না দেবে।

-


27 FEB 2020 AT 11:32

অনুভূতির সমাধি; স্বাধীনতার বিশ্রী হাসি!
ভারাগ্রস্ত দেহ, কন্ঠস্বরের অধঃপতন!!!!!
তারপর,
ফুলখানা বসন্তে কেঁদে ওঠে!!!!
হঠাৎ, বলো হরি হরি বল ডাক শোনা যায়,
ডাক নই ঠিক একটা রেকর্ড।।

-


21 FEB 2020 AT 10:08

হ্যালো! হাই; হোয়াটস গইং! আই অ্যাম ফাইন। সরি ফর লেট!!!
সুপ্রভাত বন্ধু! দেখে খুশি হলাম। কি খবর তোমার? আমাই নিয়ে দুশ্চিন্তা করোনা। আমার জন্য তোমার অপেক্ষা কে আমি ধন্যবাদ জানাই।


যত মত, তত পথ।।।।।

-


20 FEB 2020 AT 9:05

মূল্যহীন! গায়ে কোট আর পায়ে বুট জুতো,
নাম ডাক অনেক, যাতায়াতে গাড়ি সব বড়বড়!
কিন্তুু কিসের যন্ত্রণা শৈশবের অর্তনাথ
পোশাকের চাপে মানুষখনা নুয়ে পড়ে।
ফেলে আসা ডাকনাম, অন্তরের মাঝে।।।

-


Fetching অচেনা পাখি Quotes